ANM GNM Life Science Suggestion: জীবন বিজ্ঞানের প্রাণী কলা থেকে গুরুত্বপূর্ণ M.C.Q প্রশ্ন

Published On:

সামনেই নার্সিং পরীক্ষা।যারা নার্সিং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের কথা ভেবে জীবন বিজ্ঞানের প্রস্তুতিকে আরো উন্নত করবে আজকের এই পোস্ট। আজকে তোমাদের জন্য জীবন বিজ্ঞানের একটি অধ্যায় প্রাণী কলা থেকে বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন দেয়া হলো। সবশেষে pdf ডাউনলোড অপশন আছে। 

ANM GNM Life Science M.C.Q Suggestion 2024

1. কোন রক্তকণিকা মানবদেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে?

[A] শ্বেত রক্তকণিকা

[B] লোহিত রক্তকণিকা

[C] অনুচক্রিকা

[D] এরিথ্রোসাইট

2. ‘আইলেট অফ ল্যাঙ্গারহ্যানস’ থেকে কি ক্ষতির হয়?

[A] টেস্টোস্টেরন

[B] ইস্ট্রোজেন

[C] ইনসুলিন

[D] প্রোজেস্টেরন

3. লেড বা সীসা নিম্নলিখিত কোনটির সংশ্লেষ ব্যাহত করতে পারে?

[A] পেশীর প্রোটিন

[B] মায়োগ্লোবিন

[C] হিমোগ্লোবিন

[D] ইউরিয়া

4. নিম্নলিখিত কোনটির একক হল অ্যামাইনো অ্যাসিড?

[A] লিপিড

[B] হরমোন

[C] প্রোটিন

[D] ভিটামিন

5. অ্যালার্জির সাথে কোন কোশটি সম্পর্কযুক্ত?

[A] বেসোফিল

[B] মাস্ট সেল

[C] ফাইব্রোব্লাস্ট

[D] A ও B উভয়েই

6. কলা (Tissue)-র গঠন সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে?

[A] অরোলজি

[B] অস্টিওলজি

[C] হিস্টোলজি

[D] সেরোমোলজি

7. কোন ব্লাড গ্রুপকে ‘সার্বজনীন গ্রহীতা’ বলা হয়?

[A] AB

[B] O

[C] B

[D] A

8. মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?

[A] থাইমাস

[B] যকৃৎ

[C] থাইরয়েড

[D] প্যানক্রিয়াস

9. নিম্নলিখিত কোন কোশের নিউক্লিয়াস থাকে না?

[A] ক্রোমোজোম

[B] নিউক্লিওলাস

[C] সাইটোপ্লাজম

[D] নিউক্লিয় পর্দা

10. নিম্নলিখিত কোনটি অক্সিজেন অণুর সাথে সংযুক্ত হতে পারে?

[A] লোহিত রক্তকণিকা

[B] শ্বেত রক্তকণিকা

[C] ভিটামিন B12

[D] ভিটামিন E

11. একজন ব্যক্তি অতিরিক্ত মদ্যপান করলে, যকৃত ক্ষতিগ্রস্থ হয়ে যায়, কারণ-

[A] যকৃতকে অ্যালকোহল ডিটাক্সিফাই করতে হয়

[B] অতিরিক্ত গ্লাইকন জমে

[C] অতিরিক্ত পিও উৎপন্ন হয়

[D] যকৃত অতিরিক্ত ফ্যাট জমে যায়

12. লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন?

[A] 60

[B] 120

[C] 180

[D] 240

13. মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79-তম অঙ্গ?

[A] মেসেনট্রি

[B] এডিনয়েডস

[C] কোলন

[D] ভালবা

14. যে কলার মাধ্যমে জরায়ুর মধ্যে থাকা ভ্রুণ পুষ্টি পায়, তা হল-

[A] ফ্যালোপিয়ান নালিকা

[B] ওভিডাক্ট

[C] প্ল্যাসেন্টা

[D] ভিলাই

15. কে কোশতত্ত্ব পরিবর্তন করেন ও বলেন যে, ‘সমস্ত কোশ কোনো না কোনো কোশ থেকেই উৎপন্ন হয়?

[A] টি সোয়ান

[B] এম. স্লেইডেন

[C] ই. পারকিনজি

[D] রুডলফ ভারচাউ

16. কোশের সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। এটি কি দিয়ে তৈরী?

[A] শুধুমাত্র সাইটোপ্লাজম

[B] সাইটোপ্লাজম ও নিউক্লিওপ্লাজম

[C] শুধুমাত্র নিউক্লিওপ্লাজম

[D] সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম ও অন্যান্য কোশ

অঙ্গানু

17. নিম্নলিখিত কোন পেশী কলাতে একাধিক নিউক্লিয়াস থাকে?

[A] মসৃণ পেশী

[C] কঙ্কাল পেশী

[B] হৃদপেশী

[D] আরোটিক পেশী

18. দেহে উপস্থিত কার্টিলেজ হল-

[A] একটি পেশিকলা

[B] একটি আবরণী কলা

[C] একটি যোগকলা

[D] একটি ভ্রণকলা

19. রক্ত হল-

[A] জনক

[B] যোগ কলা

[C] আবরণী কলা

[D] পেশী কলা

20. কোশের মধ্যে নিউক্লিয়াস ছাড়া আর কোন কোশ অঙ্গাণুর মধ্যে DNA থাকে?

[A] সেন্ট্রিওল

[B] গলগি বডি

[C] লাইসোজোম

[D] মাইটোকন্ড্রিয়া

21. প্রোটিন সংশ্লেষের সময় কোন কোন অঙ্গাণুগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

[A] লাইসোজোম ও সেন্ট্রোজোম

[B] এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ও রাইবোজোম

[C] গলগি বডি ও মাইটোকন্ড্রিয়া

[D] লাইসোজোম ও মাইটোকন্ড্রিয়া

22. কোশের ক্ষেত্রে নিয়ন্ত্রিত ও ‘Programmed cell death’ কে কি বলা হয়?

[A] অ্যাপোপ্টোসিস

[B] এজিং

[C] ডিজেনারেশন

[D] নেক্সোসিস

23. কোশের আত্মঘাতী থলি বলা হয়-

[A] লাইসোজোম

[B] রাইবোজোম

[C] নিউক্লিওজোম

[D] গলগি বডি

24. উদ্ভিদ কোশে কি থাকার কারণে প্রাণীকোশের সাথে পার্থক্য সৃষ্টি হয়?

[A] ক্লোরোপ্লাস্ট

[B] কোশপ্রাচীর

[C] কোশপর্দা

[D] নিউক্লিয়াস

WBJEE ANM & GNM LIFE SCIENCE M.C.Q QUIZ 2024 ONLINE QUIZ 13

25. গলগি বডির প্রধান কাজ হল-

[A] শসন

[B] কোশ বিভাজন

[C] উৎসেচক তৈরি করা

[D] ক্ষরণ করা

26. একটি জীবকোশের প্রধান গঠনগত মৌল কোনটি?

[A] অক্সিজেন

[B] হাইড্রোজেন

[C] কার্বন

[D] নাইট্রোজেন

27. মানবদেহে প্রয়োজনীয় শক্তির প্রায় 70 শতাংশ শক্তির জোগান দেয়-

[A] অ্যামাইনো অ্যাসিড           

[B] ফ্যাট

[C] লিপিড                          

[D] কার্বোহাইড্রেট

28. কোন কোশ অঙ্গানুর অপর নাম হল ‘আত্মঘাতী থলি’?

[A] গলগি বডি

[B] লাইসোজোম

[C] এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম

[D] মাইটোকন্ড্রিয়া

29. প্যাথোজেনিক ব‍্যাকটেরিয়া কি নিঃসৃত করে?

[A] অ্যান্টিজেন

[B] অ্যান্টিবডি

[C] হরমোন

[D] ইন্টারফেরন

30. নিম্নলিখিতদের মধ্যে কোনটি ইউক্যারিওটিক কোশের বৈশিষ্ট্য নয়?

[A] নিউক্লিয় পর্দা উপস্থিত

[B] মাইটোকন্ড্রিয়া উপস্থিত

[C] নিউক্লিয়াস সুগঠিত

[D] উদ্ভিদ কোশে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত

31. সাধারণত মানবদেহে কোশের বৃদ্ধি ও কোশ বিভাজন সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। কিন্তু ক্যান্সার কোশে-

[A] নিয়ন্ত্রক পদ্ধতিগুলি ঠিকভাবে কাজ করে না, ফলে বিনাইন ও ম্যালিগন্যান্ট টিউমর উৎপন্ন হয়

[B] কোশ বিভাজন নিয়ন্ত্রণে থাকে। কিন্তু অধিক পরিমাণে জেনেটিক বস্তু উৎপন্ন হয়।

[C] RNA-র মিউটেশন ঘটে ও কম পরিমাণে উৎপন্ন হয়

[D] DNA-র মিউটেশন ঘটে ও কম পরিমাণে উৎপন্ন হয়

32. মানবদেহে কোন মৌল সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়?

[A] অক্সিজেন

[B] কার্বন

[C] লোহা

[D] নাইট্রোজেন

33. জন্মের পর মানবদেহে কোন কলার কখনও কোশ

বিভাজন হয় না?

[A] অস্থি কলা

[B] স্নায়ু কলা

[C] যোগ কলা

[D] ভ্রুণ কলা

34. কোন মৌল দাঁতের সমস্যার সাথে সম্পর্কিত?

[A] ক্লোরিন

[B] ফ্লুরিন

[C] ব্রোমিন

[D] আয়োডিন

35. মানব দেহের কোন অংশ নিউক্লীয় বিকিরণ দ্বারা সবথেকে বেশী ক্ষতিগ্রস্থ হয়?

[A] চোখ

[B] ফুসফুস

[C] ত্বক

[D] বোন ম্যারো

36. ইস্টের ‘সন্ধান’ করবার ক্ষমতার জন্য দায়ী হল-

[A] অ্যামাইলেজ

[B] জাইমেজ

[C] গ্যালাকটেজ

[D] ইনভারটেজ

37. কোষের শক্তিঘর হল-

[A] নিউক্লিয়াস

[B] লাইসোজোম

[C] ডি এন এ

[D] মাইটোকনড্রিয়া

38. দেহে কার্বহাইড্রেট কী রূপে সঞ্চিত হয়?

[A] গ্লুকোজ

[B] স্টার্চ

[C] গ্লাইকোজেন

[D] সুক্রোজ

39. মানব দেহে স্বাভাবিক রক্ত শর্করার মান কত?

[A] প্রায় 10mg/dl

[B] 120-150 mg/dl

[C] 80-90 mg/dl

[D] 150-200 mg/dl

40. একজন সুস্থ, স্বাভাবিক মানুষের দেহে প্রতি 100 এম.এল রক্তে উপস্থিত কোলেস্টেরলের পরিমাণ কত থাকে?

[A] 150-200 mg

[B] 120-200 mg

[C] 100-180 mg

[D] 80-160 mg

Answarkey

1.A9.C17.C25.D33.B
2.C10.A18.C26.C34.B
3.C11.D19.B27.D35.C
4.C12.B20.D28.B36.B
5.D13.A21.B29.A37.D
6.C14.C22.A30.D38.C
7.A15.D23.A31.A39.B
8.B16.D24.B32.A40.A

Download Life Science PDF

  • Pdf Name  : প্রাণী কলা থেকে গুরুত্বপূর্ণ M.C.Q.pdf
  • Pdf  Size  : 0.2 MB
  • Pdf  price  : FREE
  • Total  Page : 03
  • Download   Pdf  :  Click Here
আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Leave a Comment

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad