India Oil Limited Staff Vacancy 2024: Indian Oil সংস্থায় কর্মী নিয়োগ, মাসিক বেতন 70000/- টাকা 

Published On:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে এর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।বেতন প্রায় ৭০ হাজার টাকা।আজকে এই প্রতিবেদনে বিস্তারিত জানবো। 

India Oil Limited Staff Vacancy 2024

পদের নাম কনট্রাকচুয়াল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 
মোট শূন্যপদ 05 টি
নিয়োগ প্রক্রিয়ালিখিত পরীক্ষা 
আবেদন মাধ্যম সরাসরি ইন্টারভিউ
আবেদনের শেষ তারিখ 16/12/2024

পদ এবং শূন্যপদের বিবরণ 

  • পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে, সেই পদের নাম হচ্ছে কনট্রাকচুয়াল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।
  • শূন্যপদ – সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগ করা হচ্ছে মোট ০৫ জন প্রার্থীকে।
  • বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ২৪ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে তিন বছর ও পাঁচ বছরের ছাড় থাকে সেটাও পাওয়া যাবে।
  • বেতন – সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিমাসে ৭০,০০০ টাকা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা India Oil Limited Staff Vacancy 2024

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ চার বছরের ব্যাচেলর ডিগ্রি (B.E./B.Tech) অর্জন করে থাকতে হবে। পাশাপাশি তিন বছরের পোস্ট কোয়ালিফিকেশন কাজের অভিজ্ঞতা থাকতে হবে যে কোন সরকারি বা বেসরকারি সংস্থায় থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • আবেদনকারীর বয়সের প্রমাণপত্র।
  • আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসাবে (পাসপোর্ট/ভোটার আইডি কার্ড/আধার কার্ড রেশন কার্ড, ইত্যাদি)।
  • শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র।
  • কম্পিউটার সার্টিফিকেট।
  • জাতিগত সংসদ পত্র যদি থাকে।
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
  • এছাড়া ও আরো অন্যান্য।

আবেদন পদ্ধতি India Oil Limited Staff Vacancy 2024

এখানে প্রার্থীদের আগে থেকে অনলাইন বা অফলাইনে কোন রকম ভাবে আবেদন করতে হবে না। যেদিন কি ইন্টারভিউ হবে সেই স্থানে বায়োডাটা (Oil India Limited Staff Vacancy 2024) তৈরি করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো নিয়ে ইন্টারভিউ স্থানে চলে গেলে সরাসরি ইন্টারভিউ হয়ে যাবে। এ বিষয়ে আরও বিষয় জানতে অবশ্যই সমস্ত অফিসার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ স্থান ইন্টারভিউ দিতে পারেন।

গুরুত্বপূর্ণ তারিখ India Oil Limited Staff Vacancy 2024

  • আবেদনের শেষ তারিখ – 16/12/2024
  • অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download Now
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Leave a Comment

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad