সাম্প্রতি গোটা ভারতবর্ষ জুড়ে এক রকম উৎসবের মহল চলছে। উৎসবের কারণ হলো দীর্ঘ 17 বছর পর ICC T-20 বিশ্বকাপ জয় করলে ভারত। আজকের এই পোস্টে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সম্পূর্ণ বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেব। সবশেষে রয়েছে পিডিএফ ডাউনলোড অপশন।
ICC T-20 World Cup 2024 Details in Bengali
1. ICC এর পুরো নাম কি?
Ans :: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
2. ICC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans :: সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইতে।
3. ICC এর বর্তমান চেয়ারম্যান কে?
Ans :: গ্রেগ বার্কলে ( 2024 )
4. BCCI এর পুরো নাম কি?
Ans :: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
5. BCCI এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans :: মুম্বাইয়ের চার্চগেটে।
6. BCCI এর বর্তমান সভাপতি কে?
Ans :: রজার বিনি ( 2024 )
7. BCCI এর বর্তমান সেক্রেটারি কে?
Ans ::জয় শাহ ( 2024 )
8. ICC T-20 বিশ্বকাপ 2024 কততম সংস্করণ?
Ans :: 2024 আইসিসি পুরুষ টি 20 বিশ্বকাপ হল নবম সংস্করণ।
9. ICC T-20 বিশ্বকাপ 2024 কবে শুরু হয়?
Ans :: 1লা জুন 2024
10. ICC T-20 বিশ্বকাপ 2024 কবে শেষ হয়?
Ans :: 29 শে জুন 2024
11. 2024 T-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
Ans :: 2024 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়েছে।
12. 2024 T-20 বিশ্বকাপ কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল?
Ans :: ভারত ও দক্ষিণ আফ্রিকা।
13. 2024 T-20 ফাইনাল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Ans :: বার্বাডোজ।
Officer Ranks in Indian Army in Bengali: ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন পদ বাংলাতে
14. T-20 বিশ্বকাপ 2024 কোন দেশ জিতেছে?
Ans :: ভারত।
15. T-20 বিশ্বকাপ 2024 এ বিজয়ী দলকে ICC এর তরফ থেকে কত টাকা পুরস্কার দেওয়া হয়েছে ?
Ans :: 20.42 কোটি।
16. T-20 বিশ্বকাপ 2024 এ বিজয়ী দলকে BCCI এর তরফ থেকে কত টাকা পুরস্কার দেওয়া হয়েছে ?
Ans :: 125 কোটি।
17. 2024 T-20 বিশ্বকাপে মোট কয়টি দল অংশগ্রহণ করেছিল?
Ans :: 20 টি।
18. 2024 T-20 বিশ্বকাপে মোট ম্যাচ হয়েছিল?
Ans :: 55 টি।
19. T-20 বিশ্বকাপ 2024 রানার আপ কোন দেশ?
Ans :: দক্ষিণ আফ্রিকা।
20. T-20 বিশ্বকাপ 2024 এ রানার আপ দলকে ICC এর তরফ থেকে কত টাকা পুরস্কার দেওয়া হয়েছে ?
Ans :: 10.67 কোটি।
21. 2024 T-20 বিশ্বকাপের সেমিফাইনালে কোন কোন দল অংশগ্রহণ করেছিল?
Ans :: আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা এবং ভারত বনাম ইংল্যান্ড।
22. 2024 সালের T-20 বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে ছিলেন?
Ans :: জসপ্রিত বুমরাহ।
23. 2024 T-20 বিশ্বকাপ ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ কে?
Ans :: বিরাট কোহলি।
24. 2024 T-20 বিশ্বকাপ ফাইনালের স্মার্ট ক্যাচ অফ দ্য ম্যাচ কে?
Ans :: সূর্যকুমার যাদব।
25. 2024 T-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান কার?
Ans :: আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (281 রান)।
26. 2024 সালে T-20 তে সবচেয়ে বেশি উইকেট কার?
Ans :: আফগানিস্তানের ফজলহক ফারুকী এবং ভারতের আর্শদীপ সিং (17 টি)।
27. 2024 T-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন কে?
Ans ::এইডেন মার্কর্যাম (8 টি)।
28. 2024 T-20 বিশ্বকাপে সব থেকে বেশি ছক্কা মেরেছেন কে?
Ans :: ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান (17 টি)।
29. 2024 T-20 বিশ্বকাপে সব থেকে বেশি হাফ সেঞ্চুরি কার?
Ans :: ভারতের রোহিত শর্মা ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ (3 টি)।
30. ভারত কতবার T-20 বিশ্বকাপ জিতেছে?
Ans :: দুইবার ( 2007 ও 2024 )
31. ভারত প্রথম T-20 বিশ্বকাপ কবে জিতেছিল?
Ans :: 2007 সালে।
32. প্রথম T-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Ans :: 2007 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।
33. T-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান কার?
Ans :: ভারতের বিরাট কোহলি (1292 রান)।
34. T-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট কার?
Ans :: বাংলাদেশের সাকিব আল হাসান (50টি)।
35. T-20 বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে?
Ans ::2026 T-20 বিশ্বকাপের আসর ভারত এবং শ্রীলঙ্কায় বসতে চলেছে।
36. ইংল্যান্ড কতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ?
Ans :: দুবার ( 2010 ও 2022 )
37. ওয়েস্ট ইন্ডিজ কতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ?
Ans :: দুবার ( 2012 ও 2016 )
38. পাকিস্তান কতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ?
Ans :: একবার ( 2009 )
39. অস্ট্রেলিয়া কতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ?
Ans :: একবার ( 2021 )
40. শ্রীলংকা কতবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ?
Ans :: একবার ( 2014 )
ICC T-20 World Cup 2024 Details in Bengali PDF Download
File Details
- Pdf Name : ICC T-20 World Cup 2024.pdf
- Pdf Size : 0.2 MB
- Pdf price : FREE
- Total Page : 02
- Download Pdf : Click Here