13 August 2024 Current Affairs in Bengali: বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13 আগস্ট 2024

Published On:

13 August 2024 Current Affairs in Bengali: যে কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেমন জিকে , গণিত , রিজিনিং ,  ইংরেজি জানা প্রয়োজন। ঠিক সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা 2024 সালের 13 আগস্কিটের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানব। আর দেরি না করে সকলে পোস্টটি ভালো করে পড়ো। কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে বিভিন্ন পরীক্ষা যেমন গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

13 August 2024 Current Affairs in Bengali

1. ভারতের পরবর্তী কেবিনেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে টিভি সোমনাথনকে।

2. গুজরাটের মুখ্যমন্ত্রী MSME এর জন্য IACC সেন্টার অফ এক্সিলেনশন উদ্বোধন করেছেন।

3. আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের ভারতের তিরঙ্গা উত্তোলন করলেন প্রতিরক্ষা মন্ত্রকের দিব্যাঙ্গজন অভিযান দল।

4. পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র নেপাল সফরে গিয়েছেন।

5. প্যারিস অলিম্পিকে পদক টেবিলে ভারতের স্থান 71

6. ভারতের বড় মালদ্বীপের অনলাইন লেনদেনের জন্য একটি MOU সাক্ষরএর মাধ্যমে UPI ব্যবস্থা চালু করা হয়।

7. Yutube এর প্রাক্তন  CEO Susan Wojcicki মারা গেলেন।

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad