ANM GNM Life Science Suggestion: জীবন বিজ্ঞানের প্রাণীজগতের শ্রেণীবিন্যাস থেকে গুরুত্বপূর্ণ M.C.Q প্রশ্ন

Published On:

সামনেই নার্সিং পরীক্ষা।যারা নার্সিং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের কথা ভেবে জীবন বিজ্ঞানের প্রস্তুতিকে আরো উন্নত করবে আজকের এই পোস্ট। আজকে তোমাদের জন্য জীবন বিজ্ঞানের একটি অধ্যায় প্রাণীজগতের শ্রেণীবিন্যাস থেকে বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন দেয়া হলো। সবশেষে pdf ডাউনলোড অপশন আছে। 

ANM GNM Life Science M.C.Q Suggestion P2

1. আরশোলার লার্ভাকে কি বলে?

  • [A] এফাইবা
  • [B] নিম্ফ
  • [C] ম্যাগট
  • [D] জুলেনাইল

2. তিমি মাছের প্রধান শ্বাসঅঙ্গ কোনটি?

  • [A] ইনটেণ্ডমেন্টস্
  • [B] ফুলকা
  • [C] ফুসফুস
  • [D] ট্রাকিয়া

3. স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম পাড়ে

  • [A] টালপা
  • [C] টেরোপাস
  • [B] একিত্সা
  • [D] লেমুর

4. নিম্নলিখিতদের মধ্যে কোনটি মারসুপিয়াল -এর উদাহরণ?

  • [A] তিমি
  • [B] বাদুড়
  • [C] ইদুর
  • [D] ক্যাঙারু

5. নিম্নলিখিত কোন প্রাণীর একটি মাত্র নাসারন্ধ্র থাকে?

  • [A] তিমি
  • [B] কচ্ছপ
  • [C] অজগর
  • [D] হাঙর

6. শরীরের আকারের অনুপাতে কোন পাখী সবচেয়ে বড় ডিম পাড়ে?

  • [A] উটপাখী
  • [B] শকুন
  • [C] চড়াই
  • [D] কিউই

7. Equus caballus কার বিজ্ঞানসম্মত নাম?

  • [A] গরু
  • [B] ঘোড়া
  • [C] বিড়াল
  • [D] বাঘ

8. ‘তসর তন্ত্র’ কে উৎপন্ন করে?

  • [A] Antheraea mylitta
  • [B] Bombyx Mori
  • [C] Philosomia ricini
  • [D] Antheraea assamenisis

ANM GNM Life Science Suggestion: জীবন বিজ্ঞানের প্রাণী কলা থেকে গুরুত্বপূর্ণ M.C.Q প্রশ্ন

9. পর্দাবিহীন উভচর প্রাণী কোন অর্ডারের অন্তর্ভুক্ত?

  • [A] ইউরোডেলা
  • [B] আনুরা
  • [C] জিমনোফিওনা
  • [D] কোনোটিই নয়

10. কিসের অনুপস্থিতি কারণে পাখী ও বাদুড়ের মধ্যে পার্থক্য করা যায়?

  • [A] উষ্ম রক্ত
  • [B] চারটি প্রকোষ্ঠযুক্ত হৃদপিণ্ড
  • [C] ট্রাকিয়া
  • [D] ডায়াফ্রাম

11. এককোশী প্রাণীরা কোন প্রক্রিয়ার মাধ্যমে জনন সম্পন্ন করে?

  • [A] বিভাজন
  • [B] ফিউশন
  • [C] বাডিং
  • [D] পুনরুজ্জীবন

12. নীচের কোন জোড়া ঠাণ্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত?

  • [A] পাখি ও বানর
  • [B] সাপ ও পাখি
  • [C] ব্যাঙ ও সাপ
  • [D] ইঁদুর ও গিরগিটি

13. নিম্নলিখত কোন প্রাণীর রক্ত উষ্ণ?

  • [A] পায়রা
  • [B] কুমীর
  • [C] ব্যাঙাচি
  • [D] মাছ

14. নিম্নলিখিত কোন প্রাণী পুনরুজ্জীবন ও বাডিং উভয় পদ্ধতিতেই জনন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে?

  • [A] হাইড্রা
  • [B] প্লাসমোডিয়াম
  • [C] প্লানেরিয়া
  • [D] ইস্ট

15. বেমানান পাখিটিকে চিহ্নিত করো।

  • [A] ময়ূর
  • [B] ঈগল
  • [C] উট পাখি
  • [D] মুরগী

16. Whittaker-র শ্রেণীবিন্যাস অনুযায়ী ______ রাজ্যের জীবদের সুগঠিত নিউক্লিয়াস নেই।

  • [A] প্রোটিস্টা
  • [B] ছত্রাক
  • [C] মোনেরা
  • [D] উদ্ভিদ

17. নিম্নলিখিত কোন প্রাণীটি মেরুদণ্ডী নয়?

  • [A] পাখি
  • [B] মাছ
  • [C] শামুক
  • [D] স্তন্যপায়ী

18. ময়ূরের বিজ্ঞানসম্মত নাম হল-

  • [A] Molpastes Cafer
  • [B] Eudynamis Scolopaccus
  • [C] Psittacula eupatria
  • [D] Pavo cristatus

19. নিম্নলিখিত কোন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম-Equus Caballus.

  • [A] চিতা
  • [B] ঘোড়া
  • [C] জেব্রা
  • [D] বন্য গাধা

20. ‘অ্যামিবা’ নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত?

  • [A] মোনেবা
  • [B] প্রোটিস্টা
  • [C] ছত্রাক
  • [D] ম্যানিমালিকা

21. নিম্নলিখিত কোন জীবদেহে অটোট্রফিক পুষ্টি দেখা যায়?

  • [A] ছত্রাক
  • [B] ভাইরাস
  • [C] প্রোটোজোয়া
  • [D] ব্যকটেরিয়া

22. অ্যামিবা খাদ্যগ্রহণ করে কোন প্রক্রিয়ায়?

  • [A] এন্ডোসাইটোসিস
  • [B] প্লাসমোলাইসিস
  • [C] এন্ডোসাইটোসিস ও এক্সোসাইটোসিস
  • [D] এক্সোসাইটোসিস

23. বাদুড় অন্ধকারে উড়তে পারে। কারণ-

  • [A] এদের ডানা শক্তিশালী হয়
  • [B] তীক্ষ্ণ দৃষ্টিশক্তি আছে
  • [C] আল্ট্রাসনিক শব্দ উৎপন্ন করে
  • [D] এটাই স্বাভাবিক

24. নিম্নলিখিত কোন প্রাণী ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায়?

  • [A] মাছ
  • [B] পায়রা
  • [C] ব্যাঙ
  • [D] আরশোলা

25. স্তন্যপায়ীদের হৃদপিণ্ড মায়োজেনিক হয় এবং স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত থাকে। এক্ষেত্রে হৃদ্‌স্পন্দনের উৎপত্তি হয়-

  • [A] সাইনো-অ্যাট্রিয়াল নোড-এ
  • [B] QRS তরঙ্গের মাধ্যমে
  • [C] T-তরঙ্গের মাধ্যমে
  • [D] হেপাটিক পোর্টাল সিস্টেমে

26. আঙ্গোরা (Angora) উল কোন প্রাণীর দেহ থেকে পাওয়া যায়?

  • [A] খরগোস
  • [B] ভেড়া
  • [C] শেয়াল
  • [D] ছাগল

27. সর্বাপেক্ষা বৃহৎ আকৃতির পাখী কোনটি?

  • [A] ঈগল
  • [B] ময়ূর
  • [C] উটপাখী
  • [D] কিউই

28. ঘোড়া ও গাধার সংকর প্রাণীকে বলা হয়-

  • [A] পনি                      
  • [B] কোল্ট
  • [C] মিউল                     
  • [D] ডেব্রা

29. নিম্নলিখিত কোন প্রাণীর শ্বাসঅঙ্গ আছে, কিন্তু মস্তিষ্ক নেই?

  • [A] কাঁকড়া
  • [B] তারামাছ
  • [C] রক্তচোষক
  • [D] সিলভার ফিস

30. পুরুষ হাঙরের দেহ ‘Claspers’ কার সাথে সংযুক্ত থাকে?

  • [A] আনাল ফিন
  • [B] পেকটোবাল ফিন
  • [C] পেলভিক ফিন
  • [D] ফেন্ট্রাল ফিন

31. নিম্নলিখিত কোন প্রাণীর আয়ু সর্বপেক্ষা বেশী?

  • [A] হাতি
  • [B] কুমীর
  • [C] কুকুর
  • [D] কচ্ছপ

32. নিম্নলিখিত প্রাণীদের মধ্যে কার বাচ্চা সবচেয়ে বড়ো আকৃতির হয়?

  • [A] উট
  • [B] সিংহ
  • [C] হাতী
  • [D] নীল তিমি

33. নিম্নলিখিত কার দেহে কোনো হরমোন পাওয়া যায় না?

  • [A] ইঁদুর
  • [B] বানর
  • [C] ব্যকটেরিয়া
  • [D] বিড়াল

34. ‘Homo sapiens’ কথাটির আক্ষরিক অর্থ কি?

  • [A] মানুষ-যে বিদ্বান
  • [B] মানুষ-যে সর্বোত্তম
  • [C] মামুষ-যে সর্বভুক
  • [D] মানুষ-যে বোকা

35. নিম্নলিখিতদের মধ্যে কোনটি বিষাক্ত সাপ নয়?

  • [A] কোবরা
  • [B] ড্রায়োফিস
  • [C] এলাপেস
  • [D] পাইথন

36. নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রকৃত সাপ নয়?

  • [A] গ্লাস স্নেক               
  • [B] সী স্নেক
  • [C] টি স্নেক                  
  • [D] ব্লাইন্ড স্নেক

37. নিম্নলিখিত কোন জোড়াটি তরুণাস্থিযুক্ত মাছের উদাহরণ?

  • [A] হাঙর ও টুনা
  • [C] স্কেটস ও ইলিশ
  • [B] হাঙর ও রে
  • [D] রে ও ঈল

38. নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রকৃত মাছের উদাহরণ নয়?

  • [A] সিলভার ফিস
  • [B] স-ফিস
  • [C] হ্যামার ফিস
  • [D] সাফার ফিস

39. নিম্নলিখিত কোন প্রাণীর কোনো কঙ্কাল নেই?

  • [A] তারা মাছ
  • [B] স্পঞ্জ
  • [C] জেলিফিস
  • [D] সিলভার ফিস

40. নিম্নলিখিতদের মধ্যে কার পাঁজরের সংখ্যা সবচেয়ে বেশি?

  • [A] কুমীর
  • [B] সাপ
  • [C] রে-ফিস
  • [D] উড়ন্ত স্তন্যপায়ী

41. নিন্মোক্ত কোন প্রাণীটিকে ‘জীবন্ত জীবাশ্ম’ বলা হয়?

  • [A] চিংড়ি
  • [B] অ্যামিবা
  • [C] পেরিপেটাস
  • [D] আপেল শামুক

42. ‘সমুদ্রঘোড়া’ (Seahorse) একটি-

  • [A] উদ্ভিদ
  • [B] মাছ
  • [C] স্তন্যপায়ী
  • [D] কোনোটিই নয়

43. নীচের কোন প্রাণীটি আলট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে?

  • [A] হাঙ্গর
  • [B] ডলফিন
  • [C] পোকা
  • [D] হাতি

44. সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণী হল-

  • [A] লাংফিস                 
  • [B] অর্কিওপটেরিক্স
  • [C] পেরিপেটাস             
  • [D] হংসচঞ্চু প্লাটিপাস

45. সরীসৃপ ও পাখির মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণী হল-

  • [A] আর্কিওপটেরক্সি
  • [B] প্লাটিপাস
  • [C] জাভা এপম্যান
  • [D] তিমি

46. কোন প্রাণীটির ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়?

  • [A] মশা
  • [B] প্রজাপতি
  • [C] আরশোলা
  • [D] মৌমাছি

47. কোন স্তন্যপায়ী প্রাণিটি ডিম পাড়ে?

  • [A] ডলফিন
  • [B] হংসচঞ্চু
  • [C] তিমি
  • [D] ডুগং

48. কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের?

  • [A] স্পঞ্জ
  • [B] হাইড্রা
  • [C] কেঁচো
  • [D] শামুক

49. নেকটন হল-

  • [A] জলে ভাসমান জীব
  • [B] জলে সন্তরণশীল জীব
  • [C] জলে নিমজ্জমান জীব
  • [D] জলে নিমজ্জমান উদ্ভিদ

50. অ্যামিবার গমনের অঙ্গ হল-

  • [A] সিলিয়া
  • [B] ফ্লাজেলা
  • [C] প্যারাপোডিয়া
  • [D] সিউডোপোডিয়া/ক্ষণপদ

Answar key

1.B6.D11.A16.C21.D26.A31.D36.A41.C46.C
2.C7.B12.C17.C22.A27.C32.D37.B42.B47.B
3.B8.A13.A18.D23.C28.C33.C38.A43.B48.C
4.D9.B14.A19.B24.C29.B34.A39.D44.D49.B
5.A10.D15.B20.B25.A30.C35.D40.B45.A50.D

Download Life Science PDF

  • Pdf Name  : প্রাণীজগতের শ্রেণীবিন্যাস M.C.Q.pdf
  • Pdf  Size  : 0.2 MB
  • Pdf  price  : FREE
  • Total  Page : 03
  • Download   Pdf  :  Click Here
আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Leave a Comment

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad