ইন্ডিয়ান নেভিতে মোটা বেতনের চাকরির সুযোগ: যোগ্যতা, পদের বিবরণ ও আবেদনের পদ্ধতি

Published On:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

বেকার চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর! সম্প্রতি ভারতীয় নৌবাহিনী (ইন্ডিয়ান নেভি) বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মোট ৯টি বিভাগে নিয়োগ করা হবে, যেখানে বি.এসসি, বি.কম, বি.টেক পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষিত ও যোগ্য প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

Indian Navy Executive Officer Recruitment Notification 2025

এই ব্লগে আমরা জানাবো ইন্ডিয়ান নেভির নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেমন:

  • কোন কোন পদে নিয়োগ করা হবে,
  • শিক্ষাগত যোগ্যতা,
  • বয়সসীমা,
  • আবেদন পদ্ধতি,
  • বেতন কাঠামো ইত্যাদি।

আগ্রহী প্রার্থীদেরকে নিবন্ধটি সম্পূর্ণ পড়ার পরই আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

কলকাতা কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ: সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

এক্সিকিউটিভ ব্রাঞ্চ অফিসার
  • শূন্যপদ: ৬০টি
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৬০% নম্বরসহ BE অথবা B.Tech পাস।
  • বিশেষ বরাদ্দ: ১০টি পদ GS (X) এবং ২টি মহিলা হাইড্রো (Hydro) বিভাগের জন্য সংরক্ষিত।
পাইলট, নৌ বিমান অভিযান অফিসার ও এয়ার ট্রাফিক কন্ট্রোলার
  • পাইলট শূন্যপদ: ২৬টি (৫টি মহিলাদের জন্য সংরক্ষিত)।
  • নৌ বিমান অভিযান অফিসার: ২২টি (৫টি মহিলাদের জন্য সংরক্ষিত)।
  • এয়ার ট্রাফিক কন্ট্রোলার: ১৮টি।
  • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৬০% নম্বরসহ BE বা B.Tech পাস।
লজিস্টিকস অফিসার
  • শূন্যপদ: ২৮টি (৬টি মহিলাদের জন্য সংরক্ষিত)।
  • শিক্ষাগত যোগ্যতা: BE/B.Tech, MBA, B.Sc, B.Com, PG, MCA, M.Sc – যে কোনো বিষয়ে ফার্স্ট ক্লাস পাস।
এডুকেশন অফিসার
  • শূন্যপদ: ১৫টি (৭টি B.Sc/ M.Sc পাস ও ৮টি B.Tech/ M.Tech পাসদের জন্য)।
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৬০% নম্বরসহ B.Sc, M.Sc, B.Tech বা M.Tech।
ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ অফিসার
  • শূন্যপদ: ৩৮টি (৮টি মহিলাদের জন্য সংরক্ষিত)।
  • শিক্ষাগত যোগ্যতা: ৬০% নম্বরসহ BE/B.Tech ডিগ্রি।
  • বিষয়ভিত্তিক যোগ্যতা: মেরিন ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি।
ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ অফিসার
  • শূন্যপদ: ৪৫টি (৯টি মহিলাদের জন্য সংরক্ষিত)।
  • শিক্ষাগত যোগ্যতা: BE/B.Tech ডিগ্রি থাকতে হবে।
  • বিষয়ভিত্তিক যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন, পাওয়ার ইলেকট্রনিক্স ইত্যাদি।
নৌবাহিনী কনস্ট্রাক্টর অফিসার
  • শূন্যপদ: ১৮টি।
  • শিক্ষাগত যোগ্যতা: BE/B.Tech ডিগ্রি থাকতে হবে।
  • বিষয়ভিত্তিক যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং, নাভাল আর্কিটেকচার, শিপ ডিজাইন ইত্যাদি।

বেতন কাঠামো

উল্লেখিত প্রতিটি পদের ক্ষেত্রে বেতন যথেষ্ট আকর্ষণীয়। মাসিক বেতন গড়ে ₹১,১০,০০০/- টাকা পর্যন্ত হতে পারে, যা চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়।

নিয়োগ পদ্ধতি

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও নম্বরের ভিত্তিতে শর্টলিস্ট করা হবে। এরপর তাদের ইন্টারভিউ ও মেডিক্যাল টেস্ট নেওয়া হবে। মেরিট লিস্টের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ট্রেনিংয়ের জন্য ডাকা হবে।

আবেদনের পদ্ধতি

এই সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে।

  • আবেদন শুরু: ৮ই ফেব্রুয়ারি ২০২৫
  • আবেদনের শেষ তারিখ: ২৬শে ফেব্রুয়ারি ২০২৫
  • আবেদনের লিংক: www.joinindiannavy.gov.in

আবেদনের ধাপ:

  1. ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  2. একাউন্ট তৈরি করার পর অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করতে হবে।
  3. ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য প্রদান করতে হবে।
  4. অনলাইনে আবেদন সাবমিট করে প্রিন্ট আউট নিতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Leave a Comment

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00