ANM GNM Life Science Suggestion: জীবন বিজ্ঞানের জিনবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ M.C.Q প্রশ্ন

Published On:

সামনেই নার্সিং পরীক্ষা।যারা নার্সিং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের কথা ভেবে জীবন বিজ্ঞানের প্রস্তুতিকে আরো উন্নত করবে আজকের এই পোস্ট। আজকে তোমাদের জন্য জীবন বিজ্ঞানের একটি অধ্যায় জিনবিদ্যা থেকে বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন দেয়া হলো। সবশেষে pdf ডাউনলোড অপশন আছে। 

ANM GNM Life Science M.C.Q Suggestion P3

1. মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের ফেনোটাইপ অনুপাত কত?

  • [A] 9:3:3:1
  • [B] 1:1:1:1
  • [C] 3:4:3:1
  • [D] 1:2:1:1

2. মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি V, J, L বা। আকৃতির হয়ে যায়?

  • [A] প্রোফেজ
  • [B] মেটাফেজ
  • [C] অ্যানাফেজ
  • [D] টেলোফেজ

3. নিম্নলিখিত কোন কম্বিনেশনের ক্রোমোজোম থাকলে, একটি শিশু পুরুষ হবে?

  • [A] পিতার X ও মাতার X
  • [B] পিতার Y ও মাতার Y
  • [C] পিতার Y ও মাতার X
  • [D] পিতার Y ও মাতার Y

4. প্রথম কোন বিজ্ঞানী পরীক্ষাগারে আর্টিফিসিয়াল জিন সিন্থেসিস করেন?

  • [A] মিলার
  • [B] খুরানা
  • [C] ডি. প্রিস
  • [D] কেলভিন

5. DNA-এর ডাবল বেলিক্স মডেল কে প্রবর্তন করেন?

  • [A] লিউয়েন হক
  • [B] সালাচ
  • [C] ওয়াটসন ও ক্রিক
  • [D] ডালটন

6. মানব দেহের কোশে উপস্থিত ক্রোমোজোমের সংখ্যা কটি?

  • [A] 46                   
  • [B] 48
  • [C] 50                    
  • [D] 52

7. জীবদেহের বোঝায়? ‘Terminator gene’ বলতে কি

  • [A] যে জিন জীবটিকে মেরে ফেলে।
  • [B] যে জিন বিপাক ক্রিয়াকে বন্ধ করে দেয়
  • [C] যে জিন জীবটিকে (Sterile) করে দেয়
  • [D] যে জিন প্রোটিন বিপাকের সমস্ত পথগুলি বন্ধ করে দেয়

8. DNA কে আবিষ্কার করেন?

  • [A] হরগোবিন্দ খুরানা
  • [B] জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক
  • [C] ফ্রান্সিস ক্রিক ও আলেকজান্ডার ফ্লেমিং…
  • [D] জেমস ওয়াটসন ও হরগোবিন্দ খুরানা।

9. DNA-র গঠনকে ‘দ্বিতন্ত্রী প্যাঁচানো গঠন’ কে বলেন?

  • [A] পিটার মিশেল
  • [B] আঁন্দ্রে জাগেন্দ্রফ
  • [C] আর্নস্ট উরিবি
  • [D] ওয়াটসন ও ক্রিক

10. কোন RNA অণু DNA থেকে বিভিন্ন জেনেটিভ তথ্য পরিবহন করে?

  • [A] t RNA.
  • [B] m. RNA
  • [C] r RNA
  • [D] Sn RNA

11. কোন, রোগের ক্ষেত্রে রোগীর দেহের সোমাটিক কোশে ‘বার বডি’ অনুপস্থিত থাকে?

  • [A] ক্লাইম ফেল্টার সিনড্রোম
  • [B] সিনড্রোম
  • [C] টারনার সিনড্রোম
  • [D] কোনোটিই নয়

ANM GNM Life Science Suggestion: জীবন বিজ্ঞানের প্রাণীজগতের শ্রেণীবিন্যাস থেকে গুরুত্বপূর্ণ M.C.Q প্রশ্ন

12. মিয়োসিস কোশ ‘ক্রসিং-ওভার’ ঘটে? বিভাজনের কোন দশায়

  • [A] লেপ্টোটিন
  • [B] অ্যানাফেজ-1
  • [C] প্যাকাইটিন
  • [D] ডায়াকাইনেসিস

13. তে উপস্থিত পিরিমিডিন বেসগুলি হল-

  • [A] অ্যাডেনিন ও গুয়ানিন
  • [B] থাইমিন ও অ্যাডেনিন
  • [C] সাইটোসিন ও গুয়ানিন
  • [D] থাইমিন ও সাইটোসিন

14. কোশ বিভাজরেন সময়, DNA সংশ্লেষ কোন দশায় সংঘটিত হয়?

  • [A] ইন্টারফেজ
  • [B] অ্যানাফেজ
  • [C] প্রোফেজ
  • [D] টেলোফেজ

15. পতঙ্গ বিরোধী তুলা গাছ তৈরি করা হয়েছে _____ থেকে জিন সংগ্রহ করে।

  • [A] ভাইরাস
  • [B] ব্যাকটেরিয়াম
  • [C] পতঙ্গ
  • [D] উদ্ভিদ

16. যখন একটি জিন একাধিক বৈশিষ্ঠ্যের জন্য দায়ী হয়, তখন তাকে বলা হয়-

  • [A] অ্যাপোমিক্সিস
  • [B] প্লিওট্রপি
  • [C] পলিপ্লয়ডি
  • [D] পলিটেনী

17. কোন দ্রব্যের শিল্পোৎপাদন করার জন্য হাইব্রিডোমা টেকনোলজি নামক বায়োটেকনোলজির ব্যবহার করা হয়?

  • [A] মনোক্লোনাল অ্যান্টিবডি
  • [B] ইনফারন
  • [C] অ্যান্টিবায়োটিক
  • [D] অ্যালকোহল

18. মেন্ডেলের উত্তরাধিকার সূত্র কিসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে?

  • [A] অযৌন জনন
  • [B] অঙ্গজ জনন
  • [C] যৌন জনন
  • [D] উপরের সবকটিই

19. জেনটিক্সের সাথে সম্পর্কিত হল-

  • [A] মেন্ডেলের সূত্র
  • [B] জৈব বিবর্তন
  • [C] DNA-র গঠন
  • [D] উত্তরাধিকার ও ভ্যারিয়েশন

20. একটি স্বাভাবিকম মানব দেহের কোষের ক্রোমোজোম সংখ্যা কত?

  • [A] 43
  • [B] 44
  • [C] 45
  • [D] 46

21. প্রথম ক্লোনড প্রাণী ‘ডলি’ হল একটি-

  • [A] কুকুর
  • [B] খরগোশ
  • [C] বিড়াল
  • [D] ভেড়া

22. নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি ডাউন সিনড্রোমের সঠিক তথ্য নয়?

  • [A] এটি একটি জিনগত রোগ
  • [B] আক্রান্ত ব্যক্তির বার্ধক্য তাড়াতাড়ি আসে
  • [C] আক্রান্ত ব্যক্তির মানসিকভাবে বৃদ্ধি হয় না
  • [D] আক্রান্ত ব্যক্তির ভিজে খাঁজ থাকে

23. নিম্নলিখিত জেনেটিক রোগগুলির মধ্যে কোনটি লিঙ্গ সম্পর্কিত?

  • [A] রয়‍্যাল হিমোফিলিয়া
  • [B] টে-সার্চ রোগ
  • [C] সিস্টিক ফাইব্রোসিস
  • [D] উচ্চ রক্তচাপ

24. কোনো শিশুর পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে নিম্নলিখিত কোন পদ্ধতিটি ব্যবহার করা যেতে পারে?

  • [A] প্রোটিন অ্যানালিসিস
  • [B] DNA-র কোয়ান্টেটিটি ও অ্যানালিসিস
  • [C] ক্রোমোজোম কাউন্টিং
  • [D] DNA ফিঙ্গার প্রিন্টিং

25. জিন হল-

  • [A] DNA-র একটি বিশেষ অংশ যা কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের উত্তরাধিকারীতা নির্ণয় করে
  • [B] দেহ কোশের DNA-র অর্ধাংশ
  • [C] সম্পূর্ণ DNA
  • [D] DNA-র অর্ধাংশ

26. নিম্নলিখিতদের মধ্যে কোনটি উত্তরাধিকার সূত্রে পাওয়া রোগের উদাহরণ?

  • [A] চোখের ছানি
  • [B] হিমোফিলিয়া
  • [C] পেলেগ্রা
  • [D] অস্টিওপোরোসিস

27. একজন বর্ণান্ধের লাল রং-কে মনে হয়-

  • [A] হলুদ
  • [B] নীল
  • [C] সবুজ
  • [D] বেগুনী

28. DNA-র দুটি তন্ত্র পরস্পর যুক্ত থাকে ____ দ্বারা

  • [A] নাইট্রোজেন বন্ধন
  • [B] হাইড্রোজেন বন্ধন
  • [C] কার্বন বন্ধন
  • [D] অক্সিজেন বন্ধন

29. সেক্স ক্রোমোজোম ছাড়া বাকী ক্রোমোজোমগুলিকে বলা হয়-

  • [A] মাইক্রোজোম
  • [B] অ্যালোজোম
  • [C] আইসোক্রোমোজোম
  • [D] অটোসোম

30. ক্রোমোজোম কি দিয়ে গঠিত হয়?

  • [A] DNA
  • [B] প্রোটিন
  • [C] DNA ও প্রোটিন
  • [D] RNA

31. DNA-র পলিনিওক্লিওটাইড চেনে কি কি থাকে?

  • [A] একটি নাইট্রোজেন বেস, ডি-অক্সিরাইবোজ সুগার ও ফসফেট গ্রুপ
  • [B] একটি নাইট্রোজেন বেস, রাইবোজ শর্করা ও ফসফেট গ্রুপ
  • [C] ডি-অক্সিরাইবোজ শর্করা, রাইবোজ শর্করা ও ফসফেট গ্রুপ
  • [D] একটি নাইট্রোজেন বেস ও ফসফেট গ্রুপ

32. DNA-র একটি তন্ত্র থেকে জেনেটিক্ ইনফরমেশন কপি করে RNA তৈরি করার পদ্ধতিকে বলে-

  • [A] ট্রান্সলেশন
  • [B] ট্রান্সকিপশন
  • [C] রেপ্লিকেশন
  • [D] মিউটেশন

33. Anglo-Nubian কোন প্রাণীর প্রজাতির উদাহরণ?

  • [A] ভেড়া
  • [B] ছাগল
  • [C] মুরগী
  • [D] গবাদি পশু

34. কার দ্বারা জন্মের আগেই কোনো শিশুর লিঙ্গ নির্ধারিত হয়ে যায়?

  • [A] পিতারু শুক্রানু
  • [B] মাতার ভ্রুণ
  • [C] A ও B উভয়েই
  • [D] মাতার পুষ্টি

35. থ্যালাসেমিয়া একটি জিনগত রোগ। এটি কাকে প্রভাবিত করে?

  • [A] রক্ত
  • [B] প্লীহা
  • [C] ফুসফুস
  • [D] হৃদপিন্ড

36. পুরুষদের গ্যামেট কোন ক্রোমোজোম বহন করে?

  • [A] X এবং Y উভয় ক্রোমোজোম
  • [B] কেবল Y ক্রোমোজোম
  • [C] X বা Y ক্রোমোজোম
  • [D] কেবল X ক্রোমোজোম

37. হিমোফিলিয়া রোগের জিনটি-

  • [A] অটোজোমাল
  • [B] লিঙ্গ সংযোজিত
  • [C] হোলান্ড্রিক
  • [D] A এবং C উভয়ই

38. অটোজোমবাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগটি হল-

  • [A] হিমোফিলিয়া
  • [B] বর্ণন্ধতা
  • [C] থ্যালাসেমিয়া
  • [D] রাতকানা

39. সেক্স লিংকড ‘জিন’ বহনকারী ক্রোমোজোমকে বলে

  • [A] X ক্রোমোজোম
  • [B] Y ক্রোমোজোম
  • [C] অটোজোম
  • [D] X ও Y ক্রোমোজোমের কিছু অংশ

40. নিম্নোক্ত কোনটি মানুষের বংশগত রোগ নয়?

  • [A] অ্যালঝাইমার ব্যাধি
  • [B] বর্ণান্ধতা
  • [C] ডাউন সিনড্রোম
  • [D] হিমোফিলিয়া

41. মানুষের বংশগতিগত গঠনে পুরুষ বৈশিষ্ট্য হিসেবে দায়ী ক্রোমোজোম হল-

  • [A] XY                       
  • [B] XX
  • [C] XXO                    
  • [D] XO

42. DNA-এর একটি প্যাঁচের মাপ হয়-

  • [A] 34A°
  • [B] 24A°
  • [C] 44A°
  • [D] 54A°

43. DNA এর পিউরিন বেসগুলি হল-

  • [A] থাইমিন ও সাইটোসিন
  • [B] থাইমিন ও অ্যাডিসিন
  • [C] সাইটোসিন ও গুয়ানিন
  • [D] অ্যাডিনিন ও গুয়ানিন

44. হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হল-

  • [A] X লিঙ্কড প্রকটি জিন
  • [B] X লিঙ্কড প্রচ্ছন্ন জিন
  • [C] Y লিঙ্কড জিন
  • [D] অটোজোম

45. ক্যানসারের কারণ হিসেবে নিম্নের কোন জিন সক্রিয় ভূমিকা পালন করে?

  • [A] রেগুলেটরি জিন
  • [B] ক্যাম্পিং জিন
  • [C] স্ট্রাকচারাল জিন
  • [D] অনকোজিন

Answar key

1.A6.A11.C16.B21.D26.B31.A36.C41.A
2.C7.C12.C17.A22.B27.C32.B37.B42.A
3.C8.B13.D18.D23.A28.B33.B38.C43.D
4.B9.D14.A19.D24.D29.D34.A39.A44.B
5.C10.B15.B20.D25.A30.C35.A40.A45.D

Download Life Science PDF

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Leave a Comment

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad