সামনেই নার্সিং পরীক্ষা।যারা নার্সিং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের কথা ভেবে ভৌত বিজ্ঞানের প্রস্তুতিকে আরো উন্নত করবে আজকের এই পোস্ট। আজকে তোমাদের জন্য ভৌত বিজ্ঞানের একটি অধ্যায় কার্য, ক্ষমতা ও শক্তি থেকে বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন দেয়া হলো। সবশেষে pdf ডাউনলোড অপশন আছে।
ANM GNM Science M.C.Q Work Power & Energy
1. তড়িৎ ক্ষমতার একক হল
- [A] ভোল্ট
- [B] ওয়াট
- [C] কুলম্ব
- [D] অ্যাম্পিয়ার
2. এরোপ্লেন থেকে ফেলা কোনো বোমা যখন মাঝ আকাশে ফেটে যায়, তখন তার-
- [A] গতিশক্তি বৃদ্ধি পায়
- [B] মোট শক্তি বৃদ্ধি পায়
- [C] মোট গতিশক্তি হ্রাস পায়
- [D] কোনোটিই নয়
3. 120 ওয়াটের একটি ইলেকট্রিক বালব-কে দিনে ৪ ঘণ্টা জ্বালানো হয়। 1 দিনে কত পরিমাণ শক্তি খরচ হয়?
- [A] 16 ইউনিট
- [B] 1.50 ইউনিট
- [C] 0.96 ইউনিট
- [D] 2 ইউনিট
4. 50W-200V-র একটি ইলেকট্রিক বাহুকে 100V বৈদ্যুতিক লাইনের সাথে সংযুক্ত করা হল। বর্তমানে বাল্বটির ক্ষমতা কত?
- [A] 37.5W
- [B] 25W
- [C] 12.5W
- [D] 10W
5. তরলের অভ্যন্তরে থাকার চেয়ে তরলের পৃষ্ঠতলে থাকা অণুর স্থিতিশক্তি-
- [A] শূন্য
- [B] কম হবে
- [C] সমান
- [D] বেশি হবে
বিষয় | Download Now |
---|---|
প্রাণী কলা | View |
প্রাণীজগতের শ্রেণীবিন্যাস | View |
জিনবিদ্যা | View |
স্বাস্থ, পুষ্টি, রোগসমূহ | View |
হরমোন | View |
ভিটামিন | View |
রোগ জীবাণু | View |
স্নায়ুতন্ত্র | View |
রক্ত পরিবহন | View |
মানবদেহের গঠন | View |
6. ক্ষমতা বলতে বোঝায়-
- [A] কার্য করার হার বা শক্তি প্রবাহের হার
- [B] এক মিনিটে কৃত কার্যের পরিমাণ
- [C] ভার বাড়ানোর জন্য প্রযুক্ত বল
- [D] শক্তি প্রবাহের জন্য কৃত কার্যের পরিমাণ
7. বল ও সরণের গুণফলকে বলা হয়_______।
- [A] কার্য
- [B] ভার
- [C] ত্বরণ
- [D] ভরবেগ
8. 1 Kwh = _______ ?
- [A] 36 × 10-6J
- [B] 3.6 × 10-6J
- [C] 36 × 106J
- [D] 3.6 × 106J
9. একটি বস্তু যার কার্য করার ক্ষমতা আছে, তার ____ আছে।
- [A] বল
- [B] ভরবেগ
- [C] সময়
- [D] শক্তি
10. যান্ত্রিক ক্ষমতার SI একক কি?
- [A] জুল
- [B] ওয়াট
- [C] নিউটন-সেকেন্ড
- [D] জুল-সেকেন্ড
11. কার্য করার হারকে বলা হয়_____ ।
- [A] শক্তি
- [B] বল
- [C] ক্ষমতা
- [D] ভরবেগ
12. অশ্বক্ষমতা = ? ওয়াট।
- [A] 746
- [B] 766
- [C] 756
- [D] 736
13. নিম্নলিখিত কোন ক্ষেত্রে যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিকে রূপান্তরিত হয় না?
- [A] বাঁধ
- [B] AC জেনারেট
- [C] DC জেনারেটর
- [D] মোটর
14. যখন কোনো দ্যুতিময় ইলেকট্রিক বাল্ব জ্বলতে থাকে, তখন-
- [A] বৈদ্যুতিক শক্তি সম্পূর্ণরূপ আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়
- [B] বৈদ্যুতিক শক্তি কিছুটা আলোক শক্তি ও কিছুটা তাপশক্তিতে রূপান্তরিত হয়ে যায়
- [C] আলোক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়
- [D] বৈদ্যুতিক শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়
15. ডায়নামো রূপান্তর করে-
- [A] বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে
- [B] যান্ত্রিক শক্তিকে চৌম্বক শক্তিতে
- [C] যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে
- [D] কোনোটিই নয়
16. একটি জল তোলার পাম্পে, আমরা কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করি?
- [A] বিদ্যুৎ শক্তিকে স্থিতিশক্তিকে
- [B] গতিশক্তিকে বিদ্যুৎশক্তিতে
- [C] গতিশক্তিকে স্থিতিশক্তিতে
- [D] বিদ্যুৎশক্তিকে গতিশক্তিতে
17. যখন একটি বস্তু এরোপ্লেন থেকে নীচে পড়ে, তখন তার কি বৃদ্ধি পায়?
- [A] গতিশক্তি
- [B] ভর
- [C] ত্বরণ
- [D] স্থিতিশক্তি
18. মাইক্রোফোন কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে?
- [A] শব্দশক্তিকে বিদ্যুৎশক্তিতে
- [B] বিদ্যুৎশক্তিকে শব্দশক্তিতে
- [C] শব্দশক্তিকে আলোকশক্তিতে
- [D] আলোকশক্তিকে শব্দশক্তিতে
19. তাপশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে?
- [A] অ্যামমিটার
- [B] হাইড্রোমিটার
- [C] ভোল্টমিটার
- [D] থার্মোকাপল
20. কিলোওয়াট-ঘণ্টা কার একক?
- [A] শক্তি
- [B] ক্ষমতা
- [C] বল
- [D] ভরবেগ
21. 0°C উষ্ণতার 1 গ্রাম বরফকে সম্পূর্ণরূপে গলাতে কত পরিমাণ যান্ত্রিক কার্য করতে হবে?
- [A] 4.2 জুল
- [B] 80 জুল
- [C] 336 জুল
- [D] 2268 জুল
22. সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে পরিবর্তন করার জন্য কোন পদার্থটি অবশ্যই প্রয়োজনীয়?
- [A] বেরিলিয়াম
- [B] সিলিকন
- [C] ট্যান্টেলাম
- [D] বিশুদ্ধ তামা
23. 1 কিলোওয়াট-ঘণ্টা কার সমান?
- [A] 3.6 মেগাজুল
- [B] 3.8 মেগাজুল
- [C] 3.2 মেগাজুল
- [D] 4.0 মেগাজুল
24. আণবিক বিস্ফোরণে যে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়, তা কোন রূপান্তরের ফলে সংঘটিত হয়?
- [A] রাসায়নিক শক্তির নিউক্লীয় শক্তিতে রূপান্তর
- [B] নিউক্লীয় শক্তির তাপশক্তিতে রূপান্তর
- [C] ভর-এর শক্তিতে রূপান্তর
- [D] রাসায়নিক শক্তির তাপশক্তিতে রূপান্তর
25. সূর্যে প্রতিনিয়ত শক্তি উৎপন্ন হচ্ছে, তার কারণ হল-
- [A] নিউক্লীয় বিভাজন
- [B] নিউক্লীয় সংযোজন
- [C] তেজস্ক্রিয়তা
- [D] কৃত্রিম তেজস্ক্রিয়তা
26. নিম্নলিখিত কোনটি অবনীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ?
- [A] বায়োগ্যাস
- [B] সূর্যশক্তি
- [C] বায়ুশক্তি
- [D] কয়লা
27. নিম্নলিখিত কোন ক্ষেত্রে সূর্যশক্তি রায়াসনিক শক্তিতে রূপান্তরিত হয়?
- [A] বাষ্পমোচন
- [B] সালেকসংশ্লেষ
- [C] ব্যাপন
- [D] অভিস্রবণ
28. নিম্নলিখিত কোন ক্ষেত্রে কার্য করার জন্য গতিশক্তি ব্যবহার করা হচ্ছে?
- [A] নির্দিষ্ট দূরত্ব সাইকেলে প্যাডেল চালিয়ে অতিক্রম করা
- [B] নির্দিষ্ট দূরত্ব গাড়ি চালিয়ে অতিক্রম করা
- [C] গম পেষাই কলে গম পেষাই করা
- [D] লেকে নৌকা চালানো
29. একটি রিচার্জেবল সেল-এ কি প্রকারের শক্তি সঞ্চিত থাকে?
- [A] তড়িৎশক্তি
- [B] স্থিতিশক্তি
- [C] রাসায়নিক শক্তি
- [D] গতিশক্তি
30. ঘড়ির স্প্রিং-এ কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে?
- [A] গতিশক্তি
- [B] স্থিতিশক্তি
- [C] তাপশক্তি
- [D] রাসায়নিক শক্তি
31. বাণিজ্যিকভাবে কয়লা থেকে যে শক্তি উৎপন্ন করা হয়, তাকে বলে-
- [A] অলোক শক্তি
- [B] গতি শক্তি
- [C] তাপ শক্তি
- [D] স্থিতি শক্তি
32. সৌরকোশে আলোকশক্তি কিসে রূপান্তরিত হয়?
- [A] স্থিতিশক্তি
- [B] রাসায়নিক শক্তি
- [C] তাপশক্তি
- [D] তড়িৎ শক্তি
33. ভ্যাকুয়াম ক্লিনার চাপের তারতম্যের নীতির উপর ভিত্তি করে জাড্য করে। চাঁদে নিয়ে গেলে এটি-
- [A] পৃথিবীর মতনই একইরকম দক্ষতার সাথে কাজ করবে
- [B] কাজ করবে না
- [C] দক্ষতা কমে যাবে
- [D] বৃদ্ধিপ্রাপ্ত দক্ষতার সাথে কাজ করবে
34. ডিলাটোমিটার কীসের পরিমাণে ব্যবহৃত হয়?
- [A] তড়িৎ শক্তি
- [B] যান্ত্রিক শক্তি
- [C] তাপীয় শক্তি
- [D] পদার্থের মাত্রাগত পরিবর্তন
35. হাতের সাহায্যে বস্তু তোলার সময়, হাত কীভাবে কাজ করে?
- [A] প্রথম শ্রেণির লিভার
- [B] দ্বিতীয় শ্রেণির লিভার
- [C] তৃতীয় শ্রেণির লিভার
- [D] সরল যন্ত্র
36. একটি স্টিম ইঞ্জিন রূপান্তরিত হয়-
- [A] তাপ শক্তি থেকে শব্দ শক্তি
- [B] তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি
- [C] বৈদ্যুতিক শক্তি থেকে শব্দ শক্তি
- [D] যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি
37. নিম্নলিখিতদের মধ্যে কোনটিতে অপ্রচলিত শক্তির ব্যবহার করা হয়ে থাকে?
- [A] টর্চ
- [B] মোমবাতি
- [C] কেরোসিন বাতি
- [D] সৌর লণ্ঠন
38. তিনটি মৌলিক একক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি হয়-
- [A] কার্য
- [B] দ্রুতি
- [C] ক্ষমতা
- [D] সবগুলিই
39. SI তে কার্যের পরম একক হল-
- [A] কার্য
- [B] আর্গ
- [C] নিউটন/মিটার
- [D] কোনোটিই নয়
40. HP যে ভৌত রাশির একক সেটি হল-
- [A] কার্য
- [B] ক্ষমতা
- [C] শক্তি
- [D] দ্রুতি
41. SI পদ্ধতিতে গতিশক্তির একক হল-
- [A] আর্গ
- [B] হর্স পাওয়ার
- [C] জুল
- [D] ওয়াট
42. ভারতে কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে
- [A] তাপ শক্তি
- [B] জল বিদ্যুৎ
- [C] নিউক্লিয় চুল্লি
- [D] সৌর বিদ্যুৎ
43. শুষ্ক কোশে সঞ্চিত শক্তিটি হল-
- [A] রাসায়নিক
- [B] তড়িৎ রাসায়নিক
- [C] বৈদ্যুতিক
- [D] কোনোটিই নয়
44. বস্তুর ভরবেগ ছাড়া বস্তুর শক্তি-
- [A] থাকতে পারে
- [B] থাকতে পারে না
- [C] থাকবে কিংবা থাকবে না এটা বলা সম্ভব নয়
- [D] কোনোটিই নয়
45. বাঁধের জলে কী শক্তি সঞ্চিত থাকে?
- [A] গতি শক্তি
- [B] স্থিতি শক্তি
- [C] শব্দ শক্তি
- [D] কোনোটিই নয়
Answar key
1.B | 6.A | 11.C | 16.A | 21.B | 26.D | 31.C | 36.B | 41.C |
2.C | 7.A | 12.A | 17.C | 22.B | 27.B | 32.D | 37.D | 42.A |
3.C | 8.C | 13.D | 18.A | 23.A | 28.B | 33.B | 38.C | 43.A |
4.C | 9.D | 14.B | 19.D | 24.C | 29.C | 34.D | 39.C | 44.A |
5.D | 10.B | 15.C | 20.A | 25.B | 30.B | 35.C | 40.B | 45.B |
Download Science Work Power & Energy PDF
File Details
- Pdf Name : কার্য, ক্ষমতা ও শক্তি M.C.Q.pdf
- Pdf Size : 0.2 MB
- Pdf price : FREE
- Total Page : 04
- Download Pdf : Click Here