25 August 2024 Current Affairs in Bengali: বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25 আগস্ট 2024

Published On:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

25 August 2024 Current Affairs in Bengali: যে কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেমন জিকে , গণিত , রিজিনিং ,  ইংরেজি জানা প্রয়োজন। ঠিক সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা 2024 সালের 25 আগস্ট এর কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানব। আর দেরি না করে সকলে পোস্টটি ভালো করে পড়ো।

25 August 2024 Current Affairs in Bengali

1. উড়িষ্যার মুখ্যমন্ত্রী সুভদ্রা যোজনা চালু করল।

2. পাঞ্জাব সরকার শৈশব শিক্ষার প্রচারের জন্য আরম্ভ প্রোগ্রাম চালু করল।

3. তরুণ চুগ এর লেখা বই Modi’s Governance Triumph : Reshaping India’s Path of Prosperity বইটি প্রকাশিত করলেন।

4. তামিলনাড়ুতে ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট RHUMI 1 চালু করল।

5. বন্ধন ব্যাংক মহিলাদের জন্য অবনী সেভিংস অ্যাকাউন্ট চালু করল।

6. শ্রীলংকা ভারত সহ 35 টি দেশকে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি দিয়েছেন।

7. শিখার ধাওয়ান সমস্ত ধরনের ক্রিকেট ফরম্যাট থেকে অবসর গ্রহণ করলেন।

8. BPCL বিহারে একটি ড্রোন ভিত্তিক বনায়ন প্রকল্প চালু করেছে।

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad