Current Affairs for Clerkship Exam: ক্লার্কশিপ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Last Updated:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

সামনে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে রয়েছে ক্লার্কশিপ পরীক্ষা। আজকে সেই পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হলো।তোমরা সকলে কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে রাখো।

Current Affairs for Clerkship Exam 2024

  • 2 জুন তেলেঙ্গানা গঠন দিবস পালিত হয়। 
  • আন্তর্জাতিক যৌনকর্মী দিবস পালিত হয় 2 রা জুন।
  • 3 রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস পালিত হয়। 
  • 2024 সালের বিশ্ব বাইসাইকেল দিবসের থিম হল “Promoting Health, Equity, and Sustainability through Cycling.” অর্থাৎ সাইকেল চালানোর মাধ্যমে স্বাস্থ্যের এবং স্থায়িত্বের  প্রচার করা ।
  • মালদ্বীপ ইসরাইলি পাসপোর্ট নিষিদ্ধ করেছে। 
  • ডক্টর ইমানুয়েল শোবিরান  বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার নতুন মহাপরিচালক নির্বাচিত হয়েছেন 
  • 30 শে মে হিন্দি সাংবাদিকতা দিবস পালিত হয়
  • রিলায়েন্স ইন্ডাস্ট্রি চেন্নাই এর কাছে ভারতের প্রথম মাল্টিম্যাডাম লজিস্টিক পার্ক তৈরি করতে চলেছে। 
  • মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ক্লডিয়া শিনবাউম।
  • দীনেশ কার্তিক  আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছেন।
  • চিনের চন্দ্রযান মিশন Chang’e 6 সফলভাবে অবতরণ করেছেন।
  • 2023 – 24 সালে ভারত সিঙ্গাপুরের কাছ থেকে সব থেকে বেশি FDI পেয়েছে।
  • আদানি পোর্টস তানজানিয়ার Dar Es Salaam বন্দরটি পরিচালনার জন্য ৩০ বছরের একটি যুক্তিতে স্বাক্ষর করলেন। 
  • 1 জুন তানভি শর্মা জার্মানিতে Bonn International ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের একক শিরোপা জিতেছে। 
  • বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া বিশ্ব বক্সিংয়ে যোগ দিয়েছে। 
  • তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন 2024- এ , ভারতীয় দল তিনটি স্বর্ণ, তিনটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক সহ সাতটি পদক জিতে একটি অসাধারণ পদক নিয়ে অভিযানটি শেষ করেছে।
  • IRDAI সন্দীপ বার্তাকে ICICI প্রডেনশিয়াল বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন। 
  • হেলেন মেরী রবাট সংখ্যালঘু সম্প্রদায় থেকে পাকিস্তান প্রথম মহিলা ব্রিগেডিয়ার হন।
  • আইসল্যান্ডের নতুন রাষ্ট্রপতি Halla Tomasdottir।
  • পাকিস্তানের সরকার ইসলামাবাদ হাইকোর্টের সামনে স্বীকার করেছে যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) একটি বিদেশী অঞ্চল। 
  • NPI ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেড (NIPL) এর সহযোগিতায় রিজার্ভ ব্যাংক 2029 সালের আর্থিক বছরের মধ্যে 20 টিরও বেশি দেশে UPI পেমেন্ট সিস্টেম চালু করার পরিকল্পনা করেছে।
  • আজ তথা 5 ই জুন বিশ্ব পরিবেশ দিবস।
  • দক্ষিণ কোরিয়া 2045 সালের মধ্যে মঙ্গল গ্রহে অবতরণের জন্য একটি মহাকাশ সংস্থা চালু করেছে।
  • বিশ্বের সর্বোচ্চ মান মন্দির প্রতিষ্ঠা করা হলো চিলিতে।
  • দুবায়ে গোল্ডেন কৃষ্ণ প্রদর্শনী শুরু হলো।
  • ফায়ার রেসকিউ ড্রোন  তৈরি করেছে IIT ধারোয়াদ।
  • বায়ু দূষণ মোকাবিলায় হরিয়ানা সরকার দশ হাজার কোটি টাকার একটি নতুন প্রকল্প চালু করবে।
  • NOTA ( রাজনৈতিক পার্টি ) প্রথমবারের মতো মধ্যপ্রদেশে 2 লাখ 18 হাজার ভোট পেয়ে নতুন রেকর্ড জয় করেছে।
  • রাজাজি ন্যাশনাল পার্কে বাঘ সংরক্ষণের মাধ্যমে ভারতে প্রথম জীবজগৎ তৈরি করা হয়েছে। 
  • জীবিত ক্যান্সার রোগীর শরীরে প্রথমবার শুকোরের যকৃৎ প্রতিস্থাপন করল চীন।
  • জাতীয় মানবাধিকার কমিশনের অ্যাক্টিং চেয়ারপার্সন পদে নিযুক্ত হলেন — বিজয়াভারতী সায়নী।
  • জাতিসংঘে ভারতের প্রথম স্থায়ী মহিলা রাষ্ট্রদূত পদ থেকে পদত্যাগ করলেন — রুচিরা কম্বোজ।
  • জাতিসংঘে রুশ ভাষা দিবস পালিত হয় – 6 জুন।
  • QS World Ranking University Ranking 2025 এর শীর্ষে রয়েছে MIT।
  • চীনের সহায়তায় Paksat MM1 স্যাটেলাইট লঞ্চ করল পাকিস্তান।
  • নীল পিঁপড়ের একটি নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে অরুণাচল প্রদেশে।
  • Zero Debris Charter গ্রহণ করেছে 12 টি দেশ।
  • অ-সংক্রামক নিপা ভাইরাসের মতো কনা তৈরি করেছে কেরালার ল্যাবে ।
  • গুজরাটের ক্যান্ডোলাই দিনদয়াল পোর্টের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন সুশীল কুমার সিং।
  • ICICI ব্যাংকের সহায়তায় আদানি গ্রুপ একটি নতুন ক্রেডিট কার্ড চালু করেছে ।
  • রাজেশ মোহন জোশি IIFT বিয়ের নতুন ভায়েস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছেন।
  • ৩৯ বছর বয়সে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান এবং পুনের একমাত্র বিশ্বকাপ খেলোয়াড় কেদার যাদব সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন।
  • ভারত ও ফ্রান্স একসঙ্গে তৃষ্ণা নামক একটি মিশন সম্পন্ন করতে চলেছে ।
  • 2024 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে একাধিক রেকর্ড তৈরি করল রোহিত শর্মা।
  • NCLT এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারাকে একিভূত করার অনুমোদন দিয়েছে।
  • এ বছরের বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসের থিম হল Prepare for the unexpected
  • বিনিয়োগকারীদের জন্য Saarthi 2.O মোবাইল অ্যাপ লঞ্চ করলো SEBI
  • সম্প্রতি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া দেশের সাথে বায়োফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্স চালু করেছে?
  • ওলেগ কোননেনকো হলেন প্রথম মহাকাশচারী যিনি মহাকাশে ১০০০ দিন কাটাতে সক্ষম হয়েছেন।  রাশিয়ার মহাকাশচারী।
  • সাইবার ক্রাইম এর সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ব্লকিং এর জন্য প্রথম স্থানে রয়েছে হরিয়ানা পুলিশ।
  • পেরু দেশে চালু হলো ইউপিআই সিস্টেম।
  • 18 তম লোকসভা নির্বাচনে মোট নির্বাচিত মহিলা সংখ্যা 74 জন।
  • 2024 এর লোকসভা নির্বাচনে জয়ী সবচেয়ে কম বয়সী প্রার্থী হল শাম্ভবী চৌধুরী। 
  • 2024 সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়া সবচেয়ে বয়স্ক প্রার্থী টিআর বালু।
  • তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ করবেন 09 জুন 2024 তারিখে।
  • এনাডু গ্রুপের অধিনায়ক রমোজি রাও 88 বছর বয়সে মারা গেলেন।এনাকে ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা বলা হয়।
  • বিশ্ব ব্রেন টিউমার দিবস পালিত হয় 8 জুন। 
  • PNB Metlife এর নতুন CEO হিসেবে নিযুক্ত হলেন সমীর বনশাল।
  • TDP সভাপতি এম চন্দ্র নাইডু পুনরায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
  • রামসার সাইটের তকমা পেল বিহারের নাগি এবং নাকতি বার্ড স্যাংচুয়ারি।
  • ভারতে প্রথম বেসরকারি বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি করা হলো রাজা জি টাইগার রিজার্ভ কে।
  • 2024 শে বর্তমানে ভারতকে সবথেকে বেশি তেল সরবরাহকারী দেশ হলো রাশিয়া।
  • সোনা ক্রয়ের দিক থেকে ভারতের স্থান হলো তৃতীয়।প্রথম স্থানে হলো সুইজারল্যান্ড।
  • Bisleri Limonata ‘র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন — আদিত্য রয় কাপুর
  • Apple কে অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় মূল্যবান কোম্পানির তকমা পেল — Nvidia
  • চেন্নাইতে এক্সক্লুসিভ স্টার্টআপ ব্রাঞ্চ লঞ্চ করল — ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক
  • উত্তরাখণ্ডে দেশের প্রথম Astro-Tourism ইনিশিয়েটিভ লঞ্চ করা হল, যার নাম — Nakshatra Sabha
  • নাভি মুম্বাইতে গ্লোবাল ইকোনমিক হাব স্থাপন করতে চলেছে — রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
  • সংযুক্ত রিসার্চ এবং ট্রেনিং -এর জন্য IIT হায়দ্রাবাদের সাথে চুক্তি স্বাক্ষর করল — আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিস

WBPSC Clerkship 5 Free Mock Test : How to Get ?

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Leave a Comment

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad