28 March 2024 Current Affairs in Bengali : বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28 মার্চ 2024

Published On:

28 March 2024 Current Affairs in Bengali : যে কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেমন জিকে , গণিত , রিজিনিং ,  ইংরেজি জানা প্রয়োজন। ঠিক সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা 2024 সালের 28 মার্চের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানব। আর দেরি না করে সকলে পোস্টটি ভালো করে পড়ো।

28 March 2024 Current Affairs in Bengali

1. Boxing Sub Junior National Championship জিতল — হরিয়ানা

2. ২৭৭ রান করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রানকারী দল হল — সানরাইজার্স হায়দরাবাদ

3. মায়ানমারে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন — অভয় ঠাকুর

4. চণ্ডীগড়ে অনুষ্ঠিত হচ্ছে — Cinevester International Film Festival

5. 29th Devi Shankar Awasthi Award 2023 সম্মানে সম্মানিত হলেন — তরুণ কবি এবং সমালোচক নিশান্ত

6. এবারের বিশ্ব থিয়েটার দিবসের থিম ছিল — Theater and a Culture of Peace

7. পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন — Luis Montenegro

27 March 2024 Current Affairs in Bengali – Click Here

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad