01 April 2024 Current Affairs in Bengali : বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 01 এপ্রিল 2024

Published On:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

01 April 2024 Current Affairs in Bengali : যে কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেমন জিকে , গণিত , রিজিনিং ,  ইংরেজি জানা প্রয়োজন। ঠিক সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা 2024 সালের 31 মার্চের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানব। আর দেরি না করে সকলে পোস্টটি ভালো করে পড়ো।

01 April 2024 Current Affairs in Bengali

1. গাম্বিয়ায় ভারতের হাইকমিশনার হিসাবে নিযুক্ত হলেন — ডিংকার আস্থানা

2. United Nations -এর ডিজাস্টার রিস্ক রিডাকশন এফোর্টের নেতৃত্ব দিতে চলেছেন — ভারতীয় এক্সপার্ট কমল কিশোর

3. সম্প্রতি তেলেঙ্গানায় আবিষ্কৃত হল — ৯০০ বছরের পুরানো কল্যাণ চালুক্য বংশের কন্নড় শিলালিপি

4. ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন অস্কারজয়ী অভিনেতা — Louis Gosset Jr.

5. Latin American Club Colony Football Club জয়েন করা প্রথম ভারতীয় খেলোয়াড় হলেন — বিজয় ছেত্রী

6. S. Raman -এর আত্মজীবনী প্রকাশিত হল — From A Car Shed To The Corner Room & Beyond শিরোনামে

7. Times Power Icon 2024 Award পেলেন — বিজয় জৈন

31 March 2024 Current Affairs in Bengali – Click Here

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad