সামনেই নার্সিং পরীক্ষা।যারা নার্সিং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের কথা ভেবে ভৌত বিজ্ঞানের প্রস্তুতিকে আরো উন্নত করবে আজকের এই পোস্ট। আজকে তোমাদের জন্য ভৌত বিজ্ঞানের একটি অধ্যায় তাপ ও উষ্ণতা থেকে বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন দেয়া হলো। সবশেষে pdf ডাউনলোড অপশন আছে।
ANM GNM Science M.C.Q Heat & Temperature
1. ‘কৃষ্ণ গহ্বর’ হল এমন একটি স্থান যা কোনো বিকিরণকে নির্গত হতে দেয় না। এরূপ ধর্মের কারণ হল, এর-
- [A] খুব ক্ষুদ্র আকার
- [B] খুব বৃহৎ আকার
- [C] অতীত উচ্চ ঘনত্ব
- [D] অতীত ক্ষুদ্র আকার
2. ‘রেড সিফ্ট’ কার উদাহরণ?
- [A] উচ্চ কম্পাঙ্কের শোষণ
- [B] নিম্ন উষ্ণতার নির্গমন
- [C] ডপ্লার এফেক্ট
- [D] অজানা ঘটনা
3. সমতলের তুলনায় মরুভূমিতে রাত্রি অধিক শীতল হয়, কারণ-
- [A] মাটির থেকে বালি বেশি তাড়াতাড়ি তাপ বিকিরণ করে
- [B] বেশিরভাগ সময়েই আকাশ পরিষ্কার থাকে
- [C] মাটির থেকে বালি তাড়াতাড়ি তাপ শোষ করে
- [D] উপরোক্ত কোনটিই নয়
4. উত্তম তাপশোষক পদার্থগুলি-
- [A] নিম্নমানের বিকিরক
- [B] বিকিরণ করে না
- [C] উত্তম বিকিরক
- [D] উত্তম পালিশযুক্ত
5. সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কোন পদ্ধতিতে?
- [A] পরিবহণ
- [B] পরিচলন
- [C] বিকিরণ
- [D] কোনোটিই নয়
জীবন বিজ্ঞান | ভৌত বিজ্ঞান |
---|---|
প্রাণী কলা | কার্য, ক্ষমতা ও শক্তি |
প্রাণীজগতের শ্রেণীবিন্যাস | |
জিনবিদ্যা | |
স্বাস্থ, পুষ্টি, রোগসমূহ | |
হরমোন | |
ভিটামিন | |
রোগ জীবাণু | |
স্নায়ুতন্ত্র | |
রক্ত পরিবহন | |
মানবদেহের গঠন |
6. সোলার কুকার কার অনুরূপ নীতিতে কাজ করে?
- [A] বোলোমিটার
- [B] পাইরোমিটার
- [C] গ্রিন হাউস
- [D] গ্যালভানোমিটার
7. কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেখাবে?
- [A] + 40°
- [B] – 20°
- [C] + 20°
- [D] – 40°
8. একটি রেফ্রিজারেটরকে চালু করে বদ্ধ ঘরে রাখা হলে, ঘরের উষ্ণতা—
- [A] কমবে
- [B] বাড়বে
- [C] একই থাকবে
- [D] কোনোটিই নয়
9. সংকট উষ্ণতার নীচে, উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয়, কারণ-
- [A] অণুগুলির নির্দিষ্ট আয়তন আছে
- [B] অণুগুলির বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ায়
- [C] অণুগুলির মধ্যে আন্তঃ আণবিক বল কাজ করে
- [D] অণুগুলির গোলাকার
10. নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী?
- [A] হাফনিয়াম কারবাইড (HFC)
- [B] ন্যানো মেটেরিয়াল (NM)
- [C] টাইটেনিয়াম (TM)
- [D] উপরের কোনোটিই নয়
11. একটি তরলকে যখন 4°C পর্যন্ত ঠাণ্ডা করা হয়, তখন সেটি সংকুচিত হয়ে যায়, কিন্তু তারপর O°C পর্যন্ত উষ্ণতা কমানোর সময় সেটি প্রসারিত হতে থাকে। তরল পদার্থটি হল-
- [A] অ্যালকোহল
- [B] জল
- [C] গলিত লোহা
- [D] পারদ
12. বায়ুমণ্ডলে মেঘেরা ভেসে বেড়াতে পারে, তার কারণ তাদের কম-
- [A] উষ্ণতা
- [B] বেগ
- [C] চাপ
- [D] ঘনত্ব
13. একটি সাদা ও মসৃণ তল হল, তাপের-
- [A] উত্তম শোষক ও নিম্নমানের প্রতিফলক
- [B] নিম্নমানের শোষক ও নিম্নমানের প্রতিফলক
- [C] উত্তম শোষক ও উত্তম প্রতিফলক
- [D] নিম্নমানের শোষক ও উত্তম প্রতিফলক
14. তাপ বিকিরকের কোন রংটি সর্বোচ্চ উষ্ণতা নির্দেশ করে?
- [A] রক্তাভ লাল
- [B] গাঢ় চেরী রং
- [C] গোলাপি কমলা
- [D] সাদা
15. একটি স্টিম ইঞ্জিনে ফুটন্ত জলের উষ্ণতা অনেক বেশি হতে পারে, কারণ-
- [A] জলে অদ্রাব্য পদার্থ মিশ্রিত আছে
- [B] বয়লার-র ভেতর নিম্নচাপ রয়েছে
- [C] রয়লার-র ভেতর উচ্চচাপ রয়েছে
- [D] উচ্চ উষ্ণতার আগুন জ্বলছে
16. কোনো জলপ্রপাতের উপরের অংশের তুলনায় নিচের অংশের উষ্ণতা বেশি থাকে। কারণ-
- [A] নিচের অংশের জলের স্থিতিশক্তি বেশি
- [B] নিচের তলটি তাপ সরবরাহ করে
- [C] পড়ন্ত জলের গতিশক্তি তাপশক্তিতে পরিবর্তিত হয়ে যায়
- [D] জল পরিবেশ থেকে তাপ শোষণ করে
17. ‘হট ওয়াটার ব্যাগ’-এ জল ব্যবহার করা হয়, কারণ-
- [A] এটি সহজে পাওয়া যায়
- [B] এটি সস্তা এবং ক্ষতিকারক নয়
- [C] এর আপেক্ষিপ তাপ বেশি
- [D] জল গরম করা সহজ
18. ধাতব কেটলির কাঠের হাতল থাকে। কারণ-
- [A] কাঠ হল তাপের কুপরিবাহী
- [B] ইলেকট্রিক শক্ থেকে রক্ষা করে
- [C] সৌন্দর্যায়নের জন্য
- [D] পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য
19. নিম্নলিখিতদের মধ্যে কোনটি তাপের সবথেকে ভালো পরিবাহী?
- [A] অ্যালকোহল
- [B] পাদর
- [C] ইথার
- [D] জল
20. কোনো তরলের স্ফুটনাঙ্ক কিভাবে কমানো যেতে পারে?
- [A] নিম্ন গলনাঙ্কের কঠিন পদার্থ মিশিয়ে
- [B] কঠিন দ্রাব্য পদার্থ মিশিয়ে
- [C] তরলের চাপ বৃদ্ধি করে
- [D] তরলের চাপ কমিয়ে
21. কোনো অত্যধিক উষ্ণ দিনের পরে, লোকেরা ছাদে জল ছেটায় কেন?
- [A] জল, ছাদের আশেপাশের তাপ শোষণ করে নিতে সাহায্য করে
- [B] জলের আপেক্ষিক তাপ কম
- [C] জলের বাষ্পীভবনের লীনতাপ বেশি
- [D] জল সহজলভ্য পদার্থ
22. রান্নার সময়ে সবজির মধ্যে সামান্য নুন মিশিয়ে দিলে কম সময়ে রান্না হয়ে যায়। কারণ-
- [A] জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়
- [B] জলের বাষ্পীভবনের নীলতাপ কমে যায়
- [C] জলের বাষ্পীভবনের নীলতাপ বেড়ে যায়
- [D] জলের স্ফুটনাঙ্ক কমে যায়
23. অনেকগুলি সৌরকোশ নির্দিষ্ট সজ্জায় সংযুক্ত করলে তাকে বলা হয়-
- [A] ব্যাটারী
- [B] সোলার হিটার
- [C] সোলার কুকার
- [D] সোলার সেল প্যানেল
24. ফোটোইলেকট্রিক এফেক্ট-র জন্য ক্যাথোডে ব্যবহৃত ধাতুটির __________ থাকতে হবে।
- [A] উচ্চ গলনাঙ্ক
- [B] নিম্ন গলনাঙ্ক
- [C] নিম্ন কার্যশক্তি
- [D] নিম্ন রোধাঙ্ক
25. ‘পরম শূন্য’ বলতে বোঝায়-
- [A] যে উষ্ণতায় সমস্ত আণবিক চলন বন্ধ হয়ে যায়
- [B] যে উষ্ণতায় জল ফুটতে শুরু করে
- [C] যে উষ্ণতায় তরল হিলিয়াম ফুটতে শুরু করে
- [D] যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়
26. নিম্নলিখিত কোন ধাতুর তাপ পরিবাহীতা সর্বোচ্চ?
- [A] লোহা
- [B] অ্যালুমিনিয়াম
- [C] রূপা
- [D] তামা
27. পৃথিবীতে শক্তি উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম উৎস হল-
- [A] জীবাশ্ম জ্বালীনী
- [B] নবীকরণযোগ্য শক্তি
- [C] নিউক্লীয় শক্তি
- [D] কোনোটিই নয়
28. জলের থেকে অ্যালকোহল অনেক তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায়, কারণ জলের তুলনায় অ্যালকোহলের কম।
- [A] স্ফুটনাঙ্ক
- [B] সান্দ্রাতা
- [C] ঘনত্ব
- [D] পৃষ্ঠটান
29. ফ্যানের কাছে বসলে আমাদের ঠাণ্ডা লাগে। কারণ-
- [A] ফ্যান ঠাণ্ডা হওয়া উৎপন্ন করে
- [B] ফ্যান আশপাশের পরিবেশকে ঠান্ডা করে দেয়
- [C] বায়ুপ্রবাহ আমাদের দেহের ঘামকে বাষ্পীভূত করে
- [D] বায়ু আমাদের দেহ স্পর্শ করে
30. বরফের কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখা হয় কেন?
- [A] কাঠের গুঁড়ো সহজে গলে যায় না
- [B] কাঠের গুঁড়ো তাপের কুপরিবাহী
- [C] কাঠের গুঁড়ো তাপের সুপরিবাহী
- [D] কাঠের গুঁড়ো বরফের সাতে আটকে থাকে না
31. ‘Radiant heat’ শনাক্ত করার জন্য নিম্নলিখিত কেন্দ্র যন্ত্র ব্যবহার করা হয়?
- [A] তরল থার্মোমিটার
- [B] থার্মোপাইল
- [C] Six’s ম্যাক্সিমাম ও মিনিমাম থার্মোমিটার
- [D] স্থির আয়তন গ্যাস থার্মোমিটার
32. একটি ঘরে আপেক্ষিক আর্দ্রতা 50 শতাংশ যখন ঘরটির তাপমাত্রা 30°C। যদি ঘরের তাপমাত্রা 40°C করা হয়, তাহলে ঘরটির আপেক্ষিক আর্দ্রতা-
- [A] বেড়ে যায়
- [B] কোনো পরিবর্তন হবে না
- [C] কমে যাবে
- [D] কমা বা বাড়া ঘরের আয়তনের ওপর নির্ভরশীল
33. কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয়-
- [A] আপেক্ষিক তাপ
- [B] তাপগ্রাহিতা
- [C] জলসম
- [D] কোনোটিই নয়
34. সব কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের আপেক্ষিক তাপের তুলনা করে দেখা যায়-
- [A] জলের আপেক্ষিক তাপই সর্বোচ্চ
- [B] সব গ্যাসের আপেক্ষিক তাপ জলের চেয়ে বেশি
- [C] হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের আপেক্ষিক তাপ জলের চেয়ে বেশি
- [D] সব গ্যাস ও তরলের আপেক্ষিক তাপ জলের চেয়ে বেশি
35. জলকে 7°C থেকে 1°C তে ঠাণ্ডা করলে কী ঘটবে?
- [A] সংকুচিত হবে
- [B] প্রথম সংকুচিত এবং পরে প্রসারিত হবে
- [C] প্রসারিত হবে
- [D] প্রথমে প্রসারিত এবং পরে সংকুচিত হবে
36. দুটি বস্তুর উচ্চতা সমান হওয়ার অর্থ হল-
- [A] ওদের আপেক্ষিক তাপ সমান
- [B] ওদের তাপধারণ ক্ষমতা সমান
- [C] ওদের মধ্যে তাপের পরিমাণ সমান
- [D] ওরা পরস্পর সংলগ্ন হলে তাপের আদান প্রদান ঘটবে না
37. কোন তলটি তাপের উত্তম শোষক?
- [A] সাদা অমসৃণ তল
- [B] কালো অমসৃণ তল
- [C] সাদা মসৃণ তল
- [D] কালো মসৃণ তল
38. নিম্নলিখিদের মধ্যে কোনটির তাপের নিকৃষ্ট পরিবাহক?
- [A] তামা
- [B] লোহা
- [C] সোনা
- [D] কাঠ
39. নিম্নলিখিতদের মধ্যে কোনটির আপেক্ষিক তাপ সর্বাধিক?
- [A] কাচ
- [B] জল
- [C] সীসা
- [D] তামা
40. লোহা ও পিতলের দ্বি-ধাতব পাত গরম করলে বেঁকে যাওয়ার কারণ হল-
- [A] লোহা ও পিতল তাপে নরম হয়ে যায়
- [B] লোহা ও পিতলের আপেক্ষিক তাপ বিভিন্ন
- [C] ওদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন
- [D] উত্তপ্ত হলে ওদের উষ্ণতা সমান থাকে না
Answar key
1.C | 6.C | 11.B | 16.C | 21.C | 26.C | 31.D | 36.D |
2.C | 7.D | 12.A | 17.C | 22.A | 27.B | 32.C | 37.B |
3.A | 8.B | 13.D | 18.A | 23.D | 28.A | 33.B | 38.D |
4.C | 9.C | 14.D | 19.B | 24.C | 29.C | 34.C | 39.B |
5.C | 10.A | 15.C | 20.D | 25.A | 30.B | 35.B | 40.C |
Download Science Work Heat & Temperature
File Details
- Pdf Name : তাপ ও উষ্ণতা M.C.Q.pdf
- Pdf Size : 0.2 MB
- Pdf price : FREE
- Total Page : 04
- Download Pdf : Click Here