প্রিয় ছাত্রছাত্রী
আজকের এই পোস্টে ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু সংশোধন নিয়ে আলোচনা করা হলো।এই প্রশ্নগুলোই বিভিন্ন পরীক্ষাতে প্রায় এসে থাকে। রাজ্যের অথবা কেন্দ্রের প্রতিটি পরীক্ষাতে এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ। আর দেরি না করে সকলে ভালো করে গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন গুলি দেখে নাও। এখান থেকে যে ধরনের প্রশ্ন গুলি এসে থাকে সেগুলি হল, কত তম সংশোধনে গোয়া অঙ্গরাজ্যের মর্যাদা পায়? GST চালু হয় কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে?
Important Amendments to Indian Constitution
সংবিধান সংশোধন নিয়মাবলী
XX তম Part এবং 368 নং ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা আছে।
সংবিধান সংশোধন পদ্ধতি তিনটি:
- প্রথম পদ্ধতি: প্রত্যেক কক্ষে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 ‘অংশের অনুমোদন আবশ্যক, যে কোনো কক্ষে উত্থাপন করা যায়।
উদাহরণ: তৃতীয় অধ্যায়ের মৌলিক অধিকার, চতুর্থ অধ্যায়ের নির্দেশমূলক নীতি।
- দ্বিতীয় পদ্ধতি: প্রথম পদ্ধতির সঙ্গে অর্ধেক রাজ্যের অনুমোদন প্রয়োজন।
উদাহরণ: কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন প্রণয়ন সংক্রান্ত ও শাসনবিভাগীয় ক্ষমতার বণ্টন, রাষ্ট্রপতির নির্বাচন, সুপ্রীম কোর্ট ও হাইকোর্ট সম্পর্কিত বিষয় সংশোধন করা যায়।
- তৃতীয় পদ্ধতি: লোকসভা ও রাজ্যসভার সাধারণ সংখ্যাগরিষ্ঠের সমর্থন প্রয়োজন উভয়কক্ষে।
উদাহরণ: নতুন রাজ্যের সৃষ্টি বা রাজ্য পুনর্গঠন (ধারা 2, 3, 4), নাগরিকতা (ধারা 5-8); বিধান পরিষদ সৃষ্টি বা বিলোপ (ধারা 169), সাংসদদের বিশেষ অধিকার, বেতন ও ভাতা (ধারা 105-106)। সুপ্রীমকোর্টের এলাকা সম্প্রসারণ (ধারা 135); সরকারী ভাষা (ধারা 348); দেশের নির্বাচন (327) প্রভৃতি বিষয় সংশোধন করা যায়।
- 24 তম সংশোধনী (1971 সাল) বলা হয় যে-
- যে কোনো অংশের সংশোধন, সংযোজন বা বর্জন করার ক্ষমতা পার্লামেন্টের আছে।
- 368 ধারা বলে সম্পাদিত সংবিধান সংশোধনের ক্ষেত্রে 13 ধারা প্রযুক্ত হবে না।
- সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য, যদি তা উভয়কক্ষে গৃহীত হয়।
400 Geography S.A.Q Free Book PDF || ভূগোলের ৪০০টি গুরুত্বপূর্ণ M.C.Q প্রশ্ন
গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন
- প্রথম সংবিধান সংশোধন : (1951 সাল) সংবিধানের নবম তালিকা যুক্ত করা হয়। বিভিন্ন ধরণের রাজস্ব সম্পর্কে বলা হয়েছে , দুটি অধিবেশনে মাঝে 6 মাসের বেশি গ্যাপ থাকবে না।
- 7 ম সংশোধন (1956 সাল) ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন।
- একই ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারবেন (7 ম সংশোধনী), 1956 সাল)।
- লোকসভার আসনসংখ্যা নির্দিষ্ট করা হয় (500 থেকে বাড়িয়ে 520 করা হয়)। 500 জন সাংসদ রাজ্যগুলি থেকে এবং 20 জন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হবেন।
- 10 তম সংশোধন (1961 সাল): দাদরা ও নগর হাভেলী কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়।
- 12 তম সংশোধন (1962 সাল): গোয়া, দমন ও দিউ কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়।
- 13 তম সংশোধন (1962 সাল): নাগাল্যান্ড 16তম রাজ্যের মর্যাদা পায়।
- 15 তম সংশোধন (1963 সাল) হাইকোর্টের বিচারপতিগণের কার্যকালের মেয়াদ 60 থেকে বাড়িয়ে 62 বছর করা হয়।
- 21 তম সংশোধন (1967 সাল) সিন্ধি ভাষা 8th Schedule-এ স্থান পায়।
- 24 তম সংশোধন (1971 সাল) সংবিধানের সকল অংশ (মৌলিক অধিকারসহ) সংশোধন করা যাবে বলা হয়।
- 31 তম সংশোধন (1973 সাল): লোকসভার আসনসংখ্যা নির্দিষ্ট করা হয় (525 থেকে বাড়িয়ে 545 করা হয়। )
- 35 তম সংশোধন (1974 সাল) সিকিম সহযোগী রাজ্যের মর্যাদা পায়।
- 36 তম সংশোধন (1975 সাল) সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়।
- 42 তম সংশোধন (1976 সাল) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় Secular, Socialist & Integrity of the Nation শব্দগুলো যুক্ত হয়।
- মৌলিক কর্তব্যগুলি 51(A) ধারায় যুক্ত হয়।
- শিক্ষা যুগ্ম তালিকায় স্থান পায়।
- নির্দেশমূলক নীতির গুরুত্ব বৃদ্ধি করা হয়। মৌলিক অধিকার অপেক্ষা অধিকতর গুরুত্ব পায়।
- লোকসভার ও বিধানসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে 6 বছর করা হয়।
- রাষ্ট্রপতি মন্ত্রীসভার সুপারিশ মানতে বাধ্য।
- কেন্দ্রীয় সরকার আইনশৃঙ্খলা রক্ষার জন্য যেকোনো রাজ্যে সশস্ত্র বাহিনী পাঠাতে পারে [44তম সংশোধনীতে (1978 সাল) এটি বাতিল করা হয়]।
- 42তম সংবিধান সংশোধনকে ‘Mini Constitution’ বলা হয়।
- 44 তম সংশোধন (1978 সাল):
- সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে এটি আইনগত অধিকারের মর্যাদা পেয়েছে- (300A ধারা)
- Preventive Detention Act অনুযায়ী আটক রাখার সময়সীমা 3 মাস থেকে কমিয়ে 2 মাস করা হয়।
- লোকসভা ও বিধানসভার কার্যকাল পুনরায় 5 বছর করা হয়।
- ক্যাবিনেটের লিখিত অনুমতি ব্যতীত জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করা যাবে না।
- 52 তম সংশোধন (1985 সাল) দলত্যাগ বিরোধী আইন Tenth Schedule- এ যুক্ত হয়।
- 53 তম সংশোধন (1986 সাল) মিজোরাম 23তম রাজ্যের মর্যাদা পায়।
- 55 তম সংশোধন (1986 সাল) অরুণাচলপ্রদেশ 24তম রাজ্যের মর্যাদা পায়।
- 56 তম সংশোধন (1987 সাল): গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়।
- 58তম সংশোধন (1987 সাল) সংবিধানের হিন্দি সংস্করণ করা হয়।
- 61 তম সংশোধন (1989 সাল): ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়।
- 71 তম সংশোধন (1992 সাল) মণিপুরী, কোঙ্কনী ও নেপালী ভাষা 8th Schedule-এ স্থান পায়।
- 73 তম সংশোধন (1992 সাল) পঞ্চায়েতী ব্যবস্থায় (XI Schedule) 33.3% আসন সংরক্ষণ মেয়েদের জন্য রাখা হয়।
- 74 তম সংশোধন (1992 সাল): পৌরসভা ও নগরপালিকা (XII Schedule)
- 86 তম সংশোধন (2002 সাল): 6-14 বছরের শিশুদের অবৈতনিক ও আবশ্যিক শিক্ষা মৌলিক অধিকারের স্বীকৃতি পায়।
- 89 তম সংশোধন (2003 সাল) তপশিলী জাতি ও তপশিলী উপজাতিদের জন্য পৃথক জাতীয় কমিশন।
- 91 তম সংশোধন (2003 সাল) মন্ত্রীর সংখ্যা মোট সদস্যের (লোকসভা ও বিধানসভার) 15%-র বেশি হবে না।
- 92 তম সংশোধন (2003 সাল) সংবিধানের VIII তফশীলে 4টি নতুন ভাষা স্থান পায়। এগুলি হল-সাঁওতালী, মৈথিলী, জম্মু ও কাশ্মীরে প্রচলিত ডোগরী এবং আসামের বোড়ো। অষ্টম তফশীলে মোট ভাষার সংখ্যা বর্তমানে 22টি। (14+1+3+4=22).
- 96 তম সংশোধন (2011 সাল): ‘Odia’-এর পরিবর্তে ‘Oriya’ শব্দটি ব্যবহৃত হয়।
- 97 তম সংশোধন (2012 সাল): 19(1) (C) ধারায় ‘Unions’ শব্দটির শেষে ‘Co-Operative Societies’ শব্দগুলি যুক্ত হয়।
- 99 তম সংশোধন (13 এপ্রিল, 2015): National Judicial Appointments Commission গঠিত হয়। 16 অক্টোবর, 2015 সালে সুপ্রীম কোর্টের নির্দেশে এই কমিশন বাতিল হয়।
- 100 তম সংশোধন (2015 সাল) ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি কার্যকরী হয়।
- 101 তম সংশোধন (2017 সাল): GST চালু হয় 1 জুলাই, 2017 থেকে।
- 102 তম সংশোধন (2018 সাল): National Commission for Backward Classes. সাংবিধানিক মর্যাদা পায়। সামাজিক ও শিক্ষার ভিত্তিতে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের জন্য বিশেষ সুযোগ সুবিধা।
- 103 তম সংশোধন (2019 সাল): আর্থিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সরকারি চাকরিতে 10% সংরক্ষণ।
- 104 তম সংশোধন (2020 সাল):
- লোকসভা ও বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনয়ন বাতিল হল।
- লোকসভা ও বিধানসভায় SC & ST-দের জন্য আসন সংরক্ষণ 10 বছর বাড়ানো হল (2020-2030 পর্যন্ত)।
- 105 তম সংশোধন (2021 সাল):
- এই সংশোধনীর ফলে রাজ্যগুলি নিজেরাই নিজস্ব ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা প্রস্তুত করবে এবং তার জন্য ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস-এর অনুমতি লাগবে না।
- এর জন্য ভারতীয় সংবিধানের 342-A এবং 342-A(3) ধারা সংশোধন করা হয়েছে।