02 April 2024 Current Affairs in Bengali : বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 02 এপ্রিল 2024

Published On:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

02 April 2024 Current Affairs in Bengali : যে কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেমন জিকে , গণিত , রিজিনিং ,  ইংরেজি জানা প্রয়োজন। ঠিক সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা 2024 সালের 31 মার্চের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানব। আর দেরি না করে সকলে পোস্টটি ভালো করে পড়ো। কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে বিভিন্ন পরীক্ষা যেমন গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

02 April 2024 Current Affairs in Bengali

1. প্যারা পাওয়ার লিফটিং বিশ্বকাপে ভারত সোনা জিতেছেন বিনয় কুমার।

2. আন্তর্জাতিক সাংস্কৃতিক পুরস্কারে অধ্যাপক মিনা চর্দে অর্থাত্‌ প্রাপ্ত হয়েছেন।

3. ইন্ডিয়ান মাস্টার্স ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024 এ নাহিদ দিবেছা দুটি স্বর্ণ পদক জিতেছেন।

4. বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি করোনা ভাইরাসকে মনিটর করার জন্য CoViNet নেটওয়ার্ক চালু করেছে।

5. সম্প্রতি GI Tag পেল ত্রিপুরেশ্বরী মন্দিরের প্যাড়া মিষ্টান্ন।

6. প্রেস ইনফর্মেশন ব্যুরোর নতুন ডাইরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন শেফালী বি শরণ।

7. মিয়ামি ওপেন 2024 পুরুষ ডবলস বিভাগে খেতাব জিতেছেন রোহন বাপান্না এবং ম্যাট এবদেন জোড়া।

8. ইউনাইটেড নেশন্স কমিশন অন দি স্ট্যাটাস অফ ওম্যানের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন সৌদি আরব।

01 April 2024 Current Affairs in Bengali – Click Here

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
Sorry this site disable right click
Sorry this site disable selection
Sorry this site is not allow cut.
Sorry this site is not allow copy.
Sorry this site is not allow paste.
Sorry this site is not allow to inspect element.
Sorry this site is not allow to view source.