ভারতের বর্তমান প্রধান বিচারপতি D Y চন্দ্রচূড়ের অবসরের সময় এসে গিয়েছে। এবার কে হবে প্রধান বিচারপতি ? কবে তিনি শপথ গ্রহণ করতে চলেছেন ? সম্পূর্ণ জানব আজকের এই প্রতিবেদনে।
Indian Next Chief Justice Sanjiv Khanna
ভারতের সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন সঞ্জীব খান্না। পরের মাসের ১১ ই নভেম্বর তার শপথ গ্রহণের কথা রয়েছে।কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চিঠি করে বর্তমান বিচারপতিকে তার উত্তরসূরের নাম প্রকাশ করতে বলেছেন। DY চন্দ্রচূড় তার উত্তরসূরী হিসেবে সঞ্জীব খান্না এর নাম প্রকাশ করেছেন।
DY চন্দ্রচূড় এর সম্পূর্ণ নাম কি ?
ধনঞ্জয় যশবন্ত চন্দ্রপুর।
DY চন্দ্রচূড় কত তারিখে অবসর নেবেন ?
10 ই নভেম্বর 2024।
ভারতের পরবর্তী প্রধান বিচারপতির নাম কি ?
সঞ্জীব খান্না। ( 51 তম )
সঞ্জীব খান্না কতদিন পর্যন্ত প্রধান বিচারপতি থাকবেন ?
13 ই মে 2025।
বিচারপতি সঞ্জীব খান্নার জীবনি
( বিচারপতিদের পারিবারিক কিছু তথ্য দেওয়া যাবে না )
জাস্টিস সঞ্জীব খান্না 1960 সালের 14 ই মে জন্মগ্রহণ করেন। এরপর বড় হয়ে তিনি দিল্লির Law Center আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং 1983 সালে তিনি প্রথম আইনজীবী হিসেবে নিযুক্ত হন দিল্লির বার কাউন্সিলে।
কোন কোন বিষয় নিয়ে তিনি চর্চা করতেন ?
সাংবিধানিক আইন, প্রত্যক্ষ কর, সালিসি, বাণিজ্যিক আইন, কোম্পানি আইন, ভূমি আইন, পরিবেশ আইন এবং চিকিৎসা অবহেলা সংক্রান্ত মামলায় বিশেষজ্ঞ ছিলেন।
অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- 2005 সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে নিযুক্ত হন।
- 2006 সালে দিল্লি হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে নিযুক্ত হন।
- 2019 সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।
- 2024 এ 11 ই নভেম্বর তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন।
- 2025 সালের ১৩ ই মে হলো প্রধান বিচারপতি পদ থেকে অবসরের দিন।
বিচারপতি সঞ্জীব খান্নার গুরুত্বপূর্ণ কার্য
- সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে ছাড়পত্র
- সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে মামলা খারিজ
- নির্বাচনী বন্ড বাতিল ঘোষণা
- ইভিএমের সঙ্গে ১০০ শতাংশ ভিভিপ্যাট মিলিয়ে দেখার মামলা খারিজ
- প্রধান বিচারপতির দপ্তরকে RTI-এর অধীনে আনার নির্দেশ
List of Olympic mascots of all Olympic Games PDF : অলিম্পিক গেমস এর ম্যাসকট তালিকা 1932 থেকে 2022