ANM GNM Life Science Suggestion: জীবন বিজ্ঞানের হরমোন থেকে গুরুত্বপূর্ণ M.C.Q প্রশ্ন

Last Updated:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

সামনেই নার্সিং পরীক্ষা।যারা নার্সিং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের কথা ভেবে জীবন বিজ্ঞানের প্রস্তুতিকে আরো উন্নত করবে আজকের এই পোস্ট। আজকে তোমাদের জন্য জীবন বিজ্ঞানের একটি অধ্যায় হরমোন থেকে বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন দেয়া হলো। সবশেষে pdf ডাউনলোড অপশন আছে। 

ANM GNM Life Science M.C.Q Suggestion P5

1. কোন উদ্ভিদ হরমোন কাণ্ডের বৃদ্ধিতে সহায়তা করে?

  • [A] জিব্বেরেলিন
  • [B] সাইটোকাইনিন
  • [C] অক্সিন
  • [D] ইনসুলিন

2. নিম্নলিখিত কোন হরমোনে পেপটাইড চেন থাকে?

  • [A] অক্সিটোসিন
  • [B] কার্টিকোট্রফিন
  • [C] ইনসুলিন
  • [D] কার্টিসোন

3. 17 বছর বয়সী একজন ছেলের দেহে বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলি দেখা না যায়, তাহলে তার দেহে কিসের অভাব আছে?

  • [A] গ্রোথ হরমোন
  • [B] টেস্টোস্টেরন
  • [C] প্রোজেস্টেরন
  • [D] ইস্ট্রোজেন

4. রাসায়নিকভাবে হরমোন হল আসলে-

  • [A] অ্যামাইনো অ্যাসিড
  • [B] ফ্যাটি অ্যাসিড
  • [C] প্রোটিন
  • [D] স্টেরয়ড

5. কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে?

  • [A] অ্যাড্রেনালিন
  • [B] পিট্যুইটারী ক্ষরিত হরমোন
  • [C] থাইরয়েড
  • [D] অ্যালডোস্টেরন

6. ইনসুলিন-র টার্গেট কোশ কি?

  • [A] লোহিত রক্তকণিকা
  • [B] বৃক্কের কোশসমূহ
  • [C] ক্ষুদ্রান্ত্রের কোশসমূহ
  • [D] উপরোক্ত কোনোটিই নয়

7. নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন?

  • [A] NAA
  • [B] IAA
  • [C] 2, 4-D
  • [D] IBA

8. কোন হরমনো বয়ঃসন্ধিকালে ছেলেদের মধ্যে পুরুষালি পরিবর্তন আনতে সাহায্য করে?

  • [A] থাইরক্সিন
  • [B] টেস্টোস্টেরন
  • [C] প্রাণী হরমোন
  • [D] ইনসুলিন

9. মানবদেহের কোন গ্রন্থি পিট্যুটারীর নিঃসরণকে নিয়ন্ত্রণ করে?

  • [A] অ্যাড্রেনাল গ্রন্থি
  • [B] হাইপোথ্যালামাস গ্রন্থি
  • [C] থাইমাস গ্রন্থি
  • [D] থাইরয়েড গ্রন্থি

10. ওরাল কনট্রাসেপ্টিভ হিসাবে কোন হরমোন ব্যবহার করা হয়?

  • [A] অ্যালডোস্টেরন
  • [B] কর্টিসোন
  • [C] প্রোজেস্টেরন
  • [D] টেস্টোস্টেরন
বিষয়Download Now
প্রাণী কলা View
প্রাণীজগতের শ্রেণীবিন্যাসView
জিনবিদ্যা View
স্বাস্থ, পুষ্টি, রোগসমূহView

11. নিম্নলিখিত কোন গ্রন্থিটি বহিঃক্ষরা ও অন্তঃরক্ষা উভয় হিসাবে কাজ করে না?

  • [A] পিট্যুইটারী
  • [B] অগ্ন্যাশয়
  • [C] টেস্টিস
  • [D] ডিম্বাশয়

12. ল্যাক্টোজেনিক হরমোন নিঃসরণ করে-

  • [A] ডিম্বাশয়
  • [B] পিট্যুইটারী
  • [C] স্তনগ্রন্থি
  • [D] প্ল্যাসেন্টা

13. নিম্নলিখিতদের মধ্যে কোনটি গ্রন্থির উদাহরণ নয়?

  • [A] থাইরয়েড
  • [B] গ্যাস্ট্রিন
  • [C] লিভার
  • [D] অগ্ন্যাশয়

14. মানবদেহে ‘Master gland’ নামে পরিচিত কোন গ্রন্থি?

  • [A] অগ্ন্যাশয়
  • [B] পিট্যুইটারী
  • [C] আড্রিনাল
  • [D] থাইরয়েড

15. দেহের সবচেয়ে ছোটো গ্রন্থি কোনটি?

  • [A] লিভার
  • [B] থাইরয়েড
  • [C] পিট্যুইটারী
  • [D] লালাগ্রন্থি

16. কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণ করার জন্য উদ্দীপিত করে?

  • [A] সোমাটোট্রপিন
  • [B] অক্সিটোসিন
  • [C] ইন্টারফেরন
  • [D] TSH

17. কোন হরমোনের কম ক্ষরণের ফলে মানবদেহের ‘গায়টার’ রোগ হয়?

  • [A] ইস্ট্রোজেন
  • [B] থাইরক্সিন
  • [C] অক্সিটোসিন
  • [D] ইনসুলিন

18. নিম্নলিখিতদের মধ্যে কোনটি Female Sex Hormone?

  • [A] ইস্ট্রোজেন
  • [B] অ্যান্ড্রোজেন
  • [C] অক্সিটোসিন
  • [D] ইনসুলিন

19. Sex Hormone কে আবিষ্কার করেন?

  • [A] Dreser
  • [B] Eugen Steinach
  • [C] Edward Calvin
  • [D] Samuel Cohen

20. উত্তেজিত অবস্থায় কোন হরমোন প্রচুর পরিমাণে ক্ষরিত হয়?

  • [A] কর্টিসোন
  • [B] সেরোটোনিন
  • [C] অ্যাড্রিনালিন
  • [D] এস্ট্রোজেন

21. ইনসুলিনে কোন ধাতু উপস্থিত থাকে?

  • [A] তামা
  • [B] লোহা
  • [C] জিঙ্ক
  • [D] ম্যাগনেশিয়াম

22. নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কাকে ‘Master gland’ বলা হয়?

  • [A] থাইরয়েড
  • [B] আড্রেনাল গ্রন্থি
  • [C] পিট্যুইটারী
  • [D] প্যানক্রিয়াস

23. নিম্নলিখিতদের মধ্যে কোনটি রক্তচাপের সাথে- সম্পর্কিত?

  • [A] যকৃত
  • [B] টেস্টিস
  • [C] প্যানক্রিয়াস
  • [D] অ্যাড্রেনাল

24. পিট্যুইটারী গ্রন্থি কোথায় অবস্থিত?

  • [A] হৃদপিণ্ডের তলদেশে
  • [B] মস্তিষ্কের তলদেশে
  • [C] ঘাড়ে
  • [D] পেটে

25. মানবদেহে সবচেয়ে বড়ো অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি?

  • [A] থাইরয়েড
  • [B] প্যারাথাইরয়েড
  • [C] অ্যাড্রেনাল
  • [D] পিট্যুইটারী

26. ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন কোন অংশকে নিয়ন্ত্রণ করে ও বৃদ্ধি ঘটাতে সাহায্য করে?

  • [A] পিট্যুইটারী গ্রন্থি
  • [B] থাইরয়েড গ্রন্থি
  • [C] স্তনগ্রন্থি
  • [D] সুপ্রা-রেনাল গ্রন্থি

27. নিম্নলিখিত কোন কোশ ইনসুলিন ক্ষরণ করে?

  • [A] আলফা কোশ
  • [B] ডেল্টা কোশ
  • [C] স্নায়ু কোশ
  • [D] বিটা কোশ

28. ইনসুলিন কোন ধাতু উপস্থিত থাকে?

  • [A] লোহা
  • [B] জিঙ্ক
  • [C] কোবাল্ট
  • [D] ম্যাঙ্গানিজ

29. মানবদেহের সবচেয়ে বড়ো মিশ্রগ্রন্থি হল-

  • [A] থাইমাস
  • [B] লিভার
  • [C] অগ্ন্যাশয়
  • [D] প্লীহা

30. কাকে ‘Emergency Hormone’ বলা হয়?

  • [A] ইনসুলিন
  • [B] অ্যাড্রেনালিন
  • [C] ইস্ট্রোজেন
  • [D] অক্সিটোসিন

31. ‘Life Saving Hormone’ কাকে বলা হয়?

  • [A] অ্যাড্রোনাল
  • [B] পিট্যুইটারী
  • [C] থাইরয়েড
  • [D] সবকটিই

32. নিম্নলিখিত কোন গ্রন্থি মানবদেহে একজোড়া উপস্থিত থাকে?

  • [A] অ্যাড্রেনাল
  • [B] লিভার
  • [C] অগ্ন্যাশয়
  • [D] পিনিয়াল

33. মানবদেহে কোন হরমোন রক্তের ক্যালশিয়াম ও ফসফেটকে নিয়ন্ত্রণ করে?

  • [A] গ্লুকাগন
  • [B] গ্রোথ হরমোন
  • [C] প্যারাথাইরয়েড
  • [D] থাইরক্সিন

34. মানবদেহে ‘Cowper’s Gland’ কার সাথে সম্পর্কিত?

  • [A] পৌষ্টিক তন্ত্র
  • [B] অন্তঃক্ষরা তন্ত্র
  • [C] জনন তন্ত্র
  • [D] স্নায়ুতন্ত্র

35. কোন হরমোনের পরিমাণ বৃদ্ধি স্ত্রীদেহে ovulation কে উদ্দীপিত করে?

  • [A] LH
  • [B] ইস্ট্রোজেন
  • [C] FSH
  • [D] প্রোজেস্টেরন

36. ইনসুলিন কে আবিষ্কার করেন?

  • [A] F. Banting
  • [B] Edward Jenner
  • [C] Ronald Ross
  • [D] Ferederick Sanger

37. হরমোন ইনসুলিন হল-

  • [A] গ্লাইকোলিপিড
  • [B] ফ্যাটি অ্যাসিড।
  • [C] পেপটাইড
  • [D] স্টেরল

38. থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য উদ্দীপিত করে কোন হরমোন?

  • [A] TSH
  • [B] FSH
  • [C] LTN
  • [D] ACTH

39. দুধ সংগ্রহ করার সময় গরু ও মহিষের দেহে কোন হরমোন প্রয়োগ করা হয়?

  • [A] সোমাটোট্রিপিন
  • [B] অক্সিটোসিন
  • [C] ইন্টারফেরন
  • [D] ইনসুলিন

40. ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি শরীরের রক্ত থেকে কি নিষ্কাশন করার জন্য ঘন ঘন জল পান করেন?

  • [A] গ্লুকোজ
  • [B] ইনসুলিন
  • [C] গ্লুকাগন
  • [D] লবণ

41. থাইমাস গ্রন্থি কোন হরমোন ক্ষরণ করে?

  • [A] থাইরক্সিন
  • [B] থাইমোসিন
  • [C] থাইরোনিন
  • [D] ক্যালশিটোনিন

42. নীচের দেওয়া কোন হরমোনটি ক্ষরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে ওভিলিউশন পদ্ধতি শুরুর সময়?

  • [A] লিউটেনাইজিং হরমোন
  • [B] থাইরয়েড
  • [C] প্রজেস্টরন
  • [D] ইস্ট্রোজেন

43. নীচের কোনটি অন্তঃস্রাবী গ্রন্থি নয়?

  • [A] অ্যান্ড্রিনাল গ্রন্থি
  • [B] পিটুইটারি গ্রন্থি
  • [C] লালা গ্রন্থি
  • [D] থাইরয়েড গ্রন্থি

44. কোন অন্তঃক্ষরা গ্রন্থি 14 -16 বছর বয়সে দেহ থেকে অবলুপ্ত হয়ে যায়?

  • [A] প্লিহা
  • [B] থাইমাস
  • [C] অগ্ন্যাশয়
  • [D] থাইরয়েড

45. নীচের কোনটি স্টেরয়েড হরমোন?

  • [A] রিল্যাক্সিন
  • [B] ইনসুলিন
  • [C] প্রোজেস্টেরন
  • [D] থাইরক্সিন

46. ইনসুলিন অনুর গঠন কে আবিষ্কার করেন?

  • [A] অ্যাডওয়ার্ড জেনার
  • [B] রোলান্ড রস
  • [C] ফ্রেডারিক স্যাঙ্গার
  • [D] উপরের সকলে

47. কী সেচন করে ফলের পতন রোধ করা যায়?

  • [A] IAA
  • [B] অ্যাবসিসিক অ্যাসিড
  • [C] NAA
  • [D] সাইটোকাইনিন

48. কীসের দ্বারা উদ্ভিদের প্রাথমিক ও গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়?

  • [A] অক্সিন
  • [B] জিব্বেরেলিন
  • [C] সাইটোকাইনিন
  • [D] অ্যাবসিসিক অ্যাসিড

Answar key

1.C6.D11.A16.D21.C26.C31.A36.A41.B46.C
2.C7.B12.D17.B22.C27.D32.A37.C42.A47.D
3.B8.B13.B18.A23.D28.B33.C38.A43.C48.D
4.C9.B14.B19.B24.B29.C34.C39.B44.B49.
5.D10.C15.C20.C25.A30.B35.A40.A45.C50.

Download Life Science PDF

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Leave a Comment

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad