03 December 2024 Current Affairs in Bengali: যে কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেমন জিকে , গণিত , রিজিনিং , ইংরেজি জানা প্রয়োজন। ঠিক সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা 2024 সালের 03 ডিসেম্বর এর কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানব। আর দেরি না করে সকলে পোস্টটি ভালো করে পড়ো। সমস্ত ধরনের চাকরির পরীক্ষাতেই ( WBP , KP , Rail , Bank , Wbcs , SSC , Group C & D , Others ) কারেন্ট অ্যাফেয়ার্স এ থাকে।
03 December 2024 Current Affairs in Bengali
M.C.Q Quiz
Online | Quiz |
---|---|
Topic | Current Affairs |
Date | 03/12/2024 |
No of C.A | 12 |
Language | Bengali |
Time | 60S / Question |
1. সম্প্রতি বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালিত হয়?
- 1 ডিসেম্বর
- 2 ডিসেম্বর
- 3 ডিসেম্বর
- এগুলোর কোনোটিই নয়
2. দাসত্ব বিলোপের জন্য আন্তর্জাতিক দিবস 2024 সম্প্রতি পালিত হয় কবে?
- 1 ডিসেম্বর
- 2 ডিসেম্বর
- 3 ডিসেম্বর
- এগুলোর কোনোটিই নয়
3. সাম্প্রতিক জুলাই-সেপ্টেম্বর 2024-25 ত্রৈমাসিকে ভারতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের (FDI) সবচেয়ে বড় উৎস হিসেবে কে নির্বাচিত হয়েছে??
- বাংলাদেশ
- শ্রীলঙ্কা
- সিঙ্গাপুর
- এগুলোর কোনোটিই নয়
4. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কবে সম্প্রতি লোকসভায় ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল, 2024 পেশ করেন?
- 1 ডিসেম্বর, 2024
- 2 ডিসেম্বর, 2024
- 3 ডিসেম্বর, 2024
- এগুলোর কোনোটিই নয়
5. গত বছরের তুলনায় সম্প্রতি 2024 সালের নভেম্বর মাসে ভারতের পণ্য ও পরিষেবা কর (GST) সংগ্রহ কতটা বেড়েছে??
- 5.5%
- 6.5%
- 8.5%
- এগুলোর কোনোটিই নয়
6. সম্প্রতি ফিল্মফেয়ার OTT অ্যাওয়ার্ডস 2024-এ কে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন??
- অমর সিং চামকিলা
- পুষ্পা
- চান্দু চ্যাম্পিয়ন
- এগুলোর কোনোটিই নয়
7. সম্প্রতি ফিল্মফেয়ার OTT অ্যাওয়ার্ডস 2024-এ সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন??
- কারিনা কাপুর
- ক্যাটরিনা কাইফ
- আনুশকা শর্মা
- এগুলোর কোনোটিই নয়
8. সম্প্রতি, ভারতের সরাসরি বিদেশী বিনিয়োগ (FDI) 2024-25 আর্থিক বছরের প্রথমার্ধে কত শতাংশ বেড়ে US$ 29.79 বিলিয়ন হয়েছে??
- 40%
- 45%
- 50%
- এগুলোর কোনোটিই নয়
9. সম্প্রতি, প্রায় দুই দশকের ক্যারিয়ারের পর, প্রশংসিত অভিনেতা বিক্রান্ত ম্যাসি কত বছর বয়সে অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন?
- 35
- 36
- 37
- এগুলোর কোনোটিই নয়
10. সম্প্রতি কোন রাজ্যে ভারতের খনিজ নিলাম পদ্ধতিতে নভেম্বর মাসে সুলতানপুর এবং সাইদুলনামায় দুটি চুনাপাথর ব্লক নিলাম করা হয়েছিল??
- তেলেঙ্গানা
- বিহার
- পাঞ্জাব
- এগুলোর কোনোটিই নয়
11. সম্প্রতি কোন রাজ্য সরকার প্রয়াগরাজের ‘মহাকুম্ভ মেলা’ এলাকাকে নতুন জেলা হিসেবে ঘোষণা করেছে??
- উত্তরপ্রদেশ
- উত্তরাখণ্ড
- হরিয়ানা
- এগুলোর কোনোটিই নয়
12. সম্প্রতি, ভারত এবং কার মধ্যে প্রথম যৌথ টেবিল শীর্ষ অনুশীলন ‘সিনবেক্স’ শুরু হয়েছে ??
- বাংলাদেশ
- শ্রীলঙ্কা
- কম্বোডিয়া
- এগুলোর কোনোটিই নয়
29 September 2024 Current Affairs in Bengali: বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29 সেপ্টেম্বর 2024