The World Environment Day Quiz in Bengali: প্রতিবছরই ৫ই জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। আমরা জানি পরিবেশ রক্ষার এবং সচেতনতার উদ্দেশ্যে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। কমবেশি সকল পরীক্ষাতেই পরিবেশ দিবস থেকে বেশ কিছু প্রশ্ন এসে থাকে। আজকের এই পোস্টে আমরা পরিবেশ দিবস উদযাপনের ইতিহাস সম্পর্কে জানব। সঙ্গে পরিবেশ দিবস সংক্রান্ত গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন উত্তর দেখব।
পরিবেশ দিবসের ইতিহাস
পরিবেশ রক্ষার জন্য প্রথম পদক্ষেপ নিয়েছিল সুইডেন। সুইডেনের রাষ্ট্রসঙ্ঘের কাছে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করেন এবং বিভিন্ন দেশের সহযোগিতায় সুইডেনের রাজধানী স্টকহোমে 1972 সালের 5 থেকে 16 জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়। 1974 সালে সম্মেলনের প্রথম দিন 5 জুনকে জাতিসংঘ ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। 1974 সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
পরিবেশগত সমস্যা দূর করা।
- জনগণকে পরিবেশ সম্পর্কে সচেতনতা করে তোলা।
- জলবায়ু পরিবর্তনের হারকে সুরক্ষা করা।
- মানব জাতি এবং পৃথিবীর স্থায়িত্ব বজায় রাখা।
- বিভিন্ন বিপদাগ্রস্ত প্রাণী হোক বা উদ্ভিদ বা অন্য কিছু সকলের অস্তিত্ব বজায় রাখা।
Indian National Flag Details in Bengali: ভারতের জাতীয় পতাকা সম্পর্কিত প্রশ্ন উত্তর
২০২৪ সালের পরিবেশ দিবসের থিম
2024 সালের পরিবেশ দিবসের থিম “ভূমি পুনরুদ্ধার, মরুকরণ এবং খরা প্রতিরোধ (Land Restoration, Desertification and Drought Resilience)।