27 March 2024 Current Affairs in Bengali : বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27 মার্চ 2024

Published On:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

27 March 2024 Current Affairs in Bengali : যে কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেমন জিকে , গণিত , রিজিনিং ,  ইংরেজি জানা প্রয়োজন। ঠিক সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা 2024 সালের 26 মার্চের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানব। আর দেরি না করে সকলে পোস্টটি ভালো করে পড়ো।

27 March 2024 Current Affairs in Bengali

1. অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতলেন — ফেরারি চালক Carlos Sainz

2. 2024 Abel Prize পেলেন ফ্রান্সের গণিতজ্ঞ — Michel Talagrand

3. প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভারতীয় নির্বাচন কমিশন লঞ্চ করল — Saksham App

4. চীন সীমান্ত বরাবর — IDD & IS System স্থাপন করল ইন্ডিয়ান আর্মি

5. সম্প্রতি IAU একটি গ্রহাণুর নামকরণ করল — বিজ্ঞানী জয়ন্ত মূর্তির নামে

6. হুরুন রিসার্চ ইনস্টিটিউট -এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী চীনের বেইজিং শহরকে টোপকে এশিয়ার — Billionaire Capital হল মুম্বাই শহর

7. প্রথমবার আমেরিকা যুক্তরাষ্ট্রে ফ্রেস মিল্ক প্রডাক্ট লঞ্চ করছে — ভারতীয় ব্র্যান্ড Amul

26 March 2024 Current Affairs in Bengali – Click Here

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad