26 August 2024 Current Affairs in Bengali: যে কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেমন জিকে , গণিত , রিজিনিং , ইংরেজি জানা প্রয়োজন। ঠিক সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা 2024 সালের 29 আগস্ট এর কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানব। আর দেরি না করে সকলে পোস্টটি ভালো করে পড়ো।
29 August 2024 Current Affairs in Bengali
M.C.Q Quiz
Online | Quiz |
---|---|
Topic | Current Affairs |
Date | 29/08/2024 |
No of C.A | 10 |
Language | Bengali |
Time | 60S / Question |
আর দেরি না করে নিচের বক্সে Click Here বাটনে ক্লিক করে কুইজে অংশগ্রহণ করো।এর নিচে অনলাইনের আকারে কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেওয়া রয়েছে।
কুইজটিতে অংশ নিতে সবুজ Botton এ ক্লিক করো
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
OneLiner Current Affairs
1. আর্থিক চলতি বছরে কয়লার উৎপাদন বৃদ্ধির পরিমাণ 7.12%।
2. ভিয়েতনামের তিনজন নতুন উপপ্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে।
3. রাজস্থান এবং মধ্যপ্রদেশ রাজ্য “শ্রীকৃষ্ণ গমন পথ” নির্মাণের ঘোষণা করেছেন
4. সাম্প্রতি অনুষ্ঠিত মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন হরমনপ্রীত কৌর।
5. 24 তম মাদার টেরিজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দুবাইয়ে আয়োজিত হয়েছে।
6. হিমাচল প্রদেশ রাজ্য সরকার “মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা” অনুমোদন করেছে।
7. জার্মানি আফ্রিকাকে মহামারীর জন্য Mpox ভ্যাকসিনের 10,000 ডোজ দান করেছে।
8. ICC এর চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বসবেন জয় শাহ।
9. অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উদয়পুর শহরে “GST ভবন” উদ্বোধন করেছেন।
10. মধ্যপ্রদেশ রাজ্য সরকার দুর্যোগ আক্রান্ত রাজ্যগুলিকে 40 কোটি টাকার সহায়তা দিয়েছে।
26 August 2024 Current Affairs in Bengali: বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26 আগস্ট 2024