বইটিতে ভূগোলের ৪০০ টি কোশ্চেন আছে যেগুলি প্রায় পরীক্ষায় গুরুত্বপূর্ণ। এখন পিডিএফটি ফ্রিতে দেয়া হচ্ছে সকলে ডাউনলোড করে নাও। পরবর্তীকালে পিডিএফ টি পেইড ভার্সন করে দেওয়া হবে।
400 Geography S.A.Q Free Book PDF
EXAM | DETAILS |
---|---|
Name | Geography |
Exam | Any Gov |
Price | Free |
Category | Materials |
1. আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
উত্তর – উত্তর প্রদেশ
2. ভারতবর্ষের সবচেয়ে দক্ষিনে কোন পর্বতশ্রেণী অবস্থিত?
উত্তর – কার্ডামম পর্বতশ্রেনী
3. উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর – গোদাবরী নদী
4. ভারতের প্রাচীনতম তৈল খনির কোনটি?
উত্তর – অসমের ডিগবয় (1991)
5. কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – কাজিরাঙ্গা জাতীয় উদ্যান টি অসমে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত।
6. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর – গুরুশিখর
7. নর্মদা নদী উপদ্বীপীয় মালভূমি অঞ্চল কে কয়টি অংশে ভাগ করেছে ও কি কি?
উত্তর – দুটি অংশ – মালব মালভূমি ও ডেকান মালভূমি।
8. ভারতের দীর্ঘতম হ্রদের নাম কি?
উত্তর – ভেম্বানাথ
9. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত ইন্দিরা পয়েন্ট অন্য কি নামে পরিচিত?
উত্তর – পিগম্যালিয়ন পয়েন্ট নামে পরিচিত
10. কেরালার সমুদ্র উপকূল কে কি বলে?
উত্তর – মালাবার উপকূল
11. Cherry Blossoms কি?
উত্তর – কর্ণাটক ও তার পার্শ্ববর্তী অঞ্চলে এপ্রিল-মে মাসে সংঘটিত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত Cherry Blossoms নামে পরিচিত।
12. ভারতে জাতীয় জলপথের সংখ্যা কয়টি ?
উত্তর – 6 টি
13. ভারতের কোন রাজ্যে sc (Schedule caste) জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর – পাঞ্জাবে
14. ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে?
উত্তর – উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও ছত্রিশগড় রাজ্যের উপর দিয়ে।
সবাই নীচের লিঙ্ক থেকে Pdf টি Download করে নাও।
File Details
- Pdf Name : Geography Book 1.pdf
- Pdf Size : 0.2 MB
- Pdf price : FREE
- Total Page : 02
- Download Pdf : Click Here
15. গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নবীন পলি গঠিত সমভূমি কি নামে পরিচিত?
উত্তর – খাদার নামে পরিচিত
16. ইরাবতী নদীর উপর স্থাপিত উচ্চতম জলাধার টির নাম কি?
উত্তর – রঞ্জিত সাগর জলাধার
17. পুষ্কর হ্রদটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তর – রাজস্থানের আজমিরে
18. ‘Tiger State of India’ বলা হয় ভারতের কোন রাজ্য কে?
উত্তর – মধ্যপ্রদেশ কে
19. বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তর – কর্নাটকে
20. ভাকরা নাঙ্গাল প্রকল্প টি কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তর – শতদ্রু নদীর উপর