31 March 2024 Current Affairs in Bengali : যে কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেমন জিকে , গণিত , রিজিনিং , ইংরেজি জানা প্রয়োজন। ঠিক সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা 2024 সালের 31 মার্চের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানব। আর দেরি না করে সকলে পোস্টটি ভালো করে পড়ো।
31 March 2024 Current Affairs in Bengali
- মুকেশ আম্বানি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় দশম স্থান অধিকার করেন।
- Francis Scott Key Bridge-এর ধাক্কায় মালবাহী জাহাজ ভেঙে পড়ল আমেরিকার।
- মহম্মদ ইউসুফ ওয়াহানী জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব নিযুক্ত হন।
- PR Sreejesh এবং Camila Caram একইসাথে FIH অ্যাথলেটিক্স কমিটির সহ-সভাপতি পদে নিযুক্ত হন।
- IndiGo কোম্পানি Air Transport Award 2024 অনুষ্ঠানে Airline of the Year পুরস্কার জিতে।
- নিধু সাক্সেনা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হন।
- রাজস্থানে উদ্বোধন করা হয় বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির।
- সম্প্রতি আমেরিকার স্টেট ফ্লোরিডাতে ১৪ বয়সের নিচের শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -