📗প্রিয় ছাত্রছাত্রী 📖
আজ পশ্চিমবঙ্গের নদীতীরবর্তী শহর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। প্রায় সমস্ত পশ্চিমবঙ্গের নদীতীরবর্তী শহর রয়েছে এখানে। WBCS ★ WBP ★ Rail ★ Tet ★ Bank ★ Chsl ★ MTS ★ Defence প্রভৃতি পরীক্ষাতেই নদীতীরবর্তী শহর দিয়ে প্রশ্ন আসে । আশাকরছি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই Share করো।
পশ্চিমবঙ্গের নদীতীরবর্তী শহর
নদী তীরবর্তী শহর | জেলা | নদী |
---|---|---|
চন্দন নগর | হুগলি | হুগলি |
হলদিয়া | পূর্ব মেদিনীপুর | হুগলি+হলদি |
বহরমপুর | মুর্শিদাবাদ | ভাগীরথী |
ত্রিবেণি | হুগলি | হুগলি |
পুরুলিয়া | পুরুলিয়া | কসাই/কংসাবতী |
ইসলামপুর | উত্তর দিনাজপুর | মহানন্দা |
শান্তিপুর | নদিয়া | চুর্ণী |
ইটাহার | উত্তর দিনাজপুর | মহানন্দা |
তমলুক | পূর্ব মেদিনীপুর | রূপনারায়ণ |
সাঁইথিয়া | বীরভূম | ময়ুরাক্ষী |
আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -