প্রিয় ছাত্রছাত্রী
10 Important Astronauts Details: আজ উল্লেখযোগ্য ১০ জন মহাকাশচারী নিয়ে আলোচনা করা হলো। তাদের নাম,জন্ম,দেশ ও মহাকাশ যাত্রা রয়েছে।আশা করছি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই Share করো।এগুলি সমস্ত পরীক্ষায় (Group C & D★Rail★Tet★Wbp★Abgari★Defence) উপযোগী।
উল্লেখযোগ্য ১০ জন মহাকাশচারী নাম
List of Important alloys and their Uses: বিভিন্ন সংকর ধাতুর নাম , মিশ্রণ , ব্যবহার বাংলাতে
নাম :: ইউরি গ্যাগারিন (1934-1968)
- দেশ :: রাশিয়া(সোভিয়েত ইউনিয়ন)
- মহাকাশ যাত্রা :: 12 এপ্রিল, 1961
- কৃতিত্ব :: পৃথিবীর প্রথম মহাকাশচারী। তিনি Vostok-1 মহাকাশযানে করে পৃথিবীর চারিদিকে সম্পূর্ণ একবার ঘোরেন। তিনি মহাকাশে ছিলেন 1 ঘণ্টা 48 মিনিট।
নাম :: ভ্যালেন্তিনা তেরেশকোভা (1937)
- দেশ :: রাশিয়া
- মহাকাশ যাত্রা :: 16 জুন, 1963
- কৃতিত্ব :: পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী। Vostok-6 মহাকাশযানে করে তিনি প্রায় তিন দিন পৃথিবীর চারিদিকে পাক খান।
নাম :: এডুইন বাজ অলড্রিন(1930)
- দেশ :: আমেরিকা যুক্তরাষ্ট্র
- মহাকাশ যাত্রা :: 20 জুলাই, 1969
- কৃতিত্ব :: চাঁদের মাটিতে হাঁটা পৃথিবীর দ্বিতীয় মানুষ।
নাম :: নিল আর্মস্ট্রং (1930-2012)
- দেশ :: আমেরিকা যুক্তরাষ্ট্র
- মহাকাশ যাত্রা :: 20 জুলাই, 1969
- কৃতিত্ব :: চাঁদের মাটিতে প্রথম পদার্পণ করেন। এর আগে তিনি Gemini–৪ মহাকাশযানের পাইলট হিসেবে কাজ করেন।
নাম :: অ্যালেক্সি লিয়োনভ (1934)
- দেশ :: রাশিয়া
- মহাকাশ যাত্রা :: 18 মাৰ্চ, 1965
- কৃতিত্ব :: পৃথিবীর প্রথম মানুষ যিনি মহাকাশে পদচারণা করেন। তিনি Voskhod মহাকাশযান থেকে বেরিয়ে 12 মিনিট মহাকাশে থাকেন।
নাম :: কল্পনা চাওলা (1961 – 2003)
- দেশ ::আমেরিকা যুক্তরাষ্ট্র (ভারতীয় বংশোদ্ভূত)
- মহাকাশ যাত্রা :: 1996 এবং 2000
- কৃতিত্ব :: প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী। প্রথমবার মহাকাশে পাড়ি দেন STS-87-এ করে এবং দ্বিতীয়বার যান STS-107-এ।
নাম :: সুনিতা উইলিয়ামস পান্ডে (1965)
- দেশ :: আমেরিকা যুক্তরাষ্ট্র(ভারতীয় বংশোদ্ভূত)
- মহাকাশ যাত্রা :: 2006
- কৃতিত্ব :: মহাকাশে বেশি সময় কাটানো (321 দিন 17 ঘণ্টা 15 মিনিট) ভারতীয় মহিলা মহাকাশচারী। মহাকাশে ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন। 195 দিন একক মহাকাশযানে থেকে মহিলা হিসেবে রেকর্ড গড়েন।
নাম :: পেগি অ্যানিটি হোয়াটসন (1960)
- দেশ :: আমেরিকা যুক্তরাষ্ট্র
- মহাকাশ যাত্রা :: 2007
- কৃতিত্ব :: মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটানো (665 দিন 22 ঘণ্টা 22 মিনিট) মহিলা মহাকাশচারী।
নাম :: রাকেশ শর্মা (1949)
- দেশ :: ভারত
- মহাকাশ যাত্রা :: 2 এপ্রিল, 1984
- কৃতিত্ব :: ভারতের প্রথম মহাকাশচারী। তিনি Soyuz T-11-এ করে মহাকাশে পাড়ি দেন। ভারত সরকার তাঁকে ‘অশোকচক্র’ পুরস্কারে ভূষিত করেন।
নাম :: সারগেই কনস্টান্টিনোভিচ ক্রিকালভ (1958)
- দেশ :: রাশিয়া
- মহাকাশ যাত্রা :: 2007
- কৃতিত্ব :: সবচেয়ে বেশি সময় (803 দিন 9 ঘণ্টা 39 মিনিট) মহাকাশে কাটানো মহাকাশচারী।
File Details
- Pdf Name : 10 Important Astronauts.pdf
- Pdf Size : 0.2 MB
- Pdf price : FREE
- Total Page : 02
- Download Pdf : Click Here
আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -