সামনেই নার্সিং পরীক্ষা।যারা নার্সিং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের কথা ভেবে জীবন বিজ্ঞানের প্রস্তুতিকে আরো উন্নত করবে আজকের এই পোস্ট। আজকে তোমাদের জন্য জীবন বিজ্ঞানের একটি অধ্যায় মানবদেহের গঠন থেকে বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন দেয়া হলো। সবশেষে pdf ডাউনলোড অপশন আছে।
ANM GNM Life Science M.C.Q Human Body Parts
1. মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশি আছে?
- [A] 530 টি
- [B] 630 টি
- [C] 730 টি
- [D] 830 টি
2. শরীরের সবচেয়ে ছোটো পেশীর নাম কি?
- [A] বুটক পেশি
- [B] গ্লুটেন পেশি
- [C] সারটারিয়াস পেশি
- [D] স্টেপেডিয়াস পেশি
3. মানুষের চোখের কোন অংশে কোনো বস্তুর প্রতিচ্ছবি সৃষ্টি হয়?
- [A] কর্ণিয়া
- [B] রেটিনা
- [C] আইরিশ
- [D] কোনোটিই নয়
4. মানুষের চুলের গড় ব্যাস কত?
- [A] 50 মাইক্রোমিটার
- [B] 50 ন্যানোমিটার
- [C] 100 মাইক্রোমিটার
- [D] 100 ন্যানোমিটার
5. প্রধানত কোন অঙ্গ দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে?
- [A] অন্তঃকর্ণ
- [B] শিরদাঁড়া
- [C] অগ্রমস্তিষ্ক
- [D] পিট্যুইটারী গ্রন্থি
বিষয় | Download Now |
---|---|
প্রাণী কলা | View |
প্রাণীজগতের শ্রেণীবিন্যাস | View |
জিনবিদ্যা | View |
স্বাস্থ, পুষ্টি, রোগসমূহ | View |
হরমোন | View |
ভিটামিন | View |
রোগ জীবাণু | View |
স্নায়ুতন্ত্র | View |
রক্ত পরিবহন | View |
6. মানবদেহে কোন অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ নয়?
- [A] লেজ কশেরুকা
- [B] নখ
- [C] অ্যাপেন্ডিক্স
- [D] নিকটিটেটিং পর্দা
7. ‘বুকার কোশ’ কোথায় দেখা যায়?
- [A] অগ্ন্যাশয়
- [B] যকৃৎ
- [C] থাইরয়েড গ্রন্থি
- [D] ক্ষুদ্রান্ত্র
8. কোন পদার্থ সঞ্চিত হওয়ার ফলে পেশি ক্লান্তির উদ্ভব হয়?
- [A] কার্বন-ডাই-অক্সাইড
- [B] ক্রিয়েটিনিন
- [C] ল্যাকটিক অ্যাসিড
- [D] ইথাইল অ্যালকোহল
9. মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি, ঠিক সেরকম পদার্থ দিয়ে তৈরি হয়-
- [A] হাঁটু
- [B] দাঁত
- [C] নখ
- [D] চামড়া
10. কিডনির (বৃক্ক) পরিস্রাবণ ইউনিটকে বলে-
- [A] ইউরেটার
- [B] ইউরেথ্রা
- [C] নিউরন
- [D] নেফ্রন
11. নিষিক্ত ডিম্বাণু, যার অপর নাম জাইগোট, কোথায় Implant হয়?
- [A] সারভিক্স
- [B] ওভারি
- [C] ভ্যাজাইনা
- [D] জরায়ু
12. মানবদেহে বক্ষপঞ্জর যুক্ত থাকে কার সাথে?
- [A] ক্ল্যাভিকল
- [B] ইলিয়াম
- [C] স্টারনাম
- [D] স্ক্যাপুলা
13. কে অন্তঃকর্ণের ভিতরের চাপের তারতম্যকে তড়িৎ সিনগ্যালে রূপান্তরিত করে?
- [A] কক্লিয়া
- [B] হ্যামার
- [C] স্টিরাপ
- [D] আনিভল্
14. দুটি অস্থি একে অপরের সাথে একরকমের সংযোগকারী টিস্যু দিয়ে যুক্ত থাকে তা হল-
- [A] টেন্ডন
- [B] কার্টিলেজ
- [C] ম্যাট্রিক্স
- [D] লিগামেন্ট
15. নিম্নলিখিত কোন অস্থিটি মানুষের কানের অংশ নয়?
- [A] ইনকাস
- [B] মেলিয়াস
- [C] স্টেপিস
- [D] ফিমার
16. মানবদেহে উপস্থিত হাড়ের সংখ্যা কত?
- [A] 212
- [B] 206
- [C] 202
- [D] 200
17. করোটিন কটি হাড় থাকে?
- [A] 8
- [B] 30
- [C] 32
- [D] 34
18. মানবদেহে কজোড়া বক্ষপিঞ্জর থাকে?
- [A] 12
- [B] 10
- [C] 14
- [D] 11
19. মানুষের পায়ের হাড়গুলি হল-
- [A] ছিদ্রময়
- [B] ফাঁপা
- [C] নিরেট
- [D] কোনোটাই নয়
20. ‘টিবিয়া’ হাড়টি কোথায় থাকে?
- [A] করোটি
- [B] পা
- [C] হাত
- [D] মুখ
21. দুবার নির্গত হয়, মানবদেহে এমন দাঁতের সংখ্যা কটি?
- [A] 4
- [B] 12
- [C] 20
- [D] 28
22. ডায়ালিসিস-এর মাধ্যমে কোন অঙ্গের কাজ করা হয়?
- [A] ফুসফুস
- [B] হৃদপিণ্ড
- [C] লিভার
- [D] কিডনী
23. মানবদেহে উৎপন্ন ‘কিডনী স্টোন’ মূলতঃ কি দিতে তৈরি?
- [A] ক্যালশিয়াম অক্সালেট
- [B] সোডিয়াম অক্সালেট
- [C] সোডিয়াম অ্যাসিটেট
- [D] ক্যালশিয়াম
24. মানবদেহে জলের ভারসাম্য রক্ষার জন্য কোন অঙ্গ দায়ী?
- [A] কিডনী
- [B] ফুসফুস
- [C] হৃদপিন্ড
- [D] লিভার
25. নিষিক্ত ডিম্বাণুর ইমপ্ল্যান্টেশন-র জন্য জরায়ু থেকে কোন হরমোন ক্ষরিত হয়?
- [A] অক্সিটোসিন
- [B] প্রোলাকটিন
- [C] ইস্ট্রোজেন
- [D] প্যারাট্রপিন
26. কোন অঙ্গের মধ্যে মানবদেহে নিষেক ঘটে?
- [A] জরায়ু
- [B] ওভিডাক্ট
- [C] ওভিপ্ল্যান্ড
- [D] কোনোটাই নয়
27. জরায়ুর মধ্যে ভ্রুণের অবস্থা জানার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
- [A] এক্স-রশি
- [B] অতিবেগুনী রশ্মি
- [C] আলট্রাসাউন্ড
- [D] R-রশ্মি
28. মানবদেহে অ্যাপেন্ডিক্স কার সঙ্গে সংযুক্ত থাকে?
- [A] বৃহদান্ত্র
- [B] ক্ষুদ্রান্ত্র
- [C] গল ব্লাডার
- [D] পাকস্থলী
29. নিম্নলিখিতদের মধ্যে কোনটি উৎপন্ন করা লিভারের কাজ?
- [A] লাইপেজ
- [B] ইউরিয়া
- [C] মিউকাস
- [D] হাইড্রোক্লোরিক অ্যাসিড
30. কোথা থেকে পালস্ বিট মাপা হয়?
- [A] ধমনী
- [B] স্নায়ু
- [C] জালিকা
- [D] শিরা
31. শ্বাসনালীর উপরের অংশে ছোটো ছোটো চুলের মত প্রবর্ধক দেখা যায়। তার নাম হল-
- [A] ব্রংকাই
- [B] সিলিয়া
- [C] ভিলাই
- [D] অ্যালভিওলাই
32. কিডনী সম্পর্কিত চিকিৎসাবিজ্ঞানের শাখাটি হল-
- [A] কার্ডিওলজি
- [B] অরনিথোলজি
- [C] অপথ্যালমোলজি
- [D] নেফ্রোলজি
33. মানবদেহ থেকে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ নির্গত করার জন্য কোন অঙ্গ দায়ী?
- [A] ফুসফুস
- [B] বৃক্ক
- [C] লিভার
- [D] অগ্ন্যাশয়
34. মানবদেহে ত্বক কি ধরনের পর্দা?
- [A] সেরাম মেমব্রেন
- [B] মিউকাস মেমব্রেন
- [C] কিউটেনাস মেমব্রেন
- [D] সাইনোভিয়াল মেমব্রেন
35. ‘গ্লোমেরুলাস’ ও ‘বাওম্যানের ক্যাপসুল’ কোন অঙ্গের অংশ?..
- [A] বৃক্ক
- [B] ফুসফুস
- [C] হৃদপিন্ড
- [D] যকৃৎ
36. কোন রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে মানবদেহের ত্বক, চুল ও চোখের মণির বিভিন্ন রং হয়?
- [A] মেলানিন
- [B] থ্যালোসায়ানিন
- [C] কুইনাক্রিডোন
- [D] আলিজারিন
37. সাধারণত মানুষের দেহের হাড় ও দাঁত কি দিয়ে গঠিত হয়?
- [A] ট্রাইক্যালশিয়াম ফসফেট
- [B] ফ্লুরোপেটাইট
- [C] ক্লোরোপেটাইট
- [D] হাইড্রোথিল
38. নিম্নলিখিতদের মধ্যে কোন অঙ্গটি কেবলমাত্র স্ত্রীদেহেই দেখা যায়?
- [A] থাইরয়েড
- [B] পিট্যুইটারী
- [C] ওভারি
- [D] অ্যাডেনয়েড
39. নিম্নলিখিতদের মধ্যে কোনটি কিডনীর কাজ নয়?
- [A] রক্তের pH-র ভারসাম্য রক্ষা করা
- [B] দেহ থেকে বিপাকজাত বর্জ্যপদার্থ দূরীভূত করা
- [C] অ্যান্টিবডি উৎপাদন করা
- [D] রক্তের অসমোটিক চাপ নিয়ন্ত্রণ করা
40. মানবদেহে থার্মোস্ট্যাট বজায় রাখে কোন গ্রন্থি?
- [A] পিনিয়াল
- [B] পিট্যুইটারী
- [C] থাইরয়েড
- [D] হাইপোথ্যালামাস
41. মানুষের চোখের কোন অংশে রঞ্জক পদার্থ থাকে, যার ফলে ঐ ব্যক্তির চোখের রং নির্ধারিত হয়?
- [A] কার্ণিয়া
- [B] কোরয়েড
- [C] আইরিশ
- [D] ভিটিয়াস বডি
42. মানবদেহে সবচেয়ে লম্বা গ্রন্থি কোথায় অবস্থিত?
- [A] ভার্টিব্রাল কলাম
- [B] উরু
- [C] বক্ষপিঞ্জর
- [D] বাহু
43. মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কটি?
- [A] 26
- [B] 30
- [C] 29
- [D] 33
44. নিম্নলিখিতদের মধ্যে কোনটি মূত্রের অস্বাভাবিক উপাদান?
- [A] ক্রিয়েটিনিন
- [B] ইউরিয়া
- [C] ইউরিক অ্যাসিড
- [D] কিটোন বডি
45. চোখের মধ্যে ধুলো পড়লে, চোখের কোন অংশ রক্তাভ বর্ণ ধারণ করে?
- [A] কর্ণিয়া
- [B] কোরয়েড
- [C] কনজাংটিভা
- [D] ক্লোরোটিক
46. স্তন্যপায়ীদের ত্বকে থাকা কোন বিশেষ অংশ তাদের দেহকে গরম রাখতে সাহায্য করে?
- [A] রঞ্জক কোশ
- [B] ঘর্ম গ্রন্থি
- [C] লসিকাবাহ
- [D] রক্তজালক
47. দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে কে?
- [A] পিট্যুইটারী
- [B] হাইপোথ্যালামাস
- [C] পিনিয়াল
- [D] থাইরয়েড
48. ‘Heart Hurmur’ কি নির্দেশ করে?
- [A] ত্রুটিপূর্ণ ভালভ্
- [B] অক্সিজেনের ঘাটতি
- [C] হৃদপিণ্ডের অবস্থানের পরিবর্তন
- [D] পেশীর ত্রুটিপূর্ণ বিকাশ
49. স্তন্যপায়ীদের দেহে ঘর্মগ্রন্থি করা সাথে সম্পর্কিত?
- [A] দেহের অতিরিক্ত লবণ বর্জন
- [B] নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থের অপসারণ
- [C] থার্মোরেগুলেশন
- [D] যৌন আকর্ষণ
50. ECG-র দ্বারা কার কার্যকলাপ দেখা যায়?
- [A] মস্তিষ্ক
- [B] হৃদপিণ্ড
- [C] ফুসফুস
- [D] বৃক্ক
51. EEG-র দ্বারা কার কার্যকলাপ রেকর্ড করা যায়?
- [A] হৃদপিণ্ড
- [B] ফুসফুস
- [C] মস্তিষ্ক
- [D] পেশী
52. কার মাধ্যমে জরায়ুর মধ্যে ভ্রুণের বৃদ্ধি লক্ষ করা যায়?
- [A] এক্স-রশ্মি
- [B] গামা রশ্মি
- [C] আল্ট্রাসাউন্ড
- [D] অতিবেগুণী রশ্মি
53. মানবদেহে কর্ণ অস্থির সংখ্যা কটি?
- [A] 2
- [B] 4
- [C] 6
- [D] 8
54. মানবদেহের কোথায় তরুণাস্থি থাকে?
- [A] জিভ
- [B] নাক
- [C] থুতনী
- [D] নখ
55. কারপেলের একটি অংশ নয়?
- [A] স্ট্যামেন
- [B] স্টিগমা
- [C] ওভারি
- [D] স্টাইল
56. মানুষের চামড়া তৈরি হয়-
- [A] এপিডার্মাল কোষ দ্বারা
- [B] প্যারেনকাইমা দ্বারা
- [C] পারমানেন্ট টিস্যু দ্বারা
- [D] কানেকটিভ টিস্যু দ্বারা
57. ঘাড়ের কাছে আংটি সদৃশ যা থাকে সেটি হল-
- [A] ভার্বিব্রেট
- [B] অ্যারোলার
- [C] জয়েন্ট
- [D] কার্টিলেজ
58. ECG লিপিবদ্ধ করে-
- [A] হার্টবীট
- [B] ভেনট্রিকুলার ঘনত্ব
- [C] বিভব পার্থক্য
- [D] পাম্প করা রক্তের আয়তন
59. কুলীর ফ্র্যাকচার কথাটি যার সঙ্গে জড়িত সেটি হল-
- [A] আলনা
- [B] রেডিয়াস
- [C] হিউমেরাস
- [D] ফিমার
60. অ্যান্ডিবডি উৎপন্ন করে-
- [A] অস্থিমজ্জা
- [B] প্লাজমা ও লসিকা
- [C] যকৃত
- [D] বৃক্ক
61. মানবদেহে 100 এমএল বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে?
- [A] 40ML
- [B] 30ML
- [C] 20ML
- [D] 10ML
62. মানুষের শরীরে কোনটি সবথেকে কঠিন বস্তু?
- [A] নখ
- [B] অস্থি
- [C] এনামেল
- [D] ডেন্টাইন
63. ‘ডিওডিনাম’ মানবদেহের কোন অঙ্গের অংশ বিশেষ?
- [A] মস্তিস্ক
- [B] অস্ত্র
- [C] যকৃৎ
- [D] ফুসফুস
64. মানবদেহের নিজস্ব ওজনের তুলনায় শতকরা কত পরিমাণ জল থাকে?
- [A] 66
- [B] 50
- [C] 33
- [D] 10
65. হ্যাভারশিয়ান তন্ত্র যার অংশ বিশেষ-
- [A] বৃক্ক
- [B] হৃৎপিণ্ড
- [C] মস্তিষ্ক
- [D] অস্থি
Answar key
1.B | 14.D | 27.C | 40.D | 53.C |
2.D | 15.D | 28.A | 41.C | 54.B |
3.B | 16.B | 29.B | 42.B | 55.A |
4.C | 17.A | 30.A | 43.D | 56.A |
5.A | 18.A | 31.B | 44.D | 57.D |
6.B | 19.B | 32.D | 45.C | 58.C |
7.B | 20.B | 33.B | 46.C | 59.B |
8.C | 21.C | 34.C | 47.B | 60.B |
9.C | 22.D | 35.A | 48.A | 61.C |
10.D | 23.A | 36.A | 49.C | 62.C |
11.D | 24.A | 37.A | 50.B | 63.B |
12.C | 25.C | 38.C | 51.C | 64.A |
13.A | 26.B | 39.C | 52.C | 65.D |
Download Life Science Human Body Parts PDF
File Details
- Pdf Name : মানবদেহের গঠন M.C.Q.pdf
- Pdf Size : 0.2 MB
- Pdf price : FREE
- Total Page : 03
- Download Pdf : Click Here