ANM GNM Life Science Suggestion: জীবন বিজ্ঞানের স্বাস্থ, পুষ্টি, রোগসমূহ থেকে গুরুত্বপূর্ণ M.C.Q প্রশ্ন

Published On:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

সামনেই নার্সিং পরীক্ষা।যারা নার্সিং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের কথা ভেবে জীবন বিজ্ঞানের প্রস্তুতিকে আরো উন্নত করবে আজকের এই পোস্ট। আজকে তোমাদের জন্য জীবন বিজ্ঞানের একটি অধ্যায় স্বাস্থ, পুষ্টি, রোগসমূহ থেকে বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন দেয়া হলো। সবশেষে pdf ডাউনলোড অপশন আছে। 

ANM GNM Life Science M.C.Q Suggestion P4

1. পানীয় জলে মাত্রাতিরিক্ত ফ্লুরাইড থাকলে কোন রোগ হয়?

  • [A] ফুসফুসের রোগ
  • [B] ক্ষুদ্রান্তে সংক্রমণ
  • [C] ফ্লুরোসিস
  • [D] রিকেট

2. নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রোটিনের অভাবজনিত রোগের উদাহরণ?

  • [A] পেলেগ্রা
  • [B] রিকেট
  • [C] কোয়াশিওকর
  • [D] রেটিনোব্লাস্টোমা

3. কোনটিতে ক্যালশিয়াম সামগ্রী সর্বাধিক থাকে?

  • [A] বাজরা
  • [B] ভুট্টা
  • [C] জোয়ার
  • [D] গম

4. ম্যালিগন্যন্ট ম্যালেরিয়া কে ঘটায়?

  • [A] প্লাসমোডিয়াম ওভালে
  • [B] প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম
  • [C] প্লাসমোডিয়াম ভাইভাক্স
  • [D] প্লাসমোডিয়াম ম্যালেরি

5. কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে?

  • [A] পোস্ত
  • [B] সিঙ্কোনো
  • [C] চন্দন
  • [D] তাল

6. কিসের অভাবে ‘গয়টার’ রোগ হয়?

  • [A] ভিটামিন A
  • [B] ভিটামিন D
  • [C] আয়োডিন
  • [D] কোনোটিই নয়

7. একজন পূর্ণ বয়স্ক মানুষের হৃদস্পন্দনের হার কত হওয়া উচিত?

  • [A] প্রতি মিনিটে 50-60 বার
  • [B] প্রতি মিনিটে 70-80 বার
  • [C] প্রতি মিনিটে 40-50 বার
  • [D] প্রতি মিনিটে 90-100 বাব

8. কিসের কারণে ‘White Lung Cancer’ রোগ হয়?

  • [A] অ্যাসবেস্টস
  • [B] সিলিকা
  • [C] কাগজ
  • [D] বস্ত্র সামগ্রী

9. কার বিষক্রিয়ার ফলে ‘ব্ল‍্যাক ফুট ডিজিজ’ হয়?

  • [A] ফ্লুরাইড
  • [B] ক্যাডমিয়াম
  • [C] আর্সেনিক
  • [D] লেড

10. নিম্নলিখিত কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট-র উদাহরণ নয়?

  • [A] ম্যাগনেশিয়াম
  • [B] ক্যালশিয়াম
  • [C] আয়রণ
  • [D] পটাশিয়াম

11. যে সব ব্যক্তির হৃদরোগ ও উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে নিম্নলিখিতদের মধ্যে কোনটিকে ‘good cholesterol’ হিসাবে ধরা হবে?

  • [A] উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন (HDL)
  • [B] স্বল্প ঘনত্বের লাইপোপ্রোটিন
  • [C] ট্রাইগ্লিসারাইড
  • [D] ফ্যাটি অ্যাসিড সমূহ

12. দেশে শক্তির উৎস হল গ্লুকোজ। গ্লুকোজের অণু নিম্নলিখিত কোন প্রকারের?

  • [A] কার্বোহাইড্রেট
  • [B] প্রোটিন
  • [C] ফ্যাট
  • [D] নিউক্লিক অ্যাসিড

13. নিম্নলিখিত কোন অ্যান্টি-মাইক্রোবিয়াল ড্রাগটি যক্ষা *ও কুষ্ঠ উভয়ের চিকিৎসার জন্যই ব্যবহৃত হয়?

  • [A] আইসোনিয়াজিড
  • [B] P-অ্যামাইনোস্যালিসাইলিক অ্যাসিড
  • [C] স্ট্রেপটোমাইসিন
  • [D] রিফ্যামপিসিন

14. কোন পদার্থে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সবথেকে কম পরিমাণে থাকে?

  • [A] ফিস লিভার অয়েল
  • [B] সূর্যমুখী তেল
  • [C] ভেজিটেবল অয়েল
  • [D] নারকেল তেল

15. পেশি সংকোচনের জন্য মানব দেহে কোন খনিজ মৌলের দরকার হয়?

  • [A] ক্যালশিয়াম, পটাশিয়াম
  • [B] আয়রন
  • [C] ক্যালশিয়াম, সোডিয়াম, আয়রন
  • [D] ক্যালশিয়াম, সোডিয়াম

16. নিম্নলিখিত কোন মৌল ভালো দাঁত গঠনের জন্য অল্প পরিমাণে প্রয়োজন, কিন্তু বেশি পরিমাণে গ্রহণ করলে দাঁতের ক্ষয় ঘটাতে পারে?

  • [A] লোহা
  • [B] ক্লোরাইড
  • [C] ফ্লুরাইড
  • [D] পটাশিয়াম

17. নিম্নলিখিতদের মধ্যে কোনটি ক্যালশিয়াম উত্তম উৎস নয়?

  • [A] ভাত
  • [B] রাগী
  • [C] স্কিমড মিক্স
  • [D] ডিম

18. ‘অস্টিওপোরোসিস’ নামক রোগের দ্বারা মানব দেহের কোন অংশ ক্ষতিগ্রস্ত নয়?

  • [A] মস্তিষ্ক
  • [B] হাড়
  • [C] কিডনী
  • [D] ফুসফুস

19. ইনভল্যানট্যারি অ্যাকশন যেমন রক্তচাপ, লালা পড়া এবং বমি নিয়ন্ত্রণ করে-

  • [A] স্পাইন্যাল কর্ড
  • [B] পনস
  • [C] সেরিবেলাম
  • [D] মেডুলা

20. রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয়-

  • [A] ড্রোনস
  • [B] ভেক্টর
  • [C] কন্ডাকটর
  • [D] ট্রান্সমিটার

21. নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী?

  • [A] স্টেপটোকক্কাস
  • [B] স্ট্যাফিলোকক্কাস
  • [C] ল্যাকটোব্যাসিলাস
  • [D] সালমোনেল্লা

22. সংক্রামক রোগীর মলমূত্র জলে মিশে গেলে ঐ দূষিত জল থেকে ছড়ায় এমন একটি রোগ হলব-

  • [A] ক্যানসার
  • [B] কলেরা
  • [C] যক্ষা
  • [D] অ্যাজমা

23. ‘Athelete foot’ রোগ হওয়ায় কারণ হল-

  • [A] ব্যাকটেরিয়া
  • [B] ছত্রাক
  • [C] প্রোটোজোয়া
  • [D] নিমাটোডা

24. শিশুদের দেহে পরিলক্ষিত ‘কোয়াশিরকর রোগ’-র কারণ হল-

  • [A] পর্যাপ্ত কার্বহাইড্রেট কিন্তু ডায়েট ফ্যাটের ঘাটতি
  • [B] ডায়েটে পর্যাপ্ত কার্বহাইড্রেট কিন্তু প্রোটিনের অভাব থাকা
  • [C] ডায়েটে পর্যাপ্ত ভিটামিন কিন্তু ফ্যাটের ঘাটতি থাকা
  • [D] ডায়েটে পর্যাপ্ত ফ্যাট কিন্তু ভিটামিনের ঘাটতি থাকা

25. যেসব ব্যক্তি অত্যন্ত বেশি শারীরিক পরিশ্রমের কাজ করেন, তাদের হাত ও পায়ের তলার চামড়া অনেক বেশি পুরু হয়ে যায়। এর জন্য দায়ী হল-

  • [A] পুরু এপিডারমিস
  • [B] পুরু ডারমিস
  • [C] পুরু সাবকিউটেনাস কলা
  • [D] উপরোক্ত সবকটিই

26. নিম্নলিখিতদের মধ্যে কোনটি 14 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ?

  • [A] প্রোটিন
  • [B] ভিটামিন
  • [C] ফ্যাট
  • [D] দুধ

27. ‘Hay Fever’ কিসের নির্দেশ করে?

  • [A] অপুষ্টি
  • [B] অ্যালার্জি
  • [C] বার্ধক্য
  • [D] অতিরিক্ত পরিশ্রম

28. ‘গ্লুকোমা’ কিসের রোগ?

  • [A] ত্বক
  • [B] ফুসফুস
  • [C] যকৃত
  • [D] চোখ

29. কোন মৌলের দূষণের ফলে মানবদেহে বৃক্কের রোগ হয়?

  • [A] ক্যাডমিয়াম
  • [B] লোহা
  • [C] কোবাল্ট
  • [D] কার্বন

30. কোন রোগের অপর নাম ‘Locked Jaw Disorder’?

  • [A] টিটেনাস
  • [B] মাসকুলার ডিসঅর্ডার
  • [C] টাইফয়েড
  • [D] ফাইলেরিয়াসিস

31. ‘Pneumoconiosis’ কারখানায় কাজ করা শ্রমিকদের দেহে দেখা যায়? রোগ সাধারণত কোন

  • [A] ট্যানারি
  • [B] কয়লাখনি
  • [C] কাঁচ শিল্প
  • [D] স্পিরিট

32. কোন ধরনের খাদ্য গ্রহণ করার ফলে ‘Ergotism’ রোগ হয়?

  • [A] দূষিত শস্য
  • [B] পচে যাওয়া শাক সবজী
  • [C] দূষিত জল
  • [D] সুসিদ্ধ খাবার

ANM GNM Life Science Suggestion: জীবন বিজ্ঞানের জিনবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ M.C.Q প্রশ্ন

33. নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি ভাইরাসঘটিত রোগ নয়?

  • [A] কলেরা
  • [B] চিকেন পক্স
  • [C] হেপাটাইটিস
  • [D] হাম

34. খাবারে কোন পদার্থের আধিক্যের জন্য ‘Lathyrism’ নামক রোগ হয়?

  • [A] খেসারির ডাল
  • [B] সর্ষের তেল
  • [C] চাল
  • [D] মাশরুম

35. নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি পতঙ্গবাহিত রোগ নয়?

  • [A] বেরিবেরি
  • [B] কালাজ্বর
  • [C] ম্যালেরিয়া
  • [D] প্লেগ

36. ‘Break bone fever’-র অপর নাম কি?

  • [A] টাইফয়েড
  • [B] রাইনাইটিস
  • [C] ইয়েলো ফিভার
  • [D] ডেঙ্গু

37. নিম্নলিখিতদের মধ্যে কোনটি যৌন সংক্রামিত রোগের উদাহরণ নয়?

  • [A] সিফিলিস
  • [B] গনোরিয়া
  • [C] স্কার্ভি
  • [D] হেপাটাইটিস-B

38. কোনো রোগীকে পরীক্ষা করার পর, ডাক্তার যদি তাকে ওষুধ হিসাবে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে বলেন, তবে রোগী কোন রোগে আক্রান্ত?

  • [A] অস্টিওপোরোসিস
  • [B] অ্যানিমিয়া
  • [C] গয়টার
  • [D] প্রোটিনের অভাব

39. ‘Tiger Mosquito’ কাকে বলা হয়?.

  • [A] অ্যানোফিলিস
  • [B] কিউলেক্স
  • [C] এডিস
  • [D] ম্যানসয়েড

40. ‘সুষম খাদ্য’-র উদাহরণ হল-

  • [A] ভাত
  • [B] দুধ
  • [C] মাংস
  • [D] মাছ

41. মানব দেহে শর্করা কি রূপে সঞ্চিত থাকে?

  • [A] গ্লুকোজ
  • [B] স্টার্চ
  • [C] গ্লাইকোজেন
  • [D] সুক্রোজ

42. নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কাজ জৈবিক মূল্য সবথেকে বেশি?

  • [A] ডিম
  • [B] দুধ
  • [C] সয়াবিন
  • [D] মাংস

43. 2012 সালে WHO ভারতবর্ষকে কোন রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করে?

  • [A] পোলিও
  • [B] টিউবারকিউলোসিস
  • [C] চিকেন পক্স
  • [D] স্মল পক্স

44. ‘মাম্পস’ রোগটি কোন অংশের প্রদাহ কারণে হয়?

  • [A] সাবলিঙ্গুয়াল গ্রন্থি
  • [B] সাবম্যাক্সিলারি গ্রন্থি
  • [C] প্যারোটিড গ্রন্থি
  • [D] ইনফ্রা-অরবিটাল গ্রন্থি

45 . ‘অ্যাথলিটস ফুট’ বা ক্রীড়াবিদের পাদদেশে একধরনের ফাঙ্গাল সংক্রমণ ঘটে যার কারণ হল-

  • [A] এপিডার্মোফাইটন
  • [B] ট্রাইকোফাইটন
  • [C] পেনিসিলিন
  • [D] ক্যানডিজ অ্যালবিকানস

46. ক্যান্সার শনাক্ত করার জন্য কোন পরীক্ষা করা হয়?

  • [A] ইউরিন টেস্ট
  • [B] রক্ত পরীক্ষা
  • [C] বায়োপসি
  • [D] X-রশ্মি পরীক্ষী

Answar key

1.C6.C11.A16.C21.C26.A31.B36.D41.C46.C
2.C7.B12.A17.B22.B27.B32.A37.C42.B
3.A8.A13.D18.C23.B28.D33.A38.B43.A
4.B9.C14.C19.D24.B29.A34.A39.C44.C
5.B10.C15.A20.D25.D30.A35.A40.B45.A

Download Life Science PDF

  • Pdf Name  : স্বাস্থ, পুষ্টি, রোগসমূহ M.C.Q.pdf
  • Pdf  Size  : 0.2 MB
  • Pdf  price  : FREE
  • Total  Page : 04
  • Download   Pdf  :  Click Here
আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Leave a Comment

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
Sorry this site disable right click
Sorry this site disable selection
Sorry this site is not allow cut.
Sorry this site is not allow copy.
Sorry this site is not allow paste.
Sorry this site is not allow to inspect element.
Sorry this site is not allow to view source.