ভারতের জাতীয় পতাকা: Indian National Flag Details in Bengali

Published On:

📗প্রিয় ছাত্রছাত্রী 📖

আজ  ভারতের জাতীয় পতাকা সম্পর্কে আলোচনা করা হলো। জাতীয় পতাকার রং,ব্যবহার,ইতিহাস সবই বিস্তারিত দেওয়া হলো। সমস্ত নোটটি  PDF আকারে নীচে দেওয়া আছে।

Indian National Flag Details

  • জাতীয় পতাকার অর্থ :  যে কোনো দেশের ঐতিহ্য, গৌরব এবং মর্যাদার প্রতীক হল জাতীয় পতাকা । 
  •  ভারতের জাতীয় পতাকার শিল্পী  : পিঙ্গলি ভেঙ্কাইয়া (অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনম গ্রামের মানুষ)।
  • ভারতের জাতীয় পতাকার আকার :  আয়তাকার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3 : 2  অর্থাৎ লম্বা 2 ফুট হলে আড়ে 3 ফুট। গেরুয়া, সাদা, সবুজ রং সমান প্রস্থ বিশিষ্ট হতে হয়।

Independence day Quiz In Bengali: স্বাধীনতা দিবস সংক্রান্ত কুইজ

  • ভারতের জাতীয় পতাকার রং : ভারতের জাতীয় পতাকাতে অনুভূমিক ভাবে তিনটি রং আছে। সবার ওপরে গেরুয়া রং, মাঝে সাদা রং এবং নীচে সবুজ রং এবং সাদার মাঝখানে নীল রং এর অশোকচক্র থাকে।
  • ত্রিবর্ণ রঞ্জিত অশোকচক্র যুক্ত পতাকাজাতীয় পতাকা রূপে স্বীকৃতি : 1947 সালের 15 আগস্ট থেকে।
  • জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক :  ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক।
  • জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক  : শান্তি ও পবিত্রতার প্রতীক।
  • জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক : জীবনধর্ম, নির্ভীকতা এবং কর্মশক্তির প্রতীক।
  • নীল রং এর অশোকচক্র কিসের প্রতীক : উন্নতি ও গতিশীলতার প্রতীক।
  • জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম :
    • ক) জাতীয় পতাকার স্থান থাকবে সবার ওপরে। বাড়ীর ছাদে অথবা বিভিন্ন  অনুষ্ঠান যেমন 26 জানুয়ারি, 15 আগস্ট-এ এই পতাকা উত্তোলিত করা যায়।
    • খ) এই জাতীয় পতাকার ডানদিকে বা উপরে অন্যকোনো পতাকা উত্তোলন করা যাবে না।
    • গ) কোনো মিছিলে জাতীয় পতাকা ব্যবহার করলে, তা সকলের সামনে থাকবে কিন্তু কখনই তা অনুভূমিক থাকবে না।
    • ঘ) জাতীয় পতাকা ছেঁড়া বা পোড়ানো যাবে না।
    • ঙ) সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে, এবং রাষ্ট্রীয় শোকের দিন জাতীয় পতাকা অর্ধনমিত করতে হয়।
  • ভারতের জাতীয় পতাকার ছবি প্রথম ডাকটিকিটে স্থান : 1947 সালের 21 নভেম্বর।
  • নকশা গ্রহণ করা হয় : ভারতের জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে।
  • কোন্ কাপড়ে তৈরি :খাদি।
  • নিয়মানুযায়ী তৈরি করেন : খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগম (Khadi Development & Village Industries Commission) 
  • নকশাটি কেন্দ্রীয় সাংবিধানিক সভায় অনুমোদন পায় : 1947 সালের 22 জুলাই।

জাতীয় পতাকা সম্পর্কিত কিছু প্রশ্ন

1. জাতীয় পতাকা কিসের প্রতীক?

উত্তর: কোন দেশের ঐতিহ্য, গৌরব এবং মর্যাদার প্রতীক

2. ভারতীয় জাতীয় পতাকা রূপকার কে?

উত্তর: পিঙ্গলি ভেঙ্কাইয়া (অন্ধ্রপ্রদেশের মাসুলিপত্নাম এর বাসিন্দা)

3. ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

উত্তর: 3 : 2

4. ভারতীয় জাতীয় পতাকার অশোক চক্রে কটি দন্ড থাকে?

উত্তর: 24 টি 

5. কবে থেকে ভারতীয় জাতীয় পতাকার বর্তমান রূপটি গৃহীত হয়েছে?

উত্তর: 1947 সাল 15 ই আগস্ট থেকে

6. ভারতীয় জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক?

উত্তর: ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক

7. ভারতীয় জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক?

উত্তর: শান্তি ও পবিত্রতার প্রতীক 

8. ভারতীয় জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক?

উত্তর: নির্ভীকতা, কর্মশক্তি ও জীবন ধর্মের প্রতীক

9. ভারতীয় জাতীয় পতাকার অশোক চক্র কিসের প্রতীক?

উত্তর: উন্নতি ও গতিশীলতা প্রতীক

10. জাতীয় পতাকার ছবি প্রথম কবে ডাকটিকিটে স্থান পেয়েছিল?

উত্তর: 1947 সাল 21 শে নভেম্বর

11. ভারতীয় জাতীয় পতাকার নকশা পূর্ববর্তী কোন পতাকা থেকে গ্রহণ করা হয়?

উত্তর: জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে

12. ভারতীয় আইন অনুযায়ী জাতীয় পতাকা কোন ধরনের কাপড়ের তৈরি হয়?

উত্তর: খাদি কাপড়

13. ভারতীয় জাতীয় পতাকার নকশা টি কবে কেন্দ্রীয় সাংবিধানিক সভায় অনুমোদিত হয়?

উত্তর: 1947 সাল 22 জুলাই

14. ভারতীয় জাতীয় পতাকার মাঝে অবস্থিত অশোক চক্রটি কি রঙের?

উত্তর: নীল রঙের।

15. সংবিধানের নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা কোন বিভাগ তৈরি করে?

উত্তর: খাদি উন্নয়ন ও গ্রামীণ শিল্প উন্নয়ন নিগম (Khadi Development & Village Industries Commission)।

16. জাতীয় পতাকা কোন স্থানের কোন জায়গায় স্থাপন করতে হবে?

উত্তর: জাতীয় পতাকা কোন স্থানের সবচেয়ে উঁচু জায়গায় স্থাপন করতে হবে।

 

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Leave a Comment

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad