Ratan Tata Last Gift For India: রতন টাটার শেষ উপহার! উপকৃত অসংখ্য পরিবার

Published On:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

Ratan Tata Last Gift For India: রতন টাটার প্রয়াণে গোটা দেশ আজ শোকস্তব্ধ। তাঁর আদর্শ, কাজ, ও মানবিক মূল্যবোধ সারা দেশের মানুষকে অনুপ্রাণিত করে গেছে। জীবনযাত্রায় সহজতা ও সরলতার প্রতীক এই মহান ব্যক্তিত্ব দেশের জন্য অনেক অবদান রেখেছেন। তবে প্রয়াণের কিছু আগে তিনি এমন একটি উপহার দিয়ে গিয়েছিলেন যা দেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। তাঁর এই শেষ উপহারটি ছিল ভারতের জন্য একটি সুপারস্পেশালিটি প্রাণী হাসপাতাল।

রতন টাটার প্রাণীপ্রেম ও হাসপাতাল নির্মাণের প্রেরণা

Ratan Tata Last Gift For India: রতন টাটার পশুপ্রেম সম্পর্কে সবাই জানেন। একবার তাঁর পোষ্য একটি গুরুতর হাঁটুর সমস্যায় ভুগছিল। সমস্যার এতটাই তীব্রতা ছিল যে, জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হয়েছিল তাকে। তবে সেই অস্ত্রোপচার করানোর জন্য তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা যেতে হয়েছিল। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ফলে প্রয়োজনীয় চিকিৎসা সঠিক সময়ে শুরু করা যায়নি, যা রতন টাটাকে দারুণভাবে আহত করেছিল। তখন থেকেই তিনি ভাবতে শুরু করেন, দেশের মাটিতেই এমন উন্নতমানের প্রাণী হাসপাতাল থাকলে কত প্রাণীর প্রাণ বাঁচানো সম্ভব। সেই ভাবনা থেকেই এই উদ্যোগের শুরু।

দীর্ঘ ৭ বছরের প্রচেষ্টা

Ratan Tata Last Gift For India: এমন উন্নতমানের প্রাণী হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া ছিল খুবই চ্যালেঞ্জিং। সেই দায়িত্ব হাতে তুলে নেয় টাটা ট্রাস্ট। শুরুতে জমি সংক্রান্ত জটিলতা ও তারপর কোভিড মহামারির জন্য কাজের গতি থেমে গিয়েছিল। তবে রতন টাটা তাঁর স্বপ্নের এই প্রকল্প থেকে পিছু হটেননি। দীর্ঘ ৭ বছরের কঠোর পরিশ্রম শেষে ২০২৪ সালের ১ জুলাই মুম্বইতে প্রতিষ্ঠিত হয় ‘স্মল অ্যানিমাল হাসপাতাল মুম্বই’ (SAHM)। এটি এখন মুম্বইতে পশু চিকিৎসায় অত্যাধুনিক ব্যবস্থাপনার এক নতুন অধ্যায়।

হাসপাতালের অনন্য সুবিধাসমূহ

Ratan Tata Last Gift For India: এই সুপারস্পেশালিটি প্রাণী হাসপাতালটি ২৪ ঘন্টাই খোলা থাকে, যা অন্য যে কোনও হাসপাতালের তুলনায় অত্যন্ত বিশেষ। এখানে পশুদের জন্য সিটি স্ক্যান, এমআরআই-এর মতো উন্নত ডায়াগনস্টিক পরিষেবা রয়েছে। এ ছাড়াও রয়েছে সার্জারি, ক্যানসার চিকিৎসা, অর্থোপেডিকস, এবং ফিজিওলজির মতো নানা সুবিধা। হাসপাতালটিতে এমন চিকিৎসার ব্যবস্থাও রয়েছে যা দেশে অনেকটাই বিরল। বিশেষভাবে এমার্জেন্সি কেসগুলির জন্য এখানে বিনামূল্যে চিকিৎসার সুবিধাও প্রদান করা হয়, যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

দেশের জন্য এক অনন্য উপহার

Ratan Tata Last Gift For India: দেশে এর আগে কখনও এমন উন্নতমানের প্রাণী হাসপাতাল হয়নি। রতন টাটার এই উদ্যোগ শুধু পশুদের প্রতি ভালোবাসার নিদর্শনই নয়, বরং দেশের পশু চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার একটি পদক্ষেপ। এই হাসপাতাল দেশবাসীর কাছে এক মূল্যবান সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে অনেক পশুর প্রাণ রক্ষা করবে।

রতন টাটার মতো মহান ব্যক্তির স্মৃতি ও তাঁর সৃষ্ট এই হাসপাতাল চিরকাল আমাদের মনে অনুপ্রেরণা হয়ে থাকবে।

আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Leave a Comment

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad