সামনে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে রয়েছে ক্লার্কশিপ পরীক্ষা। আজকে সেই পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হলো।তোমরা সকলে কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে রাখো।
Current Affairs for Clerkship Exam 2024 Part 3
- সাম্প্রতিক নীরাজ চৌপারা স্বর্ণপদক জিতেছেন। খেলাটি হয়েছে তুরস্কের ফিনল্যান্ডে। 85.97 মিটার থ্রো করেছেন ।
- সাম্প্রতিক মালাবার রিভার ফেস্টিভ্যাল আয়োজিত হবে কেরালায়।
- সব থেকে বেশি বায়ু শক্তি উৎপাদনে এ বছর পুরস্কার জিতেছে গুজরাট।
- সাম্প্রতিক আমেরিকার রাষ্ট্রপতি অধিবাসীদের নতুন নাগরিক পরিচয় পত্র দেওয়ার কথা ঘোষণা করেছেন।
- সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারেন্স হসপিটালে অত্যাধুনিক স্কিন ব্যাংক চালু হলো নয়া দিল্লিতে।
- সাম্প্রতিক জার্মানিতে বন জলবায়ু সম্মেলন সমাপ্ত হলো।
- বিহারের রাজগিরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন একটি ক্যাম্পাস উদ্বোধন করলেন।
- সাম্প্রতিক মারা গেলেন পিঠাঙ্কপন নায়ার। তিনি ছিলেন একজন ঐতিহাসিক বিদ।
- সাম্প্রতিক ধনলক্ষ্মী ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হলেন অজিত কুমার।
- সাম্প্রতিক চীনের পারমাণবিক অস্ত্র ভান্ডার ভারতের থেকে তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
- সাম্প্রতিক নয়ডাতে VIVO মোবাইল কোম্পানি ভারতে বৃহত্তম মোবাইল উৎপাদন কারখানা তৈরি করছে।
- বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় 20 জুন।
- সাম্প্রতিক বিধানসভার দ্বিতীয় মহিলা স্পিকার হয়েছেন উড়িষ্যার সুরমা পাধি।
- সাম্প্রতিক সন্দীপ লামিছনে দ্বিতীয় দ্রুততম বলার হিসেবে ক্রিকেটে T20 তে 100 তে উইকেট লাভ করেছেন।
- সাম্প্রতিক বিহার হাইকোর্ট 65% জাতিভিত্তিক সংরক্ষণের সিদ্ধান্তকে বাতিল করেছে।
- বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে উঠেছে NVIDIA কোম্পানি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। এখানে মোবাইলের মাইক্রোচিপ , কম্পিউটারের গ্রাফিক্স প্রসেসিং এই ধরনের ইলেকট্রনিক্স জিনিসগুলি তৈরি হয়ে থাকে।
- সাম্প্রতিক 52 বছর বয়সে মারা গেলেন ক্রিকেটার ডেভিড জনসন। ছিলেন একজন ভারতীয় ক্রিকেটার। ক্রিকেটে বলার হিসেবে ভূমিকা ছিল।
- সাম্প্রতিক স্বরাষ্ট্র মন্ত্রক দিল্লির মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার হিসেবে নিয়োগ করলেন অশ্বিনী কুমার কে।
- সাম্প্রতিক মন্ত্রিসভা বারানসি বিমানবন্দর সম্প্রসারণ এর অনুমোদন দিয়েছে।
- সাম্প্রতিক ভারতীয় রাগবি দলের কোচ হয়েছেন ওয়াইসালে সেরেভি।
- সাম্প্রতিক BRICS গেমসে ভারতীয় টেনিস দল ব্রোঞ্জ পদক জিতেছে।
- আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয় একুশে জুন।
- বিশ্ব সঙ্গীত দিবস পালিত হয় একুশে জুন।
- BRICS জেমস 2024 আয়োজিত হচ্ছে রাশিয়াতে।
- তাজিকিস্তানের সাম্প্রতিক হিজাব এবং অন্যান্য ইসলামিক পোশাক নিষিদ্ধ করার বিল পাস করেছে।
- উড়িষ্যা রাজ্যের জঙ্গম জেলায় ZSI দাঁড়া একটি নতুন ঈল প্রজাতির মাছের সন্ধান পাওয়া গিয়েছে।
- সাম্প্রতিক সড়ক নিরাপত্তা বৃদ্ধি করার জন্য ন্যাশনাল হাইওয়েতে NHAI AI টুলের ব্যবহার করা হবে দিল্লির আইটি বিশ্ববিদ্যালয়ের সহায়তায়।
- তৃতীয় এয়ারলাইন মার্কেটে পরিণত হয়েছে ভারত।
- NATO এর নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন Mark Rutte.
- পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন বিবেক সহায়।
- সাম্প্রতিক বৃহত্তম কোডিং প্রতিযোগিতা জিতেছে IIT দিল্লির ছাত্র কালাস গুপ্ত।
- ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির সচিব হিসেবে নিযুক্ত হলেন অতুল কুমার চৌধুরী।
- সাম্প্রতিক ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য ই মেডিকেল ভিসা চালু করছে।
- সাম্প্রতিক FTI TTP চালু করছেন অমিত শাহ।
- ফেডারেল ব্যাংক সাম্প্রতিক UPI সক্ষম Rupay Wave ক্রেডিট কার্ড চালু করেছেন।
- সাম্প্রতিক লাদাকে হেমিস ফেস্টিভ্যাল 2024 আয়োজিত করা হয়েছে।
- সাম্প্রতিক মারা গেলেন পরিচালক ইউ ভেনুগোপন।
- সাম্প্রতিক BSNL এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন সুধাকর রাও পাপা।
- সাম্প্রতিক ভারত এবং শ্রীলংকা মিলে একটি সমুদ্র উদ্ধার সমন্বয় চালু করেছে।
- সাম্প্রতিক UAE ভারতের নবম বৃহত্তম সামুদ্রিক খাবার রপ্তানিকারক হয়ে উঠেছে।
- IISC ব্যাঙ্গালোরের বিজ্ঞানীরা ইনফ্রারেড রশ্মিকে দৃশ্যমান করার একটি যন্ত্র তৈরি করেছেন।
- উত্তরপ্রদেশে সরকার নিয়োগ পরীক্ষা পরিচালনার জন্য একটি নতুন নীতি আনছেন।
- সাম্প্রতিক অখিল গুপ্ত ভারতী AXA এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন।
- আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যে রাশিয়া ভিয়েতনামের সঙ্গে নিজেদের সম্পর্ক মজবুত করছে।
- কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক APY ব্যবস্থাপনার জন্য পুরস্কার পেয়েছেন।
- 2023 সালে ভারতে 43% FDI কমেছে।
- ভারতে অলিম্পিক সংঘটিত হবে 2036 সালে।
- উত্তরপ্রদেশে গড়ে উঠতে চলেছে বিশ্বের প্রথম — Asian King Vulture কনজারভেশন এবং ব্রিডিং সেন্টার।
- অ্যান্টিডোপিং নীতির লঙ্ঘনের জন্য NADA দ্বারা সাসপেন্ড হলেন — অলিম্পিক মেডেলিস্ট বজরং পুনিয়া।
- সম্প্রতি UNESCO City of Literature -এর তকমা পেল — ভারতের কোঝিকোড়ে।
- সাম্প্রতিক কেরেলা রাজ্যের বিধানসভা কেরালা নাম পরিবর্তনের প্রস্তাব পাস করেছে।
- ভারতের প্রথম এআই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন সাইমন ম্যাক।
- প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে পরপর দুটি এক দিবসীয় ম্যাচে সেঞ্চুরি করলেন — স্মৃতি মন্ধনা
- T20 বিশ্বকাপ 2024 টুর্নামেন্টে পরপর দুটি ম্যাচে হ্যাট্রিক নিয়ে নজির গড়লেন — অস্ট্রেলিয়ান বোলার প্যাট কামিন্স
- 2025 অর্থবর্ষে 200 টির বেশি ব্রাঞ্চ খোলার সিদ্ধান্ত নিয়েছে — কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক
- ইন্ডিয়ান অলিম্পিক রিসার্চ সেন্টার উদ্বোধন হলো গান্ধীনগরে।
- সাম্প্রতিক SBI ব্যাংক সরকারকে 6959 কোটি টাকার লভ্যাংশ দিয়েছে।
- প্যারিস অলিম্পিকে ভারতের নেতৃত্ব করার জন্য EFI দ্বারা নির্বাচিত হলেন — অনুশ আগারওয়াল
- চলতি T20 বিশ্বকাপের শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন — অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার
- 64 তম ISO কাউন্সিল সভা অনুষ্ঠিত হল — ভারতের নয়াদিল্লিতে
- SBI জেরালেন ইন্সুরেন্সের নতুন ম্যানেজিং ডিরেক্টর হলেন — নবীনচন্দ্র ঝা
- T20 বিশ্বকাপ 2024 -এর প্রথম ফাইনালিস্ট হল — দক্ষিণ আফ্রিকা
- সাম্প্রতিক কেরেলা রাজ্যের বিধানসভা কেরালা নাম পরিবর্তনের প্রস্তাব পাস করেছে।
- ভারতের প্রথম এআই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন সাইমন ম্যাক।
- প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে পরপর দুটি এক দিবসীয় ম্যাচে সেঞ্চুরি করলেন — স্মৃতি মন্ধনা
- T20 বিশ্বকাপ 2024 টুর্নামেন্টে পরপর দুটি ম্যাচে হ্যাট্রিক নিয়ে নজির গড়লেন — অস্ট্রেলিয়ান বোলার প্যাট কামিন্স
- 2025 অর্থবর্ষে 200 টির বেশি ব্রাঞ্চ খোলার সিদ্ধান্ত নিয়েছে — কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক
- ইন্ডিয়ান অলিম্পিক রিসার্চ সেন্টার উদ্বোধন হলো গান্ধীনগরে।
- সাম্প্রতিক SBI ব্যাংক সরকারকে 6959 কোটি টাকার লভ্যাংশ দিয়েছে।
- প্যারিস অলিম্পিকে ভারতের নেতৃত্ব করার জন্য EFI দ্বারা নির্বাচিত হলেন — অনুশ আগারওয়াল
- চলতি T20 বিশ্বকাপের শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন — অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার
- 64 তম ISO কাউন্সিল সভা অনুষ্ঠিত হল — ভারতের নয়াদিল্লিতে
- SBI জেরালেন ইন্সুরেন্সের নতুন ম্যানেজিং ডিরেক্টর হলেন — নবীনচন্দ্র ঝা
- T20 বিশ্বকাপ 2024 -এর প্রথম ফাইনালিস্ট হল — দক্ষিণ আফ্রিকা
- ভারতীয় নৌ বাহিনীর হাতে DRDO তুলে দিল — মিডিয়াম রেঞ্জ Microwave Obscurant Chaff Rocket
- শততম সদস্য হিসেবে আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সে যোগদান করল — প্যারাগুয়ে
- সম্প্রতি Pen Pinter Prize 2024 সম্মানে সম্মানিত হলেন — প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায়
- সাস্টেনেবল গভারন্যান্স চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড জিতল — গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স
- মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা ওয়ানডেতে টানা সেঞ্চুরি করেছে ।
- সম্প্রতি মিনি রত্ন স্ট্যাটাস সম্মান পেল — সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড
- অযোধ্যাতে 650 কোটি অর্থের বিনিময়ে টাটা সন্সের মিউজিয়াম অফ টেম্পেলস গড়ে তোলার অনুমোদন দিল — উত্তরপ্রদেশ সরকার
- মাদক অপব্যবহারের বিরুদ্ধে 26 শে জুন আন্তর্জাতিক দিবস পালন করা হয়।
- আসামের শিশুদের বন্যা ত্রাণ শিবিরে School in a Box কিট দেয়া হবে। ছয় থেকে ১৮ বছরের শিশুদের এটি দেওয়া হবে।যেখানে নোটবুক , রং , পেন্সিল , ড্রইং এর সরঞ্জাম , কিছু পাঠ্য বই থাকবে।
- সাম্প্রতি মধ্যপ্রদেশের মন্ত্রিসভা মন্ত্রীদের আয়কর প্রদানের সরকারী ব্যবস্থা বাতিল করেছে।
- সাম্প্রতিক মারা গেলেন পরিসংখ্যাবিদ ফ্রাঙ্ক ডাকওয়ার্থ।
- সাম্প্রতিক কোটাক ব্যাঙ্ক 200 টি নতুন শাখা খুলছে।
- BRICS 2024 গেমসে ভারত মোট 29 টি পদক জিতেছে।
- ভারতের পরবর্তী বিদেশ সচিব হচ্ছেন — সহকারী জাতীয় সুরক্ষা অধিকর্তা বিক্রম মিশ্রী
- NATO এর পরবর্তী মহাসচিব হলেন মার্ক রুট।
- যক্ষ্মা গবেষণার জন্য ফুসফুসের 3D মডেল তৈরি করলেন IISC ব্যাঙ্গালোর।
- কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ 2024 জিতলেন 26 বছর বয়সী — মুম্বাইয়ের লেখক সঞ্জনা ঠাকুর
- U17 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারত জিতল — 4 টি সোনা, 2 টি সিলভার এবং 5 টি ব্রোঞ্চ
- দ্বিতীয় মিলিটারি স্টেশন হিসেবে প্লাস্টিক বর্জ্য নির্মিত রাস্তা তৈরি করল — জয়পুর মিলিটারি স্টেশন
- Gassy Cattle -এর উপর বিশ্বের প্রথম দেশ হিসেবে কার্বন ট্যাক্স চালু করতে চলেছে — ডেনমার্ক
- 12 তম বিশ্ব হিন্দি সম্মান পেলেন — ড. ঊষা ঠাকুর
- জাতীয় বীমা সচেতনতা দিবস 28 জুন।
- সাম্প্রতি পেঞ্চ টাইগার রিজার্ভ ফরেস্টে জঙ্গলে আগুন লাগা , নেভানো সংক্রান্ত সমস্যার জন্য উন্নত AI সিস্টেম চালু করা হলো।
- ICC World Cup 2024 খেলায় সাউথ আফ্রিকাকে পরাজিত করে জয়ী হলো ভারত।
- অযোধ্যায় টাটা কোম্পানি প্রায় 650 কোটি টাকা খরচ করে Museum of Temple তৈরি করছেন।
- সাম্প্রতিক পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হলেন বিক্রম মিস্ত্রী।
- ভারতীয় বাসিন্দা এবং শিল্প প্রদর্শনী (নাম – হুনার) শুরু হয়েছে দুবাইয়ে।
আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -