সামনেই নার্সিং পরীক্ষা।যারা নার্সিং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের কথা ভেবে জীবন বিজ্ঞানের প্রস্তুতিকে আরো উন্নত করবে আজকের এই পোস্ট। আজকে তোমাদের জন্য জীবন বিজ্ঞানের একটি অধ্যায় রোগ জীবাণু থেকে বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন দেয়া হলো। সবশেষে pdf ডাউনলোড অপশন আছে।
ANM GNM Life Science M.C.Q Suggestion Theory of Disease
1. ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন?
- [A] লিউয়েন হুক
- [B] লুই পাস্তুর
- [C] রবার্ট হুক
- [D] রবার্ট কক
2. পৃথিবীর ঝাড়ুদার কাকে বলে?
- [A] ব্যাকটেরিয়া
- [B] ভাইরাস
- [C] শৈবাল
- [D] ছত্রাক
3. নিম্নলিখিত কোনটি জলবাহিত ভাইরাস?
- [A] হেপাটাইটিস A
- [B] হেপাটাইটিস B
- [C] হেপাটাইটিস C
- [D] হেপাটাইটিস E
4. ব্যকটেরিওফাজ কি?
- [A] একটি ভাইরাস
- [B] কৃত্রিম পুষ্টি মাধ্যমে গড়া ওঠা ব্যকটেরিয়া
- [C] রোগসৃষ্টিকারী ছত্রাক
- [D] ফ্যাগোসাইটিক প্রোটোজোয়া
5. বহু ব্যবহৃত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোথা থেকে পাওয়া যায়?
- [A] শৈবাল
- [B] ছত্রাক
- [C] লাইকেন
- [D] অ্যাঞ্জিওস্পার্ম
বিষয় | Download Now |
---|---|
প্রাণী কলা | View |
প্রাণীজগতের শ্রেণীবিন্যাস | View |
জিনবিদ্যা | View |
স্বাস্থ, পুষ্টি, রোগসমূহ | View |
হরমোন | View |
ভিটামিন | View |
6. ‘Cerebral Malaria’ কে ঘটায়?
- [A] প্লাসমোডিয়াম ভাইভাক্স
- [B] প্লাসমোডিয়াম ম্যালেরি
- [C] প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম
- [D] কোনোটিই নয়
7. নিম্নলিখিতদের মধ্যে কোনটি ছত্রাকঘটিত রোগ?
- [A] পোলিও
- [B] ম্যালেরিয়া
- [C] ডার্মাটাইটিস
- [D] কলেরা
8. AIDS রোগের জীবাণু কি?
- [A] ব্যকটেরিয়া
- [B] ভাইরাস
- [C] প্রোটোজোয়া
- [D] কৃমি
9. জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছাড়ায়?
- [A] মশা
- [B] কুকুর
- [C] বিড়াল
- [D] পাখি
10. AIDS-র পুরো নাম কি?
- [A] এক্সেস ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম
- [B] একোয়ারড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম
- [C] একোয়ারড ইমিউনো ডেফিসিয়েন্সি সিস্টেম
- [D] একোয়ারড ইমিউনো ডেফিসিয়েন্সি সিস্ট
11 . HIV ছড়ায়-
- [A] খাবার ভাগের মাধ্যমে/একই খাবার খেলে
- [B] একই বিছানা ব্যবহার করলে
- [C] ইঞ্জেকশনের একই সুঁচ ব্যবহার করলে
- [D] করমর্দন দ্বারা
12. 1998 সালে ‘নিপা ভাইরাস’ প্রথম নজরে আসে-
- [A] বাংলাদেশে
- [B] ভারতে
- [C] ইন্দোনেশিয়াতে
- [D] মালয়েশিয়াতে
13. রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয়-
- [A] ড্রোনস
- [B] কন্ডাকটর
- [C] ভেক্টর
- [D] ট্রান্সমিটার
14. পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন?
- [A] জোনাস সল্ক
- [B] এলি হুইটনি
- [C] কোনরাড জুস
- [D] পাস্তুর
15. ডেঙ্গু রোগের জীবাণু বহন করে-
- [A] এডিস মশা
- [B] অ্যানোফিলিস মশা
- [C] কিউলেক্স মশা
- [D] কোনোটাই নয়
16. লিউয়েন হুক প্রথম সজীব কোশ কোথায় দেখেন?
- [A] পুকুরের জলে
- [B] সমুদ্রের জলে
- [C] মাটিতে
- [D] মাবনদেহে
17. জলে থাকা জীবাণুকে নষ্ট করে প্রক্রিয়া।
- [A] বাষ্পীভবন
- [B] জলশোষী
- [C] স্ফুটন
- [D] শুষ্ককরণ
18. HIV ভাইরাস নিম্নলিখিত কোন কোশকে ধ্বংস করে, যার ফলে একজন ব্যক্তির অনাক্রম্যতা কমে যায়?
- [A] লিম্ফোসাইট
- [B] থ্রম্বোসাইট
- [C] এরিথ্রোসাইট
- [D] মাস্ট কোশ
19. Bacille Calmette-Guerin টিকা (BCG টিকা) কোন প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়?
- [A] যক্ষ্মা
- [B] টাইফয়েড
- [C] পোলিও
- [D] জন্ডিস
20. নিম্নলিখিত কোনটি ভাইরাসঘটিত রোগ?
- [A] টিটেনাস
- [B] রুবেলা
- [C] কুষ্ঠ
- [D] ম্যালেরিয়া
21. হেপাটাইটিস রোগের কারণ হল
- [A] ভাইরাস
- [B] ব্যকটেরিয়া
- [C] পরজীবী
- [D] ছত্রাক
22. পেনসিলিন কে আবিষ্কার করেন?
- [A] থিওডোর মাইসান
- [B] গ্যালিলিও গ্যালিলেই
- [C] টরিসেলী
- [D] আলেকজান্ডার ফ্লেমিং
23. কোন রোগ প্রতিরোধ করার জন্য রোটা ভাইরাস ভ্যাকসিন ব্যবহার করা হয়?
- [A] ডায়ারিয়া
- [B] পোলিও
- [C] হেপাটাইটিস
- [D] AIDS
24. অ্যানথ্রাক্স রোগের জন্য দায়ী হল-
- [A] ব্যকটেরিয়া
- [B] ছত্রাক
- [C] প্রোটোজোয়া
- [D] ভাইরাস
25. কোন জীব কালাজ্বর রোগটি ঘটায়?
- [A] অ্যাজোটোব্যক্টর
- [B] ক্লসট্রিডিয়াম
- [C] E. Coli
- [D] লিসম্যানিয়া
26. AIDS রোগের জীবাণু HIV ভাইরাসের উপস্থিতির Confirmatory test হল-
- [A] CDR কাউন্ট
- [B] ওয়েস্টার্ন ব্লট টেস্ট
- [C] ELISA টেস্ট
- [D] PCR
27. নিম্নলিখিতদের মধ্যে কোন উক্তি/উক্তিগুলি সঠিক?
- ভাইরাসের দেহে প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করার জন্য জরুরী উৎসেচক উপস্থিত থাকে না।
- ভাইরাস যে-কোনো সিন্থেটিক মাধ্যমে কালচার করা যায়
- এক জীবদেহে থেকে অন্য জীবদেহে ভাইরাস কেবলমাত্র বায়োলজিক্যাল ভেক্টরের মাধ্যমে ছড়াতে পারে
- [A] কেবল (i)
- [B] (ii) ও (iii)
- [C] (i) ও (iii)
- [D] (i), (ii), (iii)
28. নিম্নলিখিতদের মধ্যে কোন ছত্রাক ‘Bread Mould’ নামে খ্যাত?
- [A] সিনসাইট্রিয়াম
- [B] রাইজোপাস
- [C] অ্যাসপারজিলাম
- [D] পেনিসিলিয়াম
29. নিম্নলিখিত কোন মুক্ত ব্যকটেরিয়া নাইট্রোজেন বন্ধনে সাহায্য করে?
- [A] অ্যাজোটোব্যাক্টর
- [B] অ্যানাবিনা
- [C] অ্যাজোলা
- [D] নস্টক
30. নিম্নলিখিত কোন ধরনের আণুবীক্ষনিক জীবকে শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়?
- [A] ব্যকটেরিয়া
- [B] ব্যকটেরিয়া ও ছত্রাক
- [C] ব্যাকটেরিয়া ও শৈবাল
- [D] ব্যকটেরিয়া, অণু-শৈবাল ও ছত্রাক
31. নিম্নলিখিত কোন শস্য উৎপন্ন হওয়ার ক্ষেত্রে নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি উপযোগী?
- [A] গম
- [B] ধান
- [C] ডাল
- [D] ভুট্টা
32. রেফ্রিজারেশন হল একধরনের প্রক্রিয়া, যার মাধ্যমে-
- [A] ব্যকটেরিয়া নষ্ট হয়ে যায়
- [B] ব্যকটেরিয়া বৃদ্ধি ব্যহত হয়
- [C] ব্যকটেরিয়া নিষ্ক্রিয় হয়ে যায়
- [D] ব্যকটেরিয়ার সাইটোপ্লাজম সংকুচিত হয়ে যায়
33. যে ব্যকটেরিয়া দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে, তা হল-
- [A] মাইকোব্যকটেরিয়াম
- [B] স্ট্যাফিলোকক্কাস
- [C] ল্যাক্টোব্যাসিলাস
- [D] ইস্ট
34. ব্যকটেরিয়ার ক্রোমোজোম সংক্রান্ত নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক?
- ব্যকটেরিয়ার সর্বদা একক ক্রোমোজোম থাকে।
- ব্যকটেরিয়ার ক্রোমোজোম গোলাকার হয়।
- [A] কেবল (i)
- [B] কেবল (ii)
- [C] (i) ও (ii)
- [D] কোনোটিই নয়
35. ভাইরাস পরজীবী, তাদের DNA/RNA আছে। কিন্তু তাদের কেলাসিত করা যায় ও শ্বসন হয় না। তাই তাদের মনে করা হয়-
- [A] জীব
- [B] জড় পদার্থ
- [C] জড় ও জীব উভয়ই
- [D] সেলুলোজ
36. AIDS ভাইরাসের থাকে-
- [A] একতন্ত্রী RNA
- [B] দ্বিতন্ত্রী RNA
- [C] একতন্ত্রী DNA
- [D] দ্বিতন্ত্রী DNA
37. SARS কি?
- [A] একটি সংস্থা
- [B] ভাইরাসঘটিত একটি রোগ
- [C] ব্যকটেরিয়াঘটিত একটি রোগ
- [D] কার্বহাইড্রেট নিউক্লিক অ্যাসিড
38. Phytopthora palmivora হল একপ্রকার-
- [A] জৈব জীবাণুনাশক
- [B] জৈব পতঙ্গনাশক
- [C] প্রথম জৈব আগাছানাশক
- [D] ছত্রাকঘটিত আগাছানাশক
39. নিম্নলিখিত সংক্রামক রোগের কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয়?
- [A] ডিপথেরিয়া
- [B] ইনফ্লুয়েঞ্জা
- [C] হাম
- [D] কনজাংক্টিভাইটিস
40. ‘সল্ক’ টীকা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়?
- [A] গুটি বসন্ত
- [B] জলাতঙ্ক
- [C] হাম
- [D] পোলিও
41. যে রোগগুলি থেকে রক্ষার জন্য শিশুদের DPT টীকা দেওয়া হয়, সেগুলি হল-
- [A] ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস
- [B] ডিপথেরিয়া, নিউমোনিয়া, টাইফয়েড
- [C] ডিপথেরিয়া, যক্ষা, নিউমোনিয়া
- [D] ডিপথেরিয়া, হুপিং কাশি, টাইফয়েড
42. BCG টীকা কোন রোগের প্রতিষেধক?
- [A] যক্ষা
- [B] নিউমোনিয়া
- [C] পোলিও
- [D] এমফিসিয়া
43. কলেরা রোগটি ছড়ায়-
- [A] ভাইরাস দ্বারা
- [B] ব্যাকটেরিয়া দ্বারা
- [C] প্রেটোজোয়া দ্বারা
- [D] অ্যালগি দ্বারা
44. ভিরিয়ন হল-
- [A] ভাইরাসের সংক্রামক কণা
- [B] ব্যাকটেরিও ফাজের সংক্রামক কণা
- [C] প্রোটোজোয়ার সংক্রামক কণা
- [D] কোনোটিই নয়
45. নীচের কোনটি ভাইরাল অসুখ?
- [A] ক্যানসার
- [B] লিউকিমিয়া
- [C] ইয়োলো ফিভার
- [D] টাইফয়েড
Answar key
1.A | 6.C | 11.C | 16.A | 21.A | 26.C | 31.C | 36.A | 41.A | 46. |
2.D | 7.C | 12.D | 17.C | 22.D | 27.C | 32.C | 37.B | 42.A | 47. |
3.A | 8.B | 13.C | 18.A | 23.A | 28.B | 33.C | 38.C | 43.B | 48. |
4.A | 9.A | 14.A | 19.A | 24.A | 29.A | 34.C | 39.A | 44.A | 49. |
5.B | 10.B | 15.A | 20.B | 25.D | 30.D | 35.C | 40.D | 45.C | 50. |
Download Life Science Vitamin PDF
File Details
- Pdf Name : রোগ জীবাণু M.C.Q.pdf
- Pdf Size : 0.2 MB
- Pdf price : FREE
- Total Page : 04
- Download Pdf : Click Here