উচ্চ-মাধ্যমিকে বড় পরিবর্তন: সিলেবাস ও পড়াশোনার ধরণে আসছে আমূল বদল!

Published On:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

রাজ্যের উচ্চ-মাধ্যমিক শিক্ষায় আসতে চলেছে বিরাট পরিবর্তন। আগামী শিক্ষাবর্ষ থেকেই বদলে যাচ্ছে পড়াশোনার ধরণ ও সিলেবাস। ২০২৪ সালের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার পরই প্রথাগত পদ্ধতির অবসান ঘটবে এবং শুরু হবে সেমিস্টার পদ্ধতি। এই নতুন পদ্ধতি শিক্ষার্থীদের পড়াশোনার কৌশল ও বোঝার ধরনকে বদলে দেবে বলে মনে করা হচ্ছে।

New rules in 2025 WBCHSE HS Exam

আগামী বছর দ্বাদশ শ্রেণিতে ওঠা পড়ুয়াদের জন্য উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন নিয়ম চালু করতে চলেছে। এতদিন পর্যন্ত একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর রেজাল্ট প্রকাশের অপেক্ষা করতে হতো, তারপর শুরু হতো দ্বাদশ শ্রেণির ক্লাস। কিন্তু এবার থেকে আর ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না। পরীক্ষা শেষ হওয়ার মাত্র সাত দিনের মধ্যেই দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

উচ্চ মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র ২০২৫: প্রশ্নপত্র ও বিশ্লেষণ

কেন এই পরিবর্তন?

উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ মনে করছে, পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে গিয়ে পড়ুয়াদের মূল্যবান সময় নষ্ট হয়। তাই এবার এই সময় নষ্ট না করে দ্রুত ক্লাস শুরু করা হবে, যাতে পড়ুয়ারা বেশি সময় ধরে পড়াশোনার সুযোগ পান এবং সিলেবাস দ্রুত শেষ করা যায়।

নতুন সময়সূচি

এবার একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষ হবে ২২ মার্চ। উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ১ এপ্রিল থেকেই দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। অর্থাৎ, মাত্র ৭ দিনের মধ্যে পড়ুয়াদের জন্য নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে যাবে।

উচ্চ-মাধ্যমিক শিক্ষার নতুন যুগ

এই পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় গতি আসবে এবং তাদের পড়াশোনার প্রতি মনোযোগ আরও বাড়বে। উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে খুব শীঘ্রই এই নতুন নিয়ম নিয়ে একটি নির্দেশিকা জারি করা হবে। এই পরিবর্তন রাজ্যের উচ্চ-মাধ্যমিক শিক্ষার এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই পরিবর্তনের ফলে পড়ুয়ারা কি উপকৃত হবেন? নাকি নতুন নিয়মের ফলে চাপে পড়বেন? আপনার মতামত জানাতে ভুলবেন না!

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Leave a Comment

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00