Independence day Quiz In Bengali: সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু প্রশ্ন দিলাম। এগুলি আনুষ্ঠানিক কুইজে কাজে লাগবে। সুতরাং সময় নষ্ট না করে নীচে CLICK HERE বটনে ক্লিক করুন এবং কুইজে অংশগ্রহন কর।
এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন পরীক্ষায় আসে বিশেষ করে Interview পরীক্ষাগুলোতে।যেমন স্বাধীনতার সময় ভারতের গভর্নর কে ছিলেন?1947 সালের 15 আগস্ট কী বার ছিলো? ইত্যাদি।
Independence day Quiz In Bengali
Online | Quiz |
বিষয় | স্বাধীনতা দিবস |
মোট প্রশ্ন | 50 |
সময় | 60s / প্রশ্ন |
Independence day Quiz In Bengali
কুইজটিতে অংশ নিতে সবুজ Botton এ ক্লিক করো
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
জাতীয় পতাকার ব্যবহার
জাতীয় পতাকার ব্যবহার ও প্রদর্শনী সংক্রান্ত একাধিক প্রথা ব্যবহার করা হয়ে থাকে।
- সাধারাণত সূর্যোদয়ের সময় পতাকা উত্তোলিত হয় এবং সূর্যাস্তের সময় তা নামিয়ে ফেলা হয়।
- জাতীয় পতাকা কখনই উলটো অবস্থায়প্রদর্শিত করা, বা উত্তোলন করা অনুচিত।
- প্রথা অনুসারে পতাকাটিকে ৯০ ডিগ্রির বেশি আবর্তিত করা যায় না।
- কোনও ব্যক্তি যেন পতাকাকে উপর থেকে নিচে ও বাঁদিক থেকে ডান দিকে বইয়ের পাতার মতো “পড়তে” পারেন এবং আবর্তিত হওয়ার পরও যেন এই বৈশিষ্ট্যের পরিবর্তন না হয়।
- ছেঁড়া বা নোংরা অবস্থায় পতাকার প্রদর্শনী অপমানজনক। পতাকাদণ্ড বা উত্তোলন রশির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য; এগুলিকেও যথাযথভাবে ব্যবহার করতে হয়।
- জাতীয় পতাকা ক্ষতিগ্রস্থ হলে বা নোংরা হলে, এটিকে ফেলে দেওয়া বা অমর্যাদার সহিত নষ্ট করা যায় না।
জাতীয় পতাকাকে অসম্মান করলে (অগ্নিসংযোগ, ছিঁড়লে বা কোনওভাবে অপমান করলে) সেই ব্যক্তির তিন বছর পর্যন্ত জেল হতে পারে৷ সঙ্গে জরিমানা৷