Supreme Court Job Recruitment 2025: 60 হাজার টাকা বেতনে সুপ্রিম কোর্টে চাকরি 

Published On:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

Supreme Court Job Recruitment 2025: সুপ্রিম কোর্টে রয়েছে বেশ কিছু শূন্যপদ। এই বিষয়ে একটি নিয়োগপত্র প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি মাধ্যমে। মোট শূন্যপদ রয়েছে প্রায় 107 টি। আজকের এই পোস্টে আমরা বিস্তারিত জানব। আবেদন কিভাবে করবে? আবেদনের শেষ তারিখ? বয়স সীমা বিস্তারিত নিম্নে বিস্তারিত দেওয়া হল।

How to Apply Supreme Court Job Recruitment 2025

পদের নাম পার্সনাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কোর্ট মাস্টার (শর্ট হ্যান্ড)
মোট শূন্যপদ 107 টি 
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদন মাধ্যম অনলাইন
আবেদনের শেষ তারিখ 25/12/2024

পদ এবং শূন্যপদের বিবরণ 

  • পদের নাম :: এখানে তিনটি পদের শূন্য পদ রয়েছে।
    • পার্সনাল অ্যাসিস্ট্যান্ট
    • সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
    • কোর্ট মাস্টার (শর্ট হ্যান্ড)।
  • শূন্যপদ  :: মোট শূন্যপদ হল 107 জন।

বয়স সীমা (Supreme Court Job Recruitment 2025 Apply Now)

পার্সনাল অ্যাসিস্ট্যান্ট18 থেকে 30এর মধ্যে হতে হবে
সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট18 থেকে 30 এর মধ্যে হতে হবে
কোর্ট মাস্টার (শর্ট হ্যান্ড)18 থেকে 45এর মধ্যে হতে হবে
SC , ST , OBC প্রার্থীদের বয়সের ছাড় এখানে পাওয়া যাবে।

বেতন কাঠামো (Supreme Court Job Recruitment 2025 Apply Now)

এখানে তিনটি ডিপার্টমেন্ট আছে প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে নিচের টেবিলে বিস্তারিত দেওয়া হলো।

পার্সনাল অ্যাসিস্ট্যান্ট44,900 টাকা
সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট47,600 টাকা
কোর্ট মাস্টার (শর্ট হ্যান্ড)67,000 টাকা

শিক্ষাগত যোগ্যতা (Supreme Court Job Recruitment 2025 Apply Now)

  • পার্সনাল অ্যাসিস্ট্যান্ট :: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করা থাকতে হবে তার সাথে অবশ্যই শর্টহ্যান্ড টাইপিং স্পিড থাকতে হবে 100 শব্দ প্রতি মিনিট ও এর সাথে কম্পিউটার টাইপিং স্পিডও লাগছে এখানে 40 শব্দ প্রতি মিনিট থাকলে তাহলে এখানে আবেদন। 
  • সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট :: অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করা (Supreme Court Job Recruitment 2025 Apply Now) থাকতে হবে তার সাথে অবশ্যই শর্টহ্যান্ড টাইপিং স্পিড থাকতে হবে 110 শব্দ প্রতি মিনিট ও এর সাথে কম্পিউটার টাইপিং স্পিডও লাগছে এখানে 40 শব্দ প্রতি মিনিট থাকলে তাহলে এখানে আবেদন। 
  • কোর্ট মাস্টার (শর্ট হ্যান্ড) :: অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান আইন বিষয়ে ডিগ্রি কোর্স পাশ থাকতে হবে এর সাথে নির্দিষ্ট বিষয়ের উপরে পাঁচ বছর কাজ করার দক্ষতা ও আইনি বিষয়ক ডিগ্রী ও থাকতে হবে এছাড়া শর্টহ্যান্ড ইংলিশে 120 শব্দ প্রতি মিনিট ও কম্পিউটারের জ্ঞান ও কম্পিউটারের টাইপিং স্পিড 40 শব্দ প্রতি মিনিট থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। 

প্রয়োজনীয় ডকুমেন্ট (Supreme Court Job Recruitment 2025 Apply Now)

  • আবেদনকারীর বয়সের প্রমাণপত্র।
  • আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসাবে (পাসপোর্ট/ভোটার আইডি কার্ড/আধার কার্ড ইত্যাদি)।
  • শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র।
  • কম্পিউটার সার্টিফিকেট।
  • জাতিগত সংসদ পত্র যদি থাকে।
  • এছাড়া ও আরো অন্যান্য।

গুরুত্বপূর্ণ তারিখ  ও লিংক (Supreme Court Job Recruitment 2025 Apply Now)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download Now
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • Apply Now- Click Here

India Oil Limited Staff Vacancy 2024: Indian Oil সংস্থায় কর্মী নিয়োগ, মাসিক বেতন 70000/- টাকা 

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Leave a Comment

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad