ANM GNM Life Science Suggestion in Bengali: জীবন বিজ্ঞানের স্নায়ুতন্ত্র থেকে গুরুত্বপূর্ণ M.C.Q প্রশ্ন

Published On:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

সামনেই নার্সিং পরীক্ষা।যারা নার্সিং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের কথা ভেবে জীবন বিজ্ঞানের প্রস্তুতিকে আরো উন্নত করবে আজকের এই পোস্ট। আজকে তোমাদের জন্য জীবন বিজ্ঞানের একটি অধ্যায় স্নায়ুতন্ত্র থেকে বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন দেয়া হলো। সবশেষে pdf ডাউনলোড অপশন আছে। 

ANM GNM Life Science M.C.Q Suggestion Nervous System

1. মানবদেহের অলফ্যাক্টরী রিসেপটরগুলি শনাক্ত করে।

  • [A] স্বাদ
  • [B] গন্ধ
  • [C] স্পর্শ
  • [D] শব্দ

2. খাবার গিলে খাওয়া ও বমি হওয়ার সাথে মানব মস্তিষ্কের কোন অংশ সম্পর্কিত?

  • [A] সেরেবেলাম
  • [B] সেরেব্রাম
  • [C] পনস্
  • [D] মেডুলা অবলংগাটা

3. মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কটি?

  • [A] 12 জোড়া
  • [B] 31 জোড়া
  • [C] 31 টি
  • [D] 12 টি

4. স্তন্যপায়ীদের করোটি স্নায়ুর সংখ্যা কত?

  • [A] 10 জোড়া
  • [B] 10 টি
  • [C] 12 জোড়া
  • [D] 12 টি
বিষয়Download Now
প্রাণী কলা View
প্রাণীজগতের শ্রেণীবিন্যাসView
জিনবিদ্যা View
স্বাস্থ, পুষ্টি, রোগসমূহView
হরমোন View
ভিটামিনView
রোগ জীবাণুView

5. প্রাণীদেহে দীর্ঘতম কোশ কোনটি?

  • [A] স্নায়ুকোশ
  • [B] হেপাটোসাইট
  • [C] রক্তকোশ
  • [D] পেশিকোশ

6. মানব মস্তিষ্কের সবচেয়ে বড়ো অংশটি হল-

  • [A] সেরেবেলাম
  • [B] সেরেব্রাম
  • [C] অলফ্যাক্টরী লোব
  • [D] মধ্যমস্তিষ্ক

7. কোন কোশসমূহের পুনরুজ্জীবিত হওয়ার ক্ষমতা সবচেয়ে কম?

  • [A] মস্তিষ্কের কোশ
  • [B] পেশী কোশ
  • [C] হাড়ের কোশ
  • [D] যকৃতের কোশ

8. প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র হল-

  • [A] সেরেব্রাম
  • [B] সেরেবেলাম
  • [C] সুযুন্মাকাণ্ড
  • [D] স্নায়ুকোশ

9. নিম্নলিখিত কোনটি মস্তিষ্কের ক্ষয়কারী রোগ, যার ফলে স্মৃতিশক্তি হ্রাস, বোধশক্তি হারানো, ইত্যাদি হতে পারে?

  • [A] Alzheimer’s disease
  • [B] Scrinophrenia
  • [C] Stroke
  • [D] Amnesia

10. মানব মস্তিষ্কের কোন অংশ মানবদেহের দৃঢ়তা ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে?

  • [A] মেডুলা
  • [B] পনস্
  • [C] সেরেবেলাম
  • [D] সেরেব্রাম

11. হাইপোথ্যালমাস মানবদেহের কোন অঙ্কের অংশ?

  • [A] মস্তিষ্ক
  • [B] হৃদপিণ্ড
  • [C] সুযুম্মা কাণ্ড
  • [D] লিভার

12. একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মস্তিষ্কের ওজন হল-

  • [A] 1200-1300 গ্রাম
  • [B] 1600-2000 গ্রাম
  • [C] 500-800 গ্রাম
  • [D] 100-200 গ্রাম

13. মানুষের জন্মের পর কোন কলাতে কখনও কোনো কোশ বিভাজন ঘটে না?

  • [A] কঙ্কাল পেশী
  • [B] স্নায়ুকলা
  • [C] যোগকলা
  • [D] ভ্রুণকলা

14. ‘Sodium pump’ কোথায় কার্যশীল থাকে?

  • [A] পেশী সংকোচন
  • [B] হৃদস্পন্দন
  • [C] স্নায়ু সংবেদন
  • [D] কোনোটাই নয়

15. মানবদেহের শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়াকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে কে?

  • [A] সেরেব্রাম
  • [B] সেরেবেলাম
  • [C] মেডুলা অবলংগাটা
  • [D] হাইপোথ্যালামাস

16. স্নায়ুতন্ত্রের কোন অংশ অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে?

  • [A] সুযুন্মাকাণ্ড
  • [B] কেরেব্রাম
  • [C] সেরেবেলাম
  • [D] মেডুলা অবলংগাটা

17. প্রতিবর্ত ক্রিয়া কে নিয়ন্ত্রণ করে?

  • [A] মস্তিষ্ক
  • [B] সুযুন্মাকাণ্ড
  • [C] স্নায়ু
  • [D] কোশ

18. পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত?

  • [A] লিভারে
  • [B] মস্তিষ্কে
  • [C] কিডনীতে
  • [D] জরায়ুতে

19. কোনো দুর্ঘটনায় কোনো ব্যক্তির মস্তিষ্কে আঘাত লেগেছে। তার ফলে তার দেহের উষ্ণতা, ক্ষুধা, জলের ভারসাম্য নিয়ন্ত্রিত হচ্ছে না, ব্যক্তিটির মস্তিষ্কের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে?

  • [A] সেরেবেলাম
  • [B] মেডুলা অবলংগাটা
  • [C] হাইপোথ্যালামাস
  • [D] করপাস ক্যালোসাম

20. মানব মস্তিষ্কের সবচেয়ে বড়ো অংশ হল-

  • [A] সেরেবেলাম
  • [B] সেরেব্রাম
  • [C] মেডুবা অবলংগাটা
  • [D] মধ্য মস্তিষ্ক

21. মস্তিষ্কের কোন অংশ তৃষ্ণা, ক্ষুধা ও ঘুমকে নিয়ন্ত্রণ করে?

  • [A] হাইপোথ্যালামাস
  • [B] সেরেবেলাম
  • [C] সেরেব্রাম
  • [D] অপটিক লোব

22. মস্তিষ্কের ক্ষুদ্রতম গঠনগত ও কার্যগত একক কি?

  • [A] মেন্ট্রন
  • [B] ডেনড্রন
  • [C] অ্যাক্সন
  • [D] নিউরোন

23. প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র হল-

  • [A] সেরেব্রাম
  • [B] সেরেবেলাম
  • [C] সুযুম্নাকাণ্ড
  • [D] স্নায়ুকোশ

24. অ্যাসিটাইলকোলিন হল-

  • [A] টক্সিন
  • [B] ভিটামিন
  • [C] উৎসেচক
  • [D] কেমিক্যাল ট্রান্সমিটার

25. কোন হরমোন হৃদস্পন্দনকে উদ্দীপিত করে?

  • [A] থাইরক্সিন
  • [B] গ্যাস্ট্রিন
  • [C] গ্লাইকোজেন
  • [D] ডোপামিন

26. মাছের কড লিভার অয়েল কোন ভিটামিন সমৃদ্ধ?

  • [A] ভিটামিন A
  • [B] ভিটামিন D
  • [C] ভিটামিন C
  • [D] ভিটামিন B

27. মানব মস্তিষ্কের কোন অংশ শ্রবণক্ষমতার সাথে যুক্ত?

  • [A] ফ্রন্টাল লোব
  • [B] প্যারিয়েটাল লোব
  • [C] টেম্পোরাল লোব
  • [D] অক্সিপিটাল লোব

28. আমাদের মস্তিষ্কের কোন অংশ আমাদের দেহে আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে?

  • [A] হাইপোথ্যালামাস
  • [B] সেরেব্রাম
  • [C] মেনিনজেস
  • [D] থ্যালামাস

29. মানব মস্তিষ্কের কোন অংশ মোটর নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে।

  • [A] সেরেবেলাম
  • [B] সেরেব্রাম
  • [C] মেডুলা
  • [D] পনস্

30. মানব মস্তিষ্কের কোন অংশ ‘little brain’ নামে পরিচিত?

  • [A] সেরেব্রাম
  • [B] সেরেবেলাম
  • [C] থ্যালাসাম
  • [D] হাইপোথ্যালামাস

Answar key

1.B6.B11.A16.D21.A26.B
2.D7.A12.A17.B22.D27.C
3.B8.C13.B18.B23.C28.A
4.C9.A14.C19.C24.D29.A
5.A10.C15.C20.B25.A30.B

Download Life Science Nervous System PDF

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Leave a Comment

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad