Planets of The Solar System 2024 : সৌরজগতের গ্রহ তালিকা বা সোলার সিস্টেম

Published On:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

প্রিয় ছাত্রছাত্রী। 

আজকে আমরা জানবো সৌরজগৎ সম্পর্কে সংক্ষেপে ।সৌরজগতে কতগুলি গ্রহ আছে? কতগুলি কুলীন গ্রহ আছে কতগুলি ব্রাহ্মণ গ্রহ আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

আশাকরছি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই  Share করো।

◼️গ্রহের নাম—বুধ(Mercury)

❍রোমান বানিজ্যের দেবতা।

❍উপগ্রহ নেই।

❍পরিক্রমন বেগ সবথেকে বেশি।

❍বেশি পরিমানে O2 এবং  H2 এবং হিলিয়াম রয়েছে।

❍সূর্যের নীকটতম গ্রহ।

❍সৌরজগৎ  এর ক্ষুদ্রতম গ্রহ।

❍গ্রহের উষ্নতা 167° C ( আনুমানিক)।

❍গ্রহের বর্ণ —-ধূসর।

◼️গ্রহের নাম —–শুক্র [Venus]

❍রোমান সৌন্দর্যের দেবতা।

❍উপগ্রহ নেই।

❍সবথেকে উজ্বল গ্রহ।

❍সৌরজগৎ এর সবথেকে উষ্ণতম গ্রহ (উষ্ণতা 468°C)

❍এখানে প্রচুর পরিমানে কার্বন -ডাই-অক্সাইড আছ।

❍আয়তনের বিচারে পৃথিবীর যমজ গ্রহ।

❍গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে প্রদক্ষিন করে।

❍গ্রহের বর্ণ –বর্ণহীন বা বিবর্ণ।

◼️গ্রহের নাম —-পৃথীবি[Earth]

❍উপগ্রহ সংখ্যা 1 টি(চাঁদ)

❍উষ্ণতা–15° C

❍গ্রহের বর্ণ—– নীল।

❍আকৃতি—-জিওড(Geoid)

❍নীরক্ষীয় ব্যাস —12757 km

❍মেরু ব্যাস —12714 km

❍নীরক্ষীয় এবং মেরু ব্যাসের পার্থক্য—43 km

❍সূর্য ও পৃথিবীর গড় দূরত্ব—15 কোটি কিমি।

❍অপসূর অবস্থানে সর্বাধিক দূরত্ব—15 কোটি 20 লক্ষ কিমি।

❍ অনুসূর অবস্থানে সর্বাধিক দূরত্ব—–14 কোটি 70 লক্ষ কিমি।

❍ক্ষেত্রফল—51 কোটি 54 লক্ষ বর্গকিমি।

❍আসল পরিধি—-40,070 কিমি( আধুনিক পদ্ধতিতে)

◼️গ্রহের নাম —মঙ্গল

❍নামকরণ–রোমানদের যুদ্ধের দেবতা।

❍উপগ্রহ সংখ্যা —2টি (ফোবস এবং ডাইমোস(

❍ফোবস সৌরজগৎ এর সবথেকে ছোটো উপগ্রহ।

❍গ্রহটি লাল গ্রহ নামেও পরিচিত।

❍ফেরাস অক্সাইড এর পরিমান বেশি এখানে।

❍গ্রহের বর্ণ —লাল।

◼️গ্রহের নাম —বৃহস্পতি [Jupiter ]

❍সৌরজগৎ এর সবথেকে বড গ্রহ।

❍রোমান দেবতাদের দেবতার নাম  অনুসারে এই নাম করণ।

❍মোট উপগ্রহ—79 টি ( Report–2020,dec)

❍বৃহস্পতি এবং সৌরজগৎ এর সবথেকে বড় উপগ্রহ হল গ্যানিমিড।

❍মাধ্যাকর্ষন শক্তি সবথেকে বেশি।

❍আবর্তন বেগ বেশি।

❍গ্রহের বর্ণ —হলদে কমলা।

◼️গ্রহের নাম —শনি [Saturn ]

❍রোমান কৃষকদের দেবতা।

❍উপগ্রহ সংখ্যা —-82 (Report 2020,dec)।

❍সবথেকে বেশি উপগ্রহ রয়েছে শনির।

❍শনির সবথেকে বড় উপগ্রহ টাইটান।

❍বলয় বা রিং দেখা যায় যেগুলি বরফকণা, পাথর, ধূলিকণা দ্বারা গঠিত।

❍মোট বলয়—7 টি

❍গ্রহের বর্ণ —-হলদে বাদামী বা হলদে খয়রী।

◼️গ্রহের নাম—-ইউরেনাস[ Uranus]

❍রোমান আকাশের দেবতা।

❍উপগ্রহ সংখ্যা —27 টি।

❍সৌরজগৎ এর শীতল তম গ্রহ।

❍উষ্ণতা—– 216°C

❍মিরাণ্ডাল একটি উল্লেখযোগ্য উপগ্রহ।

❍নেপচুন ও ইউরেনাস দেখতে একই হওয়ায় এই দুটি গ্রহ হল যমজ গ্রহ।

❍গ্রহটি উত্তর থেকে দক্ষিনে প্রদক্ষিন করে।

❍প্রচুর পরিমানে মিথেক রয়েছে।

❍আবিস্কারক—উইলিয়াম হার্সেল।

❍সাল—13 মার্চ,1781

❍গ্রহের বর্ণ—সবুজ।

◼️গ্রহের নাম —-নেপচুন [Neptunian]

❍রোমান সমুদ্রের দেবতা

❍উপগ্রহ সংখ্যা—13 টি।

❍ট্রাইটান একটি উল্লেখযোগ্য উপগ্রহ।

❍সৌরজগৎ এর সবথেকে দূরে অবস্থিত।

❍আবিস্কারক—-জোহান গেল এবং আরবেইন লে ভেরিয়ার।

❍সাল—23 সেপ্টেম্বর,1846

❍গ্রহের বর্ণ —–নীল

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad