World Turtle Day 23 May 2024 in Bengali: বিশ্ব কচ্ছপ দিবস 23 May বিস্তারিত

Published On:
পরীক্ষা প্রস্তুতি অ্যাপ:
  

প্রতিবছর 23 শে মে পালন করা হয় বিশ্ব কচ্ছপ দিবস। কচ্ছপ একটি পৃথিবীর মধ্যে দুর্লভ প্রাণী।ধীরে ধীরে কচ্ছপ লুপ্তপ্রায় প্রাণীতে পরিণত হচ্ছে।এইজন্য কচ্ছপকে সংরক্ষণ এবং এদের বাসস্থানের সুরক্ষার জন্য ২০০০ সালে আমেরিকায় প্রথম কচ্ছপ দিবস পালন করা হয়।

World Turtle Day 23 May 2024 in Bengali

শুধু কচ্ছপ নই পৃথিবীতে যে সকল প্রাণীগুলি ধীরে ধীরে বিলুপ্ত হতে চলেছে আমাদের সেই সকল প্রাণীদের সুরক্ষা দেওয়া প্রয়োজন। তাদের খাদ্য বাসস্থানের যাতে কোন সমস্যা না হয় সেটি দেখাশোনার দায়িত্ব মানুষেরই।

  • এই বছরের থিম :: কচ্ছপ দিবসের এবছরের (2024) থিম হলো “Let’s Party”।

কচ্ছপ দিবস সংক্রান্ত কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন?

ভারতের কোথায় সব থেকে বেশি পরিমাণে কচ্ছপ পাওয়া যায় ?

উড়িষ্যা রাজ্যে। ( কচ্ছপের প্রজাতিটির নাম হল অলিভ রিডল )

কচ্ছপ দিবসের স্পনসার করেন কে ?

আমেরিকান কচ্ছপ রেসকিউ ( একটি সংস্থা যেটি ১৯৯০ সালে চালু হয়েছিল )

একটি কচ্ছপ কতদিন অব্দি বাঁচতে পারে?

প্রায় ৩০০ বছর।

কচ্ছপ কি ধরনের প্রাণী ?

কচ্ছপ সরীসৃপ প্রাণী। কচ্ছপ সরীসৃপ গোষ্ঠীর সবথেকে প্রাচীনতম এবং আদিম গোষ্ঠী। 

কোথায় কোথায় বর্তমানে বেশি পরিমাণে কচ্ছপ পাওয়া যায়?

প্রবাল দ্বীপ ইন্দোনেশিয়া , মালয়েশিয়া , ফিলিপাইন , পাপুয়া নিউগিনি , উপকূলীয় পূর্ব আফ্রিকা,  ক্যারিবিয়ানের মেসো আমেরিকান রিফ এবং গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ।

কেন পালন করা হয় কচ্ছপ দিবস ?

দৈনন্দিন মানুষের কার্যকলাপের ফলে ধীরে ধীরে কচ্ছপের বাসস্থান হ্রাস পাচ্ছে। কচ্ছপ বন্ধুত্বপূর্ণ প্রাণী নয়। কচ্ছপ একাকী থাকতে পছন্দ করে। জলাশয় তীরবর্তী খাদ্য তারা খাবার হিসেবে পছন্দ করে। মানুষের কার্যকলাপের ফলে ধীরে ধীরে জলাশয় বদ্ধ হয়ে যাচ্ছে। জঙ্গল পরিষ্কার হচ্ছে। যার ফলে জঙ্গলের প্রাণীদের এবং জলাশয়ের প্রাণীদের একটি সংকটের মুখে পড়তে হচ্ছে।

মানুষকে সচেতন করে তোলার জন্যই কচ্ছপ দিবস পালন করা হয়। যাতে কচ্ছপ কি ধরনের প্রাণী, কচ্ছপের খাদ্য সুবিধা অসুবিধা সকল মানুষ ধীরে ধীরে জানতে পারে। এর ফলে কিছুটা হলেও কচ্ছপের বিলুপ্তিকে এড়ানো যাবে।

কচ্ছপের আচরণ কী রকম ?

  • একাকী প্রাণী।
  • বেশিরভাগ কচ্ছপ দিনের বেলায় বেশি সক্রিয় থাকে এবং খাবারের সন্ধান করে বেড়াই সারাদিন।
  • কচ্ছপ জল এবং স্থল উভয় জায়গাতেই থাকে।
  • কচ্ছপ শান্ত সৃষ্ট প্রাণী নয়। 
আমাদের যে কোনো E-Book সরাসরি WhatsApp এর মাধ্যমে কিনতে বা কোনো সমস্যা হলে নিচের বটনে ক্লিক করে মেসেজ করুন -

Share This:

Leave a Comment

Our Student's Success

Item added to cart.
0 items - 0.00
× close ad