সামনেই নার্সিং পরীক্ষা।যারা নার্সিং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের কথা ভেবে জীবন বিজ্ঞানের প্রস্তুতিকে আরো উন্নত করবে আজকের এই পোস্ট। আজকে তোমাদের জন্য জীবন বিজ্ঞানের একটি অধ্যায় ভিটামিন থেকে বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন দেয়া হলো। সবশেষে pdf ডাউনলোড অপশন আছে।
ANM GNM Life Science M.C.Q Suggestion Vitamin P6
1. রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিনের উপস্থিতি আবশ্যক?
- [A] ভিটামিন A
- [B] ভিটামিন B
- [C] ভিটামিন C
- [D] ভিটামিন K
2. কোন ভিটামিন জলে দ্রাব্য ও অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে?
- [A] ভিটামিন B₁
- [B] ভিটামিন A
- [C] ভিটামিন D
- [D] ভিটামিন C
3. ‘নিয়াসিন’-এর ঘাটতির ফলে কোন রোগ হয়?
- [A] পেলেগ্রা
- [B] রিকেট
- [C] স্কার্ভি
- [D] পারনিসিয়াস অ্যানিমিয়া
4. মানবদেহে কোন ভিটামিন ‘Free Redical Inhibitor’ হিসাবে কাজ করে?
- [A] ভিটামিন B₁
- [B] ভিটামিন E
- [C] ভিটামিন C
- [D] ভিটামিন C ও E
5. দেহে কোবাল্টের ঘাটতি থাকলে, কোন ভিটামিনের সংশ্লেষ বাধাপ্রাপ্ত হবে?
- [A] ভিটামিন B₂
- [B] ভিটামিন B6
- [C] ভিটামিন B12
- [D] ভিটামিন C
বিষয় | Download Now |
---|---|
প্রাণী কলা | View |
প্রাণীজগতের শ্রেণীবিন্যাস | View |
জিনবিদ্যা | View |
স্বাস্থ, পুষ্টি, রোগসমূহ | View |
হরমোন | View |
6. ভিটামিন B₁₂-র অপর নাম-
- [A] পাইরিডক্সিন
- [B] অ্যাসকরবিক অ্যাসিড
- [C] রাইবোফ্ল্যাভিন
- [D] কোনোটিই নয়
7. হরমোন পূর্ববর্তী ভিটামিন কোনটি?
- [A] ভিটামিন C
- [B] ভিটামিন A
- [C] ভিটামিন- K
- [D] ভিটামিন D
8. ভিটামিন D-অভাবে কোন রোগ হয়?
- [A] রাতকানা রোগ
- [B] রিকেট
- [C] স্কার্ভি
- [D] চুল ঝড়ে যাওয়া
9. ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়-
- [A] ভিটামিন A
- [B] ভিটামিন C
- [C] ভিটামিন D
- [D] ভিটামিন C ও D
10. ভিটামিন B₁₂-এ নিম্নলিখিত কোন আয়নটি থাকে?
- [A] mg²+
- [B] Fe2+
- [C] Co³+
- [D] Zn2+
11. কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়?
- [A] ভিটামিন B6
- [B] ভিটামিন B1
- [C] ভিটামিন B3
- [D] ভিটামিন B12
12. নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিটামিন C-তে সবচেয়ে বেশি সমৃদ্ধ?
- [A] সোয়া মিল্ক
- [B] অমলা
- [C] গাজর
- [D] আপেল
13. ‘অস্টিওপোরোসিস’ রোগের সাথে কোন ভিটামিন সম্পর্ক যুক্ত?
- [A] ভিটামিন C
- [B] ভিটামিন A
- [C] ভিটামিন B
- [D] ভিটামিন D
14. ইস্ট কোন পদার্থে সমৃদ্ধ?
- [A] ভিটামিন C
- [B] প্রোটিন
- [C] ভিটামিন B
- [D] ইনভারটেজ
15. মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া, ভঙ্গুর হাড় ও ক্ষত সারতে অনেক বেশি সময় লাগা ইত্যাদি উপসর্গগুলি কোন ভিটামিনের অভাবে দেখা দেয়?
- [A] ভিটামিন C
- [B] ভিটামিন K
- [C] ভিটামিন D
- [D] ভিটামিন A
16. নিম্নলিখিত কোন রাসায়নিক ভিটামিন B, নামে পরিচিত?
- [A] রেটিনল
- [B] থায়ামিন
- [C] রাইবোফ্ল্যাভিন
- [D] অ্যাসকরবিক অ্যাসিড
17. কোন ভিটামিন রক্ততঞ্চনে সহায়তা করে?
- [A] A
- [B] D
- [C] B
- [D] K
18. নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিটামিন B-12-র উৎকৃষ্ট উৎস?
- [A] কাজুবাদাম
- [B] দুধ
- [C] আপেল
- [D] তরমুজ
19. কার অভাবে ‘জেরোথ্যালমিয়া’ রোগ হয়?
- [A] ভিটামিন A
- [B] ভিটামিন B
- [C] ভিটামিন C
- [D] ভিটামিন D
20. কার অনুপস্থিতির জন্য বর্তমানে দুধকে ‘সুষম খাদ্য’ হিসাবে আর বিবেচনা করা হয় না?
- [A] ম্যাগনেশিয়াম ও ভিটামিন D
- [B] লোহা ও ভিটামিন C
- [C] ক্যালসিয়াম ও ভিটামিন C
- [D] লোহা ও ভিটামিন A
21. ভিটামিন D-র অভাবে শিশুদের দেহে কোন রোগ সৃষ্টি হয়?
- [A] বেরিবেরি
- [B] পেলেগ্রা
- [C] রিকেট
- [D] স্কার্ভি
22. নিম্নলিখিতদের মধ্যে কোনটি লিভার দ্বারা সংশ্লেষিত হয়?
- [A] ভিটামিন A
- [B] ভিটামিন E
- [C] ভিটামিন D
- [D] ভিটামিন K
23. দেহে ভিটামিন B6-র অভাবে কোন রোগ হয়?
- [A] রিকেট
- [B] স্কার্ভি
- [C] বেরিবেরি
- [D] অ্যানিমিয়া
24. সবজি ধুলে বা খোসা ছাড়ালে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়?
- [A] A
- [B] C
- [C] D
- [D] E
25. ভিটামিন B12-এ কোন ধাতু থাকে?
- [A] লোহা
- [B] ম্যাগনেশিয়াম
- [C] জিঙ্ক
- [D] কোবাল্ট
26. কোন ভিটামিন মানবদেহের কোনোপ্রকার সংক্রমণকে বাধা দেয়?
- [A] ভিটামিন A
- [B] ভিটামিন B
- [C] ভিটামিন C
- [D] ভিটামিন D
27. ভিটামিন E কোন ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ?
- [A] দাঁতের গঠরেন জন্য
- [B] শর্করা বিপাকের জন্য
- [C] যৌন গ্রন্থিগুলির স্বাভাবিক কার্যক্ষমতার জন্য
- [D] এপিথেলিয়াল কলার স্বাভাবিক স্বাস্থ্যের জন্য
28. ভিটামিন B-র অভাবে কোন রোগ হয়?
- [A] স্কার্ভি
- [B] ডার্মাটাইটিস
- [C] বেরিবেরি
- [D] ফাইনোডার্মা
29. কোন ভিটামিনের অভাবে শিশুদের হাত ও পায়ের হাড় বেঁকে যায়?
- [A] A
- [B] B₁
- [C] D
- [D] E
30. নিম্নলিখিত কোন ভিটামিন তাপের প্রভাবে খুব তাড়াতাড়ি বিনষ্ট হয়ে যায়?
- [A] রাইবোফ্ল্যাভিন
- [B] অ্যাসকরবিক অ্যাসিড
- [C] টোকোফেরল
- [D] থায়ামিন
31. মাছের লিভার অয়েল-এ কি প্রচুর পরিমাণে থাকে?
- [A] ভিটামিন A
- [B] ভিটামিন C
- [C] ভিটামিন D
- [D] ভিটামিন E
32. কোন ভিটামিন কোনো সবজির থেকে পাওয়া যায় না?
- [A] ভিটামিন B
- [B] ভিটামিন C
- [C] ভিটামিন D
- [D] ভিটামিন E
33. গাজর কোন ভিটামিনের উত্তম উৎস?
- [A] A
- [B] C
- [C] D
- [D] E
34. নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ?
- [A] কেরাটিন
- [B] রাইবোফ্ল্যাভিন
- [C] ইনসুলিন
- [D] অ্যাড্রিনাল
35. কোন ভিটামিন মানবদেহে সূর্যালোকের সংস্পর্শে আসলে সংশ্লেষিত হয়?
- [A] ভিটামিন A
- [B] ভিটামিন B
- [C] ভিটামিন C
- [D] ভিটামিন D
36. নিম্নলিখিত কোন পদার্থে ভিটামিন C থাকে?
- [A] আমলকী
- [B] আপেল
- [C] কলা
- [D] পেঁপে
37. কোন ভিটামিন জলে দ্রাব্য ও মূত্রের সাথে নির্গত হয়ে যায়?
- [A] ভিটামিন A
- [B] ভিটামিন C
- [C] ভিটামিন D
- [D] ভিটামিন E
38. ভিটামিন E-এ উত্তম উৎস কোনটি?
- [A] মাংস
- [B] ঘি
- [C] হলুদ কুসুম
- [D] টাটকা সবজী
39. ভিটামিন B₂-র অপর নাম হল-
- [A] থায়ামিন
- [B] হিমোগ্লোবিন
- [C] রাইবোফ্ল্যাভিন
- [D] ডেক্সট্রোজ
40. যে ভিটামিন খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয়, তা হল-
- [A] ভিটামিন B
- [B] ভিটামিন D
- [C] ভিটামিন C
- [D] ভিটামিন A
41. পালং শাকে প্রচুর পরিমাণে থাকে-
- [A] ভিটামিন A
- [B] ভিটামিন E
- [C] ক্যারোটিন
- [D] লোহা
42. নীচের কোন ভিটামিন জলে দ্রাব্য?
- [A] ভিটামিন A
- [B] ভিটামিন D
- [C] ভিটামিন B
- [D] ভিটামিন E
43. নীচের কোন ভিটামিন স্নেহ পদার্থে দ্রাব্য?
- [A] ভিটামিন B
- [B] ভিটামিন C
- [C] ভিটামিন K
- [D] কোনোটিই নয়
44. ভিটামিন আবিষ্কার করেন-
- [A] ক্যাশিমির ফ্রাঙ্ক
- [B] কার্ল ল্যান্ডস্টেইনার
- [C] স্লেইডেন ও সোয়ন
- [D] বেলিস ও স্টারলিং
45. ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম হল-
- [A] অ্যাসেটিক অ্যাসিড
- [B] ল্যাকটিক অ্যাসিড
- [C] মিউরেয়েটিক অ্যাসিড
- [D] অ্যাসকরবিক অ্যাসিড
46. কড মাছের তেল থেকে যে ভিটামিন পাওয়া যায় তা হল-
- [A] ভিটামিন A
- [B] ভিটামিন B
- [C] ভিটামিন D
- [D] ভিটামিন A ও D
47. অ্যান্টিস্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিনটি হল-
- [A] ভিটামিন A
- [B] ভিটামিন D
- [C] ভিটামিন E
- [D] ভিটামিন C
48. ফ্যাটে দ্রাব্য ভিটামিন হল-
- [A] টেকোফেরল, নিয়াসিন, সায়ানোকোবালমিন
- [B] ক্যালশিফেরল, ক্যারোটিন, টোকোফেরল
- [C] অ্যাসকরবিক রাইবোফ্ল্যাভিন অ্যাসিড, ক্যালশিফেরল,
- [D] থায়ামিন, ক্যারোটিন, বায়োটিন
49. নিম্নলিখিত কোন ভিটামিন বায়ু ও তাপের সংস্পর্শে সবচেয়ে তাড়াতাড়ি নিবষ্ট হয়?
- [A] ভিটামিন A
- [B] ভিটামিন B
- [C] ভিটামিন C
- [D] ভিটামিন D
50. নিম্নের কোন ভিটামিনের স্বল্পতায় স্কার্ভি রোগটি পরিলক্ষিত হয়?
- [A] ভিটামিন A
- [B] ভিটামিন B
- [C] ভিটামিন D
- [D] ভিটামিন C
Answar key
1.D | 6.D | 11.B | 16.B | 21.C | 26.C | 31.A | 36.A | 41.A | 46.D |
2.D | 7.D | 12.B | 17.D | 22.D | 27.C | 32.C | 37.B | 42.C | 47.C |
3.A | 8.B | 13.D | 18.B | 23.D | 28.C | 33.A | 38.D | 43.C | 48.B |
4.D | 9.B | 14.B | 19.A | 24.C | 29.C | 34.B | 39.C | 44.A | 49.C |
5.C | 10.C | 15.A | 20.B | 25.D | 30.B | 35.D | 40.B | 45.D | 50.D |
Download Life Science Vitamin PDF
File Details
- Pdf Name : ভিটামিন M.C.Q.pdf
- Pdf Size : 0.2 MB
- Pdf price : FREE
- Total Page : 04
- Download Pdf : Click Here