ANM GNM Life Science Suggestion in Bengali: জীবন বিজ্ঞানের রক্ত পরিবহন থেকে গুরুত্বপূর্ণ M.C.Q প্রশ্ন

Published On:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

সামনেই নার্সিং পরীক্ষা।যারা নার্সিং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের কথা ভেবে জীবন বিজ্ঞানের প্রস্তুতিকে আরো উন্নত করবে আজকের এই পোস্ট। আজকে তোমাদের জন্য জীবন বিজ্ঞানের একটি অধ্যায় রক্ত পরিবহন থেকে বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন দেয়া হলো। সবশেষে pdf ডাউনলোড অপশন আছে। 

ANM GNM Life Science M.C.Q Suggestion Blood Transport

1. সার্বজনীন রক্তদাতা কাকে বলা হয়?

  • [A] যার O গ্রুপের রক্ত আছে
  • [B] যার A গ্রুপের রক্ত আছে
  • [C] যার B গ্রুপের রক্ত আছে
  • [D] যার AB গ্রুপের রক্ত আছে

2. ‘পেসমেকার’ কিসের সাথে সম্পর্কিত?

  • [A] কিডনী
  • [B] মস্তিষ্ক
  • [C] ফুসফুস
  • [D] হৃদপিণ্ড

3. মানবদেহে স্বাভাবিক রক্তচাপের মান কত?

  • [A] 120/80 মিলিমিটার
  • [B] 110/70 মিলিমিটার
  • [C] 140/80 মিলিমিটার
  • [D] 110/60 মিলিমিটার

4. মানবদেহে কোন অঙ্গের মাধ্যমে রক্ত পরিস্রাবিত হয়?

  • [A] যকৃৎ
  • [C] ফুসফুস
  • [B] বৃক্ক
  • [D] কোনোটিই নয়

5. রক্তে কার্বন-ডাই-অক্সাইড কি রূপে পরিবাহিত হয়?

  • [A] CO₂
  • [C] বাই কার্বনেট
  • [B] সোডিয়াম কার্বনেট
  • [D] কার্বক্সি-হিমোগ্লোবিন
বিষয়Download Now
প্রাণী কলা View
প্রাণীজগতের শ্রেণীবিন্যাসView
জিনবিদ্যা View
স্বাস্থ, পুষ্টি, রোগসমূহView
হরমোন View
ভিটামিনView
রোগ জীবাণুView
স্নায়ুতন্ত্রView

6. মানবদেহে প্রতি 100ml রক্তে উপস্থিত অক্সিজেনর পরিমাণ-

  • [A] 40ML
  • [C] 20ML
  • [B] 10ML
  • [D] 30ML

7. ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়?

  • [A] ব্লাড সুগার
  • [B] ব্লাড প্রেসার
  • [C] ওবেসিটি
  • [D] হার্ট অ্যাটাক

8. পেসমেকার-এর কাজ কি?

  • [A] মূত্র উৎপন্ন করার পদ্ধতিকে নিয়ন্ত্রণ করা
  • [B] পাচন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখা
  • [C] হৃদ্‌স্পন্দন উৎপন্ন করা
  • [D] শ্বাস-প্রশ্বাস কে স্বাভাবিক রাখা

9. একজন সুস্থ স্বাভাবিক মানুষের এক মিনিটে হৃদস্পন্দনের হার কত?

  • [A] 58 বার
  • [B] 67 বার
  • [C] 72 বার
  • [D] 90 বার

10. একজন সুস্থ মানুষের সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপের মান হল যথাক্রমে-

  • [A] 120 মিমি ও 40 মিমি
  • [B] 201 মিমি ও 110 মিমি
  • [C] 90 মিমি ও 60 মিমি
  • [D] 85 মিমি ও 55 মিমি

11. কৃত্রিমভাবে রক্ত পরিশোধনের প্রক্রিয়াকে বলা হয়-

  • [A] ডায়ালিসিস
  • [B] ইমেমালাইসিস
  • [C] অসমোসিস
  • [D] পাইরালাইসিস

12. হিমোগ্লোবিনের কাজ হল-

  • [A] অক্সিজেন পরিবহন করা
  • [B] ব্যকটেরিয়া ধ্বংস করা
  • [C] রক্তের ঘাটতি পরিমাপ করা
  • [D] কোনোটিই নয়

13. লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়-

  • [A] প্লীহায়
  • [B] কিডনিতে
  • [C] লিভারে
  • [D] বোন ম্যারো-তে

14. উচ্চ অক্ষাংশে গেলে লোহিত রক্তকণিকার সংখ্যা-

  • [A] বাড়ে
  • [B] কমে
  • [C] আকারে বাড়ে
  • [D] আকারে কমে

15. রক্তের ক্রুপ কে আবিষ্কার করেন?

  • [A] ল্যান্ডস্টেইনার
  • [B] লিভাইনে
  • [C] ওয়েনার
  • [D] ল্যান্ডস্টেইনার ও ওয়েনার

16. অ্যান্টিজেন হল এমন এক পদার্থ, যা-

  • [A] দেহের উষ্ণতা কমায়
  • [B] ক্ষতিকারক ব্যকটেরিয়াকে ধ্বংস করে
  • [C] অনাক্রম্যতাকে সজাগ করে তোলে
  • [D] বিযের অ্যান্টিডোট হিসাবে কাজ করে

17. ‘AB’ ব্লাড গ্রুপে যুক্ত ব্যক্তিকে সর্বজনীন গ্রহীতা বলা হয়, তার কারণ হল-

  • [A] রক্তে অ্যান্টিজেনের অনুপস্থিতি
  • [B] রক্তে অ্যান্টিবডির অনুপস্থিতি
  • [C] রক্তে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি উভয়ের অনুপস্থিতি
  • [D] রক্তে অ্যান্টিবডির উপস্থিতি

18. মানবদেহের কোন অঙ্গে লিম্ফোসাইট কোশ উৎপন্ন হয়?

  • [A] লিভার
  • [B] হাড়
  • [C] অগ্ন্যাশয়
  • [D] প্লীহা

19. পিতার ব্লাড গ্রুপ ‘A’ ও মাতার ব্লাড গ্রুপ ‘০’ হলে, তাদের সন্তানের নিম্নলিখিতগুলির মধ্যে কোন ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা থাকবে?

  • [A] B
  • [B] AB
  • [C] O
  • [D] B, AB & O

20. পুরোনো ও জরা জীর্ণ লোহিত রক্তকণিকাগুলি কোথায় ধ্বংসপ্রাপ্ত হয়?

  • [A] বোন ম্যারো
  • [B] প্লীহা
  • [C] লিভার
  • [D] পাকস্থলী

21. বৃহত্তম শ্বেত রক্তকণিকা হল-

  • [A] লিম্ফোসাইট
  • [B] মনোসাইট
  • [C] থ্রম্বোসাইট
  • [D] এরিথ্রোসাইট

22. ‘সিস্টোলিক’, ‘ডায়াস্টোলিক’ সব্দগুলি নিম্নলিখিত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?

  • [A] রক্তচাপ মাপার কাজ
  • [B] দৃষ্টিশক্তির সমস্যার ক্ষেত্রে
  • [C] রক্তনালিকা খোঁজার ক্ষেত্রে
  • [D] অণুচক্রিকা গণনার ক্ষেত্রে

23. লসিকার রং হল _________।

  • [A] লাল
  • [B] হলুদ
  • [C] বর্ণহীন
  • [D] দুধের মত সাদা

24. ______ -র এক প্রজাতির নাম থেকে Rh- Factor-র নামকরণ করা হয়েছে।

  • [A] ইঁদুর
  • [B] বানর
  • [C] তিমি
  • [D] সাপ

25. রক্তের কোন উপাদান মানবদেহে প্রবিষ্ট জীবাণুর বিরুদ্ধে লড়াই করে?

  • [A] শ্বেত রক্তকণিকা
  • [B] হিমোগ্লোবিন
  • [C] অণুচক্রিকা
  • [D] লোহিত রক্তকণিকা

26. নিম্নলিখিতদের মধ্যে কোনটি মানবদেহে রক্ত পরিবহনে সহায়তা করে?

  • [A] এরিথ্রোসাইট
  • [B] অণুচক্রিকা
  • [C] মনোসাইট
  • [D] লিম্ফোসাইট

27. পিতামাতার ব্লাডক্রুপ A ও B হলে, নিম্নলিখিত কোন কোন ধরনের ব্লাড ক্রুপ সন্তানের দেহে দেখা যেতে পারে?

  • [A] A ও B
  • [B] A, B ও AB
  • [C] A, B, AB ও O
  • [D] AB

28. নিম্নলিখিত কোন কোশ অ্যান্টিবডি উৎপাদন করে?

  • [A] ইওসিনোফিল
  • [B] মনোসাইট
  • [C] বেসোফিল
  • [D] লিম্ফোসাইট

29. একবার সম্পূর্ণ হৃদ্‌স্পন্দন হওয়ার জন্য কত সময় প্রয়োজন হয়?

  • [A] 0.5 সেকেন্ডে
  • [B 0.8 সেকেন্ডে
  • [C] 0.5 সেকেন্ডে
  • [D] 1 মিনিট

30. কোন রক্তকণিকা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে?

  • [A] লিডকোসাইট
  • [B] মনোসাইট
  • [C] নিটট্রোফিল
  • [D] লিম্ফোসাইট

Answar key

1.A6.C11.A16.C21.B26.D
2.D7.A12.A17.B22.A27.C
3.A8.C13.D18.B23.C28.D
4.B9.C14.A19.C24.B29.B
5.C10.A15.A20.B25.A30.A

Download Life Science Blood Transport PDF

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Leave a Comment

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad