Tet Academic Score Calculator : বর্তমানে ২০২৪ সালে প্রচুর সংখ্যক শিক্ষক নিয়োগ করা হলো যারা ২০১৭ সালে পাশ করেছিল।এর পরবর্তী পরীক্ষাটি হয় ২০২২ সালে ডিসেম্বর মাসে। বর্তমানে ২০২৪ সালে ২০২২ পাস টেট পরীক্ষার্থীদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি দেওয়ার খুব বড় সম্ভাবনা রয়েছে। যে সকল পরীক্ষার্থী ২০২২ সালে প্রাইমারি টেট এ পাস করেছে তাদের অনেকাংশই একাডেমিক স্কোর যাচাই করার চেষ্টা করছেন।
WB Primary Tet Academic Score Calculator For 2022 Pass
আজকের এই পোস্টটি সেই সকল পরীক্ষার্থীদের জন্য যারা ২০২২ সালে প্রাইমারি টেট পরীক্ষায় পাশ করেছেন এবং তাদের একাডেমির স্কোরটি যাচাই করার চেষ্টা করছেন না।
Tet Academic Score Calculator : একাডেমিক স্কোর এর দ্বারা কি হবে ?
লিখিত পরীক্ষায় যারা পাস করেছেন তাদের মধ্যে যাদের একাডেমিক স্কোর বেশি থাকবেন তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবেন এবং তাদের নিয়োগপত্র খুব তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে মার্কস ডিস্ট্রিবিউশনটি হলো
Academic | Score |
---|---|
Madhymik | 5 |
H.S | 10 |
D.EL.ED | 15 |
Tet Score | 5 |
Extra Curriculum | 5 |
Interview | 5 |
Aptitude Test | 5 |
Total | 50 |
যেহেতু অনেকের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নেই বা নাও থাকতে পারে এবং ইন্টারভিউ এর আগে ইন্টারভিউতে কত মার্কস পাবেন সেটাও অজানা , তাই এই ক্যালকুলেটরটিতে শুধুমাত্র 35 নম্বরের মধ্যে আপনার স্কোর কত হবে সেটি দেখাবে।
একটি সুন্দর গাইড বই।
নিচের ফাঁকা ঘর গুলিতে আপনার পরীক্ষায় কত স্কোর পেয়েছেন সেগুলি লিখুন এবং Your Score বটন এ ক্লিক করুন। তাহলে আপনি ৩৫ নম্বরের মধ্যে কত নম্বর পাচ্ছেন সেটা দেখা যাবে।
Out of 35
একটি সুন্দর গাইড বই।